Devlina Kumar on Rape: 'উত্তেজক পোশাক পরলে ধর্ষণ তো হবেই'! হঠাৎ কেন এমন বললেন দেবলীনা?

Last Updated:

ভিডিওতে আরও বলা হয়েছে, মহিলাদের ছোট স্কার্ট, হট প্যান্ট, শর্ট ড্রেস, হাতকাটা পোশাক দেখেই পুরুষরা উত্তেজিত হন। (Devlina Kumar on Rape)

 Devlina Kumar on Rape
Devlina Kumar on Rape
#কলকাতা: দেশে প্রতিদিনই শিরোনামে ধর্ষণের খবর। প্রতিবাদ উঠছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। কয়েকদিন আগেই বলিউড অভিনেত্রী কাল্কি কোয়েচলিন খোঁচা দিয়ে প্রতিবাদ করেছিলেন উত্তোরত্তর বৃদ্ধি পাওয়া ধর্ষণের ঘটনার। সেখানে মেয়েদের পোশাককেই ব্যঙ্গের সুরে দায়ী করেছেন কাল্কি। অভিনেত্রীর কথায়, 'ধর্ষণের কারণ তো নারী নিজেই! এমন কিছু পোশাক তাঁরা পরেন, যা পুরুষদের উত্তেজিত করে। কারণ, তাঁদের চোখ আছে। তাঁরা দেখেন। এবং....। নইলে কী আর এ সব হয়?' (Devlina Kumar on Rape)
ভিডিওতে আরও বলা হয়েছে, মহিলাদের ছোট স্কার্ট, হট প্যান্ট, শর্ট ড্রেস, হাতকাটা পোশাক দেখেই পুরুষরা উত্তেজিত হন। আর তার ফলেই ধর্ষণের ঘটনা ঘটে। মেয়েদের অমন পোশাকের জন্যই নিজেদের সামলাতে না পেরে ধর্ষণ করে ফেলেন তাঁরা। কাল্কির সঙ্গে সেই ভিডিওতে আরেক যুবতীকেও দেখা গিয়েছে, যিনি একই সুরে প্রতিবাদ করেছেন। তবে পুরোটাই ব্যঙ্গের সুরে।
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: জাতীয় ভারোত্তলনে নজির, 'সোনার মেয়ে' জলপাইগুড়ির শুভার্থী
এবার কাল্কির সেই ব্যঙ্গাত্মক ভিডিওকে হাতিয়ার করে ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানালেন বাঙালি অভিনেত্রী দেবলীনা কুমার। ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করেছেন তিনি। সেখানে ক্যাপশনে তিনি লিখেছেন, 'অবশ্যই আমরা দায়ী, এবং আমাদের পোশাক। এবার পোশাক উত্তেজক হবে তো এরকম তো হবেই'। নিজের এই বার্তার মাধ্যমেই মানুষের মানসিকতাকে খোঁচা দিলেন অভিনেত্রী। পাশাপাশি ধর্ষণের মতো অপরাধের বিরুদ্ধেও সোচ্চার হলেন।
advertisement
এর আগে দেবলীনা বলেছিলেন, সুযোগ পেলে রাজনীতিতে আসতে চান তিনিও। গত বছর পুরসভা নির্বাচনের সময়ে ভোটে দাঁড়ানোর প্রস্তাবও দেওয়া হয়েছিল তাঁকে দলের থেকে। কিন্তু নিজেই সেই প্রস্তাব ফিরিয়ে দেন দেবলীনা। কারণ তাঁর মতে, রাজনীতির জন‍্য অনেকটা সময় দরকার যেটা তাঁর কাছে এই মুহূর্তে নেই। তবে এই মুহূর্তে দেশে বাড়তে থাকা ধর্ষণের ঘটনায় এভাবে ব্যঙ্গাত্মক প্রতিবাদ করে দেবলীনা নজর কেড়েছেন নেটিজেনের।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Devlina Kumar on Rape: 'উত্তেজক পোশাক পরলে ধর্ষণ তো হবেই'! হঠাৎ কেন এমন বললেন দেবলীনা?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement