Taliban Minister Amir Muttaqi: আফগানিস্তানে একজনও নারী জেলে বন্দি নেই: দাবি তালিবান মন্ত্রী আমির মুত্তাকির!
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Taliban in Afghanistan: "গত নয় মাসে, রাজনৈতিক বিরোধিতা বা সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলার কারণে আফগানিস্তানের কারাগারে একজন মহিলাও বন্দি হননি,” বলেন মুত্তাকি।
Exclusive: আফগানিস্তানের জেলে একজনও নারী বন্দি নেই! নিউজ ১৮-এর এক একান্ত সাক্ষাৎকারে এমনই দাবি করেছেন তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। বিশ্বের সামনে এই দেশের নেতিবাচক ভাবমূর্তি তুলে ধরার জন্য পশ্চিমি ‘প্রপাগান্ডা’কেই দায়ী করেছেন আমির। “এটা কিছু পশ্চিমি মিডিয়ার তৈরি বিশ্ব প্রোপাগান্ডা এবং এটা আমাদের শত্রুদের রটানো। যাইহোক, সত্যিটা হল যে গত নয় মাস থেকে এমন একটি ঘটনাও ঘটেনি যেখানে শোনা গিয়েছে যে শয়ে শয়ে নারী মারা গিয়েছেন বা আত্মহত্যা করেছেন,” বলেন আমির খান মুত্তাকি।
গত বছরের অগাস্টে মার্কিন সেনাবাহিনীর প্রত্যাহারের পর তালিবানরা দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে আফগানিস্তানে নারীর অধিকার এবং মানবাধিকারের পাশাপাশি মেয়েদের শিক্ষা আন্তর্জাতিকভাবে আলোচিত হয়েছে। এই সপ্তাহের শুরুতে, আফগানিস্তানে জাতিসংঘের অধিকার বিষয়ক দূত রিচার্ড বেনেট জানান, ‘গুরুতর’ মানবাধিকার সংকটের মুখোমুখি আফগানিস্তান এবং তালিবান কর্তৃপক্ষকে মহিলাদের উপর ক্রমবর্ধমান বিধিনিষেধ প্রত্যাহারের আহ্বানও জানানো হয়।
advertisement
advertisement
মার্চ মাসে মেয়েদের উচ্চ বিদ্যালয়ে যাওয়ার অনুমতি দেওয়ার বিষয়ে তালিবানরা মত পরিবর্তন করে। তারপরেই শিক্ষার লভ্যতা বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন বেনেট। তালিবানরা অবশ্য মানবাধিকার বিষয়ে উদ্বেগকে উড়িয়ে দিয়ে জানিয়েছে কর্তৃপক্ষ উল্লিখিত বিষয়গুলিতে মনোযোগ দিয়েছে এবং মেয়েদের মাধ্যমিক শিক্ষার বিষয়ে কাজ করছে। নিউজ ১৮-এর সঙ্গে কথা বলতে গিয়ে মুত্তাকি দাবি করেন, আফগানিস্তানের জেলে একজনও মহিলা বন্দি নেই।
advertisement
“আফগানিস্তানের জেলে আমাদের একজনও নারী বন্দি নেই। গত নয় মাসে, রাজনৈতিক বিরোধিতা বা সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলার কারণে আফগানিস্তানের কারাগারে একজন মহিলাও বন্দি হননি,” বলেন মুত্তাকি। মুত্তাকি পূর্ববর্তী তালিবান শাসনামলে সংস্কৃতি ও শিক্ষামন্ত্রী ছিলেন। তিনি জানান, শিক্ষাক্ষেত্রে যেটুকু ব্যাঘাত ঘটেছে তা কোভিড-১৯ মহামারীর কারণে।
advertisement
“শিক্ষার ক্ষেত্রে, কোভিড-১৯ মহামারীর কারণে ক্লাস বন্ধ বা ক্ষতিগ্রস্থ হয়েছিল এবং এখন ৮৫-৯০% ক্লাস ফের চালু করা হয়েছে। ছেলেরা তাদের নিয়মিত শিক্ষাই পাচ্ছে এবং মেয়েদের ক্ষেত্রে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত শিক্ষা পাচ্ছে,” বলেন মুত্তাকি।
advertisement
“তবে, ছেলে এবং মেয়ে দু’জনের জন্যই বিশ্ববিদ্যালয় খোলা হয়েছে যেখানে তারা শিক্ষা গ্রহণ করছে পাশাপাশি শিক্ষা দানও করছে। আমাদের শিক্ষাক্ষেত্রে নারী শিক্ষকসহ ৯২ হাজার শিক্ষক রয়েছেন। এখনও কিছু অসুবিধা আছে, তবে সমাধান অবশ্যই আসবে,” জানান এই তালিবান নেতা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 30, 2022 3:51 PM IST