Bangladeshi Movie Hawa Song Controversy: ‘হাওয়া’র গানের জন্য স্বীকৃতি দেওয়া হবে সিউড়ির মনিরুদ্দিনকে, ফোনে আশ্বাস দিলেন বাংলাদেশি পরিচালক

Last Updated:

Bangladeshi Movie Hawa Song Controversy: ১৯৮৬ সালে ‘আটটা বাজে দেরি করিস না’ গানটি লিখেছিলেন মনিরুদ্দিন আহমেদ। সেই সময় ক্যাসেটও হয়েছিল। সেই গানই সম্প্রতি ‘হট কেক’ হয়ে ওঠে বাংলাদেশের সেলুলয়েডে।

বাংলাদেশের হাওয়া সিনেমার পরিচালক যোগাযোগ করলেন সিউড়ির মনিরুদ্দিন আহমেদের সঙ্গে
বাংলাদেশের হাওয়া সিনেমার পরিচালক যোগাযোগ করলেন সিউড়ির মনিরুদ্দিন আহমেদের সঙ্গে
বীরভূম: মেজবাউর রহমান সুমন পরিচালিত বাংলাদেশের ছবি ‘হাওয়া’ নিয়ে চর্চা ছিল তুঙ্গে। ওপার বাংলার সেই ছবি সাড়া ফেলেছিল এ পারেও। ছবির গল্প, শিল্পীদের অভিনয়ের পাশাপাশি নজর কেড়েছিল ছবির গান। ‘সাদা সাদা কালা কালা’র পাশাপাশি ‘আটটা বাজে দেরি করিস না’-র সুরে মজে উঠেছিল দর্শক। কিন্তু এ বার সেই দ্বিতীয় গানকে কেন্দ্র করেই শুরু বিতর্ক।
গানের রচয়িতার স্থানে লেখা রয়েছে ‘সংগৃহিত’। কিন্তু গানটির রচয়িতা এখনও জীবিত। এখনও তিনি যথারীতি লোকগানের চর্চা করে চলেছেন। তিনি সিউড়ির লালকুঠিপাড়ার মনিরুদ্দিন আহমেদ। এই নিয়ে মনিরুদ্দিনবাবু সংবাদমাধ্যমের কাছে ক্ষোভ উগড়ে দেন।
advertisement
এরপরেই সেই খবর জানতে পারেন পরিচালক মেজবাউর। অবশেষে ফোন মারফত যোগাযোগ করলেন ‘হাওয়া’ সিনেমার পরিচালক মেজবাউর রহমান সুমন। তিনি সিউড়ির লালকুঠিপাড়ার বাসিন্দা মনিরুদ্দিনকে যথাযোগ্য সম্মান দেওয়ার আশ্বাস দেন।
advertisement
এই প্রসঙ্গে ৮১ বছরের শিল্পী মনিরুদ্দিনবাবুর ছেলে জামাল আহমেদ বলেন, ‘‘সুমনবাবু ফোন করেছিলেন। তিনি বলেছেন যে তিনি সঙ্গীতকারের খোঁজ করেছেন৷ কিন্তু পাননি। তাই ‘সংগৃহীত’ লিখেছেন। তবে তিনি বাবাকে সম্মান প্রদানের আশ্বাস দিয়েছেন। এখন দেখি কী হয়।’’
advertisement
উল্লেখ্য, ১৯৮৬ সালে ‘আটটা বাজে দেরি করিস না’ গানটি লিখেছিলেন মনিরুদ্দিন আহমেদ। সেই সময় ক্যাসেটও হয়েছিল। গেয়েছিলেন নামী লোকশিল্পীরা। সেই গানই সম্প্রতি ‘হট কেক’ হয়ে ওঠে বাংলাদেশের সেলুলয়েডে। কিন্তু তার জন্য নূন্যতম সম্মানটুকু মেলেনি গানটির রচয়িতার। যা নিয়ে জোর চর্চা শুরু হয়ে লোক সঙ্গীতের জগতে।
Subhadip Pal
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bangladeshi Movie Hawa Song Controversy: ‘হাওয়া’র গানের জন্য স্বীকৃতি দেওয়া হবে সিউড়ির মনিরুদ্দিনকে, ফোনে আশ্বাস দিলেন বাংলাদেশি পরিচালক
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement