ঢাকা সেন্সর বোর্ডের নির্দেশে আটকে গেল দুই বাংলার ‘ডুব’

Last Updated:

ঢাকা সেন্সর বোর্ডের কড়া নজরে পড়ল এবার বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় তৈরি ছবি ‘ডুব’ ৷

#কলকাতা: ঢাকা সেন্সর বোর্ডের কড়া নজরে পড়ল এবার বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় তৈরি ছবি ‘ডুব’ ৷ বাংলাদেশের জনপ্রিয় লেখক প্রয়াত হুমায়ুন আহমেদের জীবনী থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি এই ছবি ৷ তবে একথাকে ভ্রান্ত বলেই জানিয়েছেন ছবির পরিচালক ৷  ছবির পরিচালক মোস্তফা সারয়া ফারুকী ৷ বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকে পাওয়া খবর অনুযায়ী, ‘ডুব’ ছবিতে হুমায়ুন আহমেদের জীবনকে সঠিকভাবে দেখানো হয়নি বলে অভিযোগ তোলেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন ৷ সেন্সর বোর্ডের কাছে অভিযোগ পত্র জমাও দেন তিনি ৷ এর পর তথ্য মন্ত্রণালয়ের চিঠিতেই সেন্সর বোর্ডে আটকে যায় ‘ডুব’৷
বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় তৈরি এই ছবিতে হুমায়ুন আহমেদের চরিত্রে অভিনয় করেছেন ইরফান খান ৷ ছবিতে রয়েছেন পার্নো মিত্র, বাংলাদেশের অভিনেত্রী রোকেয়া প্রাচী এবং তিশা ৷ ছবিটি প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মিডিয়া ও ভারতের এসকে মুভিজ ৷ ছবিতে সহ প্রযোজক হিসেবে ছিলেন ইরফান খানও ৷
ঢাকা সেন্সর বোর্ডে আটকে যাওয়া নিয়ে সংবাদ মাধ্যমকে পরিচালক জানিয়েছেন, ‘আমরা এর বিরুদ্ধে আইনি লড়াইতে যাব ৷ সব নিয়ম মেনেই আমরা ছবিটা তৈরি করেছি ৷ এমনকী, চিত্রনাট্যও আগে থেকে জমা দেওয়া হয়েছিল ৷ যা করা হয়েছে তা একেবারেই অনৈতিক ৷ ’
advertisement
advertisement
অন্যদিকে ছবির অভিনেতা ও বলিউড স্টার ইরফান খান জানান, ‘সিনেমাটি আটকে যাওয়ার ঘটনায় আমি খুবই বিশ্মিত ৷ এই সিনেমায় এক লেখকের সঙ্গে এক নারীর মানবিক টানাপোড়েন তুলে ধরা হয়েছে ৷ এটি কীভাবে সমাজের ক্ষতি করবে তা বুঝে উঠতে পারছি না ৷ ’
অন্যদিকে ছবির প্রযোজক অশোক ধানুকা ও হিমাংশু ধানুকা জানান, ‘পুরো ব্যাপারটাই খারাপ হয়েছে ৷ বাংলাদেশের কিছু মিডিয়াই ভুলভাবে ছবিটাকে বর্ণনা করছে ৷ আমরা এর প্রতিবাদ করব ৷  এই ছবি হুমায়ুন আহমেদের জীবনী নিয়ে নয় ৷ একেবারেই কাল্পনিক একটা চরিত্র ৷ আমরা আইনের পথেই পদক্ষেপ নিচ্ছি ৷ গোটা বিশ্বে খুব শীঘ্রই মুক্তি পাবে এই ছবি৷’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ঢাকা সেন্সর বোর্ডের নির্দেশে আটকে গেল দুই বাংলার ‘ডুব’
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement