Kangana Ranaut Emergency Movie: ধাকড়ের হতাশা ভুলে এবার পরিচালনায় কঙ্গনা রানাউত! আসছে রাজনৈতিক সিনেমা 'ইমার্জেন্সি'

Last Updated:

Kangana Ranaut in Film Direction: কঙ্গনা স্পষ্ট করে জানান, ইমার্জেন্সি রাজনৈতিক সিনেমাই তবে “এটি ইন্দিরা গান্ধির বায়োপিক নয়। এটি একটি গ্র্যান্ড পিরিয়ড ফিল্ম"

Kangana Ranaut
Kangana Ranaut
Emergency: বক্স অফিসে চরম ব্যর্থ কঙ্গনা রানাউত অভিনীত ধাকড়! কার্তিক আরিয়ানের ভুল ভুলাইয়া ২ এ সঙ্গেই ২০ মে মুক্তি পেয়েছিল এই সিনেমাটি। কিন্তু অষ্টম দিনেও মাত্র ২০ টি টিকিট বিক্রি হয়েছে কঙ্গনার এই সিনেমার! এই ব্যর্থতার পরেই কঙ্গনা তাঁর আগামী কাজ শুরু করে দিয়েছেন। তবে এবার আর অভিনয় নয়, একেবারে পরিচালকের ভূমিকায় কঙ্গনা রানাউত!
সোমবার তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন কঙ্গনা যেখানে তাঁকে একটি লোকেশনে দলের সঙ্গে কাজ করতে দেখা যাচ্ছে। ছবির পাশাপাশি কঙ্গনা লিখিতভাবে এও ঘোষণা করেছেন যে তিনি তাঁর পরিচালনায় পরবর্তী কাজ শুরু করেছেন যার নাম ‘ইমার্জেন্সি’। “আমি যতগুলো চরিত্রে অভিনয় করি তার মধ্যে একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবেই আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। #ইমার্জেন্সি,” লিখেছেন ক্যাপশনে। অন্য একটি ছবিতে আবার কঙ্গনা লিখেছেন, ‘রেইকির প্রথম দিন...”
advertisement
advertisement
কঙ্গনা রানাউতের ইনস্টাগ্রাম স্টোরি
গত বছর কঙ্গনা রানাউত তাঁর পরিচালনায় ‘ইমার্জেন্সি’ সিনেমার কথা ঘোষণা করেছিলেন। তারপরেই সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন ‘কু’ তে লিখেছিলেন, “আবার পরিচালকের ভূমিকায় আসতে পেরে আনন্দিত, এক বছরেরও বেশি সময় ধরে ‘ইমার্জেন্সি’ নিয়ে কাজ করার পরে আমি অবশেষে বুঝেছি যে আমার চেয়ে ভাল এই সিনেমা কেউ পরিচালনা করতে পারবে না। লেখক রিতেশ শাহের সঙ্গে কাজ করছি। যদি এর জন্য আমাকে একাধিক অভিনয়ের সুযোগ ছাড়তে হয় তাও আমি পরিচালনা করতে দৃঢ়প্রতিজ্ঞ, আমি প্রচণ্ড উত্তেজিত। একটি দুর্দান্ত সফর হতে চলেছে। #ইমার্জেন্সি #ইন্দিরা।”
advertisement
কঙ্গনা পরে স্পষ্ট করে জানান, ইমার্জেন্সি রাজনৈতিক সিনেমাই তবে এটি ইন্দিরা গান্ধির বায়োপিক নয়। “এটি ইন্দিরা গান্ধির বায়োপিক নয়। এটি একটি গ্র্যান্ড পিরিয়ড ফিল্ম। সুনির্দিষ্টভাবে বলতে গেলে, এটি একটি রাজনৈতিক সিনেমা যা আমার প্রজন্মকে বর্তমান ভারতের সামাজিক-রাজনৈতিক অবস্থান বুঝতে সাহায্য করবে,” হিন্দুস্তান টাইমসকে বলেন কঙ্গনা।
advertisement
‘ইমার্জেন্সি’র আগে মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি সিনেমার পরিচালনা করেছিলেন কঙ্গনা রানাউত। এই সিনেমাটি ২০১৯ সালে মুক্তি পেয়েছিল। কঙ্গনা ছাড়াও এই সিনেমায় অঙ্কিতা লোখান্ডে, যিশু সেনগুপ্ত এবং অতুল কুলকার্নি অভিনয় করেছিলেন।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kangana Ranaut Emergency Movie: ধাকড়ের হতাশা ভুলে এবার পরিচালনায় কঙ্গনা রানাউত! আসছে রাজনৈতিক সিনেমা 'ইমার্জেন্সি'
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement