Dharmendra Hema Malini: সন্তানের জন্ম দেবেন হেমা মালিনী, গোটা নার্সিং হোম ভাড়া করেন ধর্মেন্দ্র! কিন্তু কেন? নেটপাড়ায় তোলপাড়
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Dharmendra Hema Malini: ধর্মেন্দ্র ও হেমা মালিনীর দুই মেয়ে রয়েছেন এষা ও অহনা।
মুম্বই: এতটাই জনপ্রিয় জুটি ধর্মেন্দ্র ও হেমা মালিনীর যে, বিয়ের এত বছর পরেও তাঁরা সংবাদ শিরোনামে। বলিউডের অত্যন্ত জনপ্রিয় জুটি তাঁরা। ধর্মেন্দ্র ও হেমা মালিনীর প্রেমকাহিনিও অবাক করা। ২০২০ সালে হেমা মালিনীর সাক্ষাৎকারের একটি ভিডিও নেটপাড়ায় নতুন করে ভাইরাল হয়েছে। কিন্তু কেন?
ধর্মেন্দ্র ও হেমা মালিনীর দুই মেয়ে রয়েছেন এষা ও অহনা। কপিল শর্মার শো-তে হেমা মালিনীকে কপিল প্রশ্ন করেছিলেন, ‘শোনা যায় এষার জন্মের সময় গোটা নার্সিং হোম ভাড়া করেছিলেন ধর্মেন্দ্র। কিন্তু কেন?’ কপিলের প্রশ্নের জবাবে হেমা জানান, ‘এটা সত্যি কথা। আমরা আরও গোপণীয়তা রাখতে চেয়েছিলাম। ডাক্তারের নিজস্ব একটি নার্সিং হোম ছিল। সেটাই এষা ও অহনা দুজনের জন্মের সময়ই পুরোটা ভাড়া করেন ধরমজি’।
advertisement
আরও পড়ুন: এক বছর আগে বাংলা কাঁপানো সেই দৃশ্য! ফ্ল্যাট থেকে উদ্ধার পার্থ-অর্পিতার কোটি কোটি টাকা এখন কোথায়?
ধর্মেন্দ্রর ব্যক্তিগত জীবন নিয়ে মাঝে মাঝেই খবরের শিরোনাম হয়। প্রকাশ কৌরের সঙ্গে বিবাহিত থাকাকালীনই জিতেন্দ্র-হেমার বিয়ে ভেঙে প্রেমিকা হেমা মালিনীকে বিয়ে করেছিলেন ধর্মেন্দ্র। ধর্মেন্দ্রর এমন রঙিন ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকের আগ্রহের অন্ত নেই। কিছুদিন আগে একটি পুরনো ভিডিও ভাইরাল হয় নেটপাড়ায়। সেটি এষা দেওলের বিয়ের ভিডিও।
advertisement
advertisement
ধর্মেন্দ্র ও তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের চার সন্তান। সানি ও ববি দেওল এবং দুই মেয়ে বিজেতা ও অজেইতা। পরে ধর্মেন্দ্র ও হেমার দুই মেয়ে হয়, এষা ও আহানা দেওল। এষা দেওলের বিয়ের একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে দেখা গিয়েছে ধর্মেন্দ্রকে। এক রিপোর্টারের প্রশ্নে বেজায় ক্ষুব্ধ হয়ে যান অভিনেতা। রাগে-চিৎকারে ফেটে পড়েন। ভিডিওটিতে দেখা যায়, সেজেগুজে এষার বিয়ের পার্টিতে ঢুকছেন ধর্মেন্দ্র। সেখানেই তাঁকে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘বোনের বিয়েতে বড় দাদারা সানি ববিকে দেখা গেল না?’ এই প্রশ্ন শুনেই রাগে ফেটে পড়েন ধর্মেন্দ্র। পাল্টা সাংবাদিককে বলেন, ‘আপনি বাজে কথা বলা বন্ধ করুন।’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 23, 2023 3:36 PM IST