Director Onir: সমকামিতা নিয়ে অনুষ্ঠান, গেলেই প্রাণসংশয়! ভোপালে আমন্ত্রণ বাতিল পরিচালক ওনিরের
- Published by:Teesta Barman
Last Updated:
Director Onir: ট্যুইটারে ওনির লিখেছেন, 'এই অনুষ্ঠানের জন্য মুখিয়ে ছিলাম। কিন্তু আমাকে যাওয়া থেকে আটকে দেওয়া হল দেখে খুব খারাপ লাগছে। সেখানে নাকি একটি দলের লোকজন এসে হুমকি দিয়েছে।'
ভোপাল: ভোপাল লিটারেচার অ্যান্ড আর্ট ফেস্টিভ্যাল-এর আলোচনা সভায় আমন্ত্রিত ছিলেন মুম্বইয়ের বাঙালি পরিচালক ওনির। কিন্তু শেষ মুহূর্তে তাঁকে সরে যেতে বাধ্য করা হয়। সভায় আলোচনার বিষয়বস্তু ছিল 'মেকিং লিটারেচার এলজিবিটিকিউ (LGBTQ) নিউট্রাল'। সেখানেই বাঙালি পরিচালকের রাস্তা আটকে দেওয়া হল। শুক্রবার, ১৩ জানুয়ারি, সকালে এই অনুষ্ঠান ছিল ভোপালে।
নিউজ18 বাংলার সঙ্গে কথা বলার সময়ে তিনি বলেন, ''অনুষ্ঠানের আগের দিন আমাকে মেসেজ করে জানানো হয়েছে, আমি যেন অনুষ্ঠান স্থলে না যান। যদি আমি উপস্থিত থাকি, তাহলে আমার নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে না পুলিশ। কারণ নির্দিষ্ট একটি দলের লোকজন এসে নিয়ে সমস্যা তৈরি করেছে। আয়োজকরা জানিয়েছেন, তাঁদের দাবি, এই বিষয় নিয়ে বা ওনির থাকলে এই সভা আটকে দেওয়া হবে। কিন্তু কারা এই সভা আটকে দিল বা আমাকে নিয়ে যে কিসের সমস্যা, কিছুই বুঝতে পারছি না।''
advertisement
advertisement
ট্যুইটারে ওনির লিখেছেন, 'এই অনুষ্ঠানের জন্য মুখিয়ে ছিলাম। কিন্তু আমাকে যাওয়া থেকে আটকে দেওয়া হল দেখে খুব খারাপ লাগছে। সেখানে নাকি একটি দলের লোকজন এসে হুমকি দিয়েছে। আর পুলিশ নাকি বলেছে, আমি যদি অনুষ্ঠানে যাই, আমার সুরক্ষার নিশ্চয়তা দিতে পারবে না। তাই অনুষ্ঠান বাতিল করা হল।'
advertisement
Shocked and Sad that an event I was really looking forward to speaking at had to drop me . Apparently there was a group threatening protest and violence and the police told the organisers that they cannot guarantee my safety. So they cancelled the event. Let me process this... pic.twitter.com/AMSeG9CAa1
— iamOnir (@IamOnir) January 12, 2023
advertisement
समाज में उनका ह्रदय से सम्मान है किंतु साहित्य के नाम पर कम से कम भारत भवन के प्रांगण में न ये विषय प्रासंगिक है, न आवश्यक।
बात देर से अक्ल में आने के बाद उत्साही, विचारशील एवं आधुनिकतावादी आयोजकों द्वारा #BLF से ये बकवास विषय फ़ौरन हटा लिया गया है... #LGBTQ@IamOnir pic.twitter.com/j2EHFSwrF2 — Vijay Manohar Tiwari (@vijaye9) January 13, 2023
advertisement
যদিও ওনির নিউজ18 বাংলাকে জানিয়েছেন, তিনি পরে শুনতে পেয়েছেন, অনুষ্ঠান হয়েছে, কিন্তু ওনিরকে ছাড়া। ঘটনাটির ব্যাখ্যা খোদ পরিচালকের কাছেও নেই। এদিকে অনুষ্ঠানের পোস্টারে ওনিরের ছবি দিয়ে লেখা ছিল, 'আমি ওনির, আমি গে'।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 13, 2023 7:31 PM IST