Dev: ' ও অভিনয় করুক...ওকে কাজ করতে দেওয়া হোক', এবার অনির্বাণের হয়ে ক্ষমাপ্রার্থী দেব
- Reported by:Manash Basak
- news18 bangla
- Published by:Rukmini Mazumder
Last Updated:
এবার অনির্বাণের হয়ে ক্ষমাপ্রার্থী দেব। শুক্রবার স্ক্রিনিং কমিটির বৈঠকে অনির্বাণের হয়ে ফেডারেশনের কাছে ক্ষমা চাইলেন দেব, জানালেন 'অনির্বাণের হয়ে আমি ক্ষমাপ্রার্থী'
কলকাতা: এবার অনির্বাণের হয়ে ক্ষমাপ্রার্থী দেব। শুক্রবার স্ক্রিনিং কমিটির বৈঠকে অনির্বাণের হয়ে ফেডারেশনের কাছে ক্ষমা চাইলেন দেব, জানালেন ‘অনির্বাণের হয়ে আমি ক্ষমাপ্রার্থী’! তাঁর এই মন্তব্যই ইন্ধন জুগিয়েছে জল্পনায়। তাহলে কি ‘দেশু’ জুটির পুজোর ছবিতে দেখা যাবে অনির্বাণকে? টলিপাড়ার একাংশ মনে করছে, সেই জন্যই হয়তো অনির্বাণের উপর আরোপিত অলিখিত ‘নিষেধাজ্ঞা’ তুলে নেওয়ার আর্জি দেবের।
অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে টেকনিশিয়ান ফেডারেশনের সংঘাত চরমে। কলাকুশলীদের বিরোধীতা করে ক্ষোভের মুখে পড়েছিলেন তিনি। তার পর থেকেই অলিখিত নিষেধাজ্ঞা জারি হয়েছে তাঁর উপর। শুক্রবারের বৈঠকে এই সমস্যা মিটিয়ে নেওয়ার আবেদন করেন দেব। তিনি বলেন, ”ও খুবই ভাল অভিনেতা। ফেডারেশনের সঙ্গে ওর দূরত্ব তৈরি হয়েছে। আমি চাই আমার ছবিতে ও থাকুক বা না থাকুক, ও অভিনয় করুক। ফেডারেশন তো টেকনিশিয়ান গিল্ডের মাথা, কাজেই আমি আমি ফেডারেশন ও তাঁর সঙ্গে স্বরূপ বিশ্বাসকে অনুরোধ করব, দয়া করে ওকে কাজ করতে দেওয়া হোক।”
advertisement
advertisement
গতবছর জুন মাসে অনির্বাণ ভট্টাচার্যের মিউজিক অ্যালবামের একটি ভিডিও শ্যুট হওয়ার কথা ছিল। কিন্তু সেই শ্যুটিং স্তব্ধ হয়ে যায়। অনির্বাণ ভট্টাচার্যের অভিযোগ, শ্যুটিং-এ যোগ দেননি টেকনিশিয়ানরা। কেন অসহযোগিতা তা তিনি জানেন না। কেউ সরাসরি কিছু বলেননি। কিন্তু ফেডারেশন-পরিচালকদের দ্বন্দ্বে কোর্টে যাবার পর থেকে তাঁকে এই অসহযোগিতার মুখে পড়তে হচ্ছে বলে জানিয়েছিলেন অনির্বাণ।
advertisement
অনির্বাণ ও দেব একসঙ্গে কাজ করেছেন বিভিন্ন ছবিতে। অনির্বাণের বড় পর্দায় ডেবিউ সিনেমা অপর্ণা সেন পরিচালিত ‘আরশিনগর’-এ মুখ্য ভূমিকায় ছিলেন দেব এবং তাঁর প্রিয় বন্ধুর চরিত্রে দেখা গিয়েছিল অনির্বাণকে। দেবের জনপ্রিয় ছবি ‘গোলন্দাজ’-এ দেবকে দেখা গিয়েছিল নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর ভূমিকায়। সেখানে অনির্বাণকে দেখা গিয়েছিল বিপ্লবীর চরিত্রে। সৃজিত পরিচালিত ‘উমা’ সিনেমাতেও দেব এবং অনির্বাণকে একসঙ্গে দেখা গিয়েছিল। যদিও সেখানে দেব তাঁর নিজের ভূমিকাতেই অভিনয় করেছিলেন। অতিথি চরিত্রে খুব সামান্য সময়ের জন্য পর্দায় ছিলেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 16, 2026 8:29 PM IST










