Viral Bihar Girl Seema gets Artificial Limb: এক পায়ে লাফিয়ে স্কুলে যাওয়ার ভিডিও ভাইরাল, কৃত্রিম পা পেল বিহারের লড়াকু ছাত্রী!
- Published by:Madhurima Dutta
Last Updated:
Bihar Physically Challenged Girl Seema: রাজ্যের শিক্ষা বিভাগ সীমাকে একটি কৃত্রিম পা দিয়েছে
#বিহার: একপায়ে লাফিয়ে লাফিয়ে স্কুল পাড়ি দেওয়া বিহার কন্যার ভিডিও ভাইরাল হয়েছে দিন কয়েক আগেই। সেই ভিডিওটি দেখার পর থেকেই এই প্রতিবন্ধী মেয়ের স্কুলে পৌঁছনোর অদম্য ইচ্ছা ও প্রাণশক্তিকে আশীর্বাদ জানিয়েছেন বহু বহু মানুষ। প্রচুর মানুষ সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছেন। ভিডিওটি চোখে পড়েছে অভিনেতা সোনু সুদেরও। আর তারপরেই নিজের চিরাচরিত ভঙ্গিমায় এই শিশুটিকে সাহায্য করার প্রস্তাবও দেন সোনু। ১০ বছর বয়সী সীমা এবার দুই পায়ে হেঁটেই স্কুলে যেতে পারবে। রাজ্যের শিক্ষা বিভাগ সীমাকে একটি কৃত্রিম পা দিয়েছে, জানিয়েছে দ্য টাইমস অফ ইন্ডিয়া।
বিহারের জুমাই জেলার বাসিন্দা সীমা দুই বছর আগে একটি বড়সড় দুর্ঘটনার মুখে পড়ে। সেই দুর্ঘটনায় গুরুতর আহত সীমার বাঁ পা কেটে বাদ দিতে হয়। ট্রাক্টরের ধাক্কায় ভয়াবহ আঘাত পায় সীমা। ডাক্তারদের কাছে পা কেটে ফেলা ছাড়া আর কোনও উপায় ছিল না। তারপর থেকে সীমা প্রতিদিন এক পায়ে ভর দিয়ে লাফিয়েই প্রায় ১ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে স্কুলে যেতে।
advertisement
advertisement
अब यह अपने एक नहीं दोनो पैरों पर क़ूद कर स्कूल जाएगी। टिकट भेज रहा हूँ, चलिए दोनो पैरों पर चलने का समय आ गया। @SoodFoundation 🇮🇳 https://t.co/0d56m9jMuA
— sonu sood (@SonuSood) May 25, 2022
advertisement
ভিডিওটি সীমার অদম্য ইচ্ছাকেই তুলে ধরেছে। শারীরিক এই অসুবিধা সত্ত্বেও শিক্ষা অর্জনের জন্য তাঁর চেষ্টা এবং লড়াই অসংখ্য মানুষের হৃদয় জয় করেছে। ইন্টারনেটে এই ভিডিও ভাইরাল হতেই বিহারের রাজ্য শিক্ষা বিভাগ বিশেষ পদক্ষেপ করে। শুক্রবার BEPC (বিহার শিক্ষা প্রকল্প কাউন্সিল)-এর এর কর্মকর্তারা পরিমাপ করার পরেই সীমাকে একটি কৃত্রিম পা বা কৃত্রিম অঙ্গ প্রদান করা হয়েছে।
advertisement
এর আগে, জামুইয়ের ডিএম অবনীশ কুমার সিং খয়রা ব্লকের ফতেহপুর গ্রামে সীমার মাটির বাড়িতে গিয়েছিলেন এবং তাঁকে একটি ট্রাই সাইকেল উপহার দেন। অবনীশ কুমার সিং জানান, এখন সীমাকে একটি কৃত্রিম পা দেওয়া হয়েছে, আগেই তাঁকে একটি ট্রাই-সাইকেল এবং একটি হুইল চেয়ারও দেওয়া হয়েছে। “আমরা আশা করি যে প্রায় এক সপ্তাহের মধ্যেই এই কৃত্রিম পা পরে হাঁটতে অভ্যস্ত হয়ে উঠবে সীমা,” বলেন তিনি।
advertisement
ডিএম আরও জানান, ১৮ বছর পর্যন্ত প্রতিবন্ধী শিশুদের শনাক্ত করার জন্য একটি সমীক্ষা চালানো হচ্ছে। তিনি জানা,ন এই জাতীয় শিশুদের প্রয়োজনীয় সরঞ্জাম যেমন হুইলচেয়ার এবং শ্রবণযন্ত্র সহ অন্যান্য জিনিস সরবরাহ করা হবে।
কৃত্রিম পা পাওয়ার পর সীমা জানিয়েছে সে “খুব খুশি এবং সকলের প্রতি কৃতজ্ঞ।” শিক্ষক হওয়ার ইচ্ছার লক্ষেই এগিয়ে যেতে চায় সীমা।
advertisement
অভিনেতা সোনু সুদও ট্যুইটারে সীমার ভাইরাল ভিডিওতে প্রতিক্রিয়া জানিয়ে সাহায্যের প্রস্তাব দেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 28, 2022 7:09 PM IST