Bangladeshi Movie Hawa Song Controversy: ‘হাওয়া’র গানের জন্য স্বীকৃতি দেওয়া হবে সিউড়ির মনিরুদ্দিনকে, ফোনে আশ্বাস দিলেন বাংলাদেশি পরিচালক

Last Updated:

Bangladeshi Movie Hawa Song Controversy: ১৯৮৬ সালে ‘আটটা বাজে দেরি করিস না’ গানটি লিখেছিলেন মনিরুদ্দিন আহমেদ। সেই সময় ক্যাসেটও হয়েছিল। সেই গানই সম্প্রতি ‘হট কেক’ হয়ে ওঠে বাংলাদেশের সেলুলয়েডে।

বাংলাদেশের হাওয়া সিনেমার পরিচালক যোগাযোগ করলেন সিউড়ির মনিরুদ্দিন আহমেদের সঙ্গে
বাংলাদেশের হাওয়া সিনেমার পরিচালক যোগাযোগ করলেন সিউড়ির মনিরুদ্দিন আহমেদের সঙ্গে
বীরভূম: মেজবাউর রহমান সুমন পরিচালিত বাংলাদেশের ছবি ‘হাওয়া’ নিয়ে চর্চা ছিল তুঙ্গে। ওপার বাংলার সেই ছবি সাড়া ফেলেছিল এ পারেও। ছবির গল্প, শিল্পীদের অভিনয়ের পাশাপাশি নজর কেড়েছিল ছবির গান। ‘সাদা সাদা কালা কালা’র পাশাপাশি ‘আটটা বাজে দেরি করিস না’-র সুরে মজে উঠেছিল দর্শক। কিন্তু এ বার সেই দ্বিতীয় গানকে কেন্দ্র করেই শুরু বিতর্ক।
গানের রচয়িতার স্থানে লেখা রয়েছে ‘সংগৃহিত’। কিন্তু গানটির রচয়িতা এখনও জীবিত। এখনও তিনি যথারীতি লোকগানের চর্চা করে চলেছেন। তিনি সিউড়ির লালকুঠিপাড়ার মনিরুদ্দিন আহমেদ। এই নিয়ে মনিরুদ্দিনবাবু সংবাদমাধ্যমের কাছে ক্ষোভ উগড়ে দেন।
advertisement
এরপরেই সেই খবর জানতে পারেন পরিচালক মেজবাউর। অবশেষে ফোন মারফত যোগাযোগ করলেন ‘হাওয়া’ সিনেমার পরিচালক মেজবাউর রহমান সুমন। তিনি সিউড়ির লালকুঠিপাড়ার বাসিন্দা মনিরুদ্দিনকে যথাযোগ্য সম্মান দেওয়ার আশ্বাস দেন।
advertisement
এই প্রসঙ্গে ৮১ বছরের শিল্পী মনিরুদ্দিনবাবুর ছেলে জামাল আহমেদ বলেন, ‘‘সুমনবাবু ফোন করেছিলেন। তিনি বলেছেন যে তিনি সঙ্গীতকারের খোঁজ করেছেন৷ কিন্তু পাননি। তাই ‘সংগৃহীত’ লিখেছেন। তবে তিনি বাবাকে সম্মান প্রদানের আশ্বাস দিয়েছেন। এখন দেখি কী হয়।’’
advertisement
উল্লেখ্য, ১৯৮৬ সালে ‘আটটা বাজে দেরি করিস না’ গানটি লিখেছিলেন মনিরুদ্দিন আহমেদ। সেই সময় ক্যাসেটও হয়েছিল। গেয়েছিলেন নামী লোকশিল্পীরা। সেই গানই সম্প্রতি ‘হট কেক’ হয়ে ওঠে বাংলাদেশের সেলুলয়েডে। কিন্তু তার জন্য নূন্যতম সম্মানটুকু মেলেনি গানটির রচয়িতার। যা নিয়ে জোর চর্চা শুরু হয়ে লোক সঙ্গীতের জগতে।
Subhadip Pal
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bangladeshi Movie Hawa Song Controversy: ‘হাওয়া’র গানের জন্য স্বীকৃতি দেওয়া হবে সিউড়ির মনিরুদ্দিনকে, ফোনে আশ্বাস দিলেন বাংলাদেশি পরিচালক
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement