'মা' দিয়া তাকাতেই ছেলের মুখে অমলিন হাসি! দিয়ার গোয়া ট্রিপের এই ছবি নেটমাধ্যমে ভাইরাল
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Dia Mirza: মা-ছেলের যুগল সমুদ্রের পাশে দাঁড়িয়ে ছিল...
#গোয়া: দিয়া মির্জা বলিপাড়ায় সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন। তিনি রূপালী পর্দায় তাঁর অভিনয় দিয়ে শুধু দর্শক এবং তার অনুরাগীদেরই শুধু মুগ্ধই করেননি, তাঁর সৌন্দর্য তাঁদের মন্ত্রমুগ্ধ করেছে বছরের পর বছর। প্রাক্তন বিউটি কুইন তাঁর সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। প্রায়শই তার অনুরাগীদের সঙ্গে আলাপ-আলোচনা করেন। কয়েক ঘন্টা আগে, দিয়া তাঁর ইনস্টাগ্রামে আবারও একটি ছবি শোর করেন। ছোট্ট আভিয়ানের সঙ্গে একটি নতুন ছবি দেখান যা ইতিমধ্যেই ভক্তদের নজর কেড়েছে।
advertisement
advertisement
দ্য রেহনা হ্যায় তেরে দিল মে অভিনেত্রী ইনস্টাগ্রামে গোয়ায় সময় কাটানোর ছবি পোস্ট করেছেন। ছবিতে দিয়া আভিয়ানকে তাঁর কোলে নিয়েছেন। মা-ছেলের যুগল সমুদ্রের পাশে দাঁড়িয়ে ছিল। অভিনেত্রীকে তাঁর মেরুন, সবুজ এবং কমলা ম্যাক্সি ড্রেসে সরল গর্জিয়াস দেখাচ্ছে। তাঁর চুল খোলা ছিল এবং কোনও মেকআপ ছিল না। অন্যদিকে, ছোট্ট আভিয়ানকে নীল এবং সাদা ডোরাকাটা পোশাকে অত্যন্ত আরাধ্য দেখাচ্ছিল। মা দিয়া তার দিকে তাকিয়ে থাকতেই তাঁর মুখে বিশাল হাসি।
advertisement
ফটোটি শেয়ার করে দিয়া বেশ কয়েকটি সুন্দর ইমোজি সহ পোস্টটির ক্যাপশন দিয়েছেন।
প্রসঙ্গত, দিয়া শীঘ্রই তাঁর আসন্ন প্রজেক্ট ধাক ধাক দিয়ে সিনেমায় ফিরবেন। ছবিতে ফাতিমা সানা শেখ, রত্না পাঠক শাহ এবং সঞ্জনা সাংঘিও মুখ্য ভূমিকায় রয়েছেন। তরুণ দুদেজা পরিচালিত, অ্যাডভেঞ্চার সিনেমাটি একটি মহিলা রোড ট্রিপের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এবং এতে চার মহিলাকে নায়ক হিসাবে দেখা যাবে, তাঁদের জীবনকালের যাত্রার দেখার জন্য প্রস্তুত দর্শকও।
advertisement
BLM Pictures-এর সহযোগিতায় Viacom18 Studios এবং Outsiders Films Productions এর ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন তাপসী পান্নু এবং প্রাঞ্জল খন্দদিয়া। ছবিটি যৌথভাবে লিখেছেন পারিজাত জোশি এবং তরুণ দুদেজা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 14, 2022 6:33 PM IST