স্ট্রাগলের দিনে ধরা হাত ছাড়েননি, ১১ বছর প্রেম, ধুমধাম করে বিয়ে...এই অভিনেতা-অভিনেত্রীর ভালবাসার গল্প অবাক করবে
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
২০১০ সালে রাজকুমার একটি বিজ্ঞাপনে পত্রলেখাকে দেখে না কি নিজেকে বলেছিলেন, ‘‘আমি একদিন ওকেই বিয়ে করব।’’ পত্রলেখা তাঁকে ‘লাভ সেক্স অউর ধোঁকা’ ছবিতে দেখেছিলেন, একজন সিরিয়াস অভিনেতার বাইরে আর কিছু ভাবেননি, এমন একজন অভিনেতা হিসেবে নয়, যাকে দেখলেই মুগ্ধ হয়ে যেতে হয়। তখনও তিনি বোঝেননি ভাগ্যের অন্য পরিকল্পনা ছিল।
রাজকুমার রাও বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা। তাঁর মতোই তাঁর স্ত্রী পত্রলেখাও একজন মেধাবী এবং প্রতিভাবান শিল্পী। রাজকুমার এবং পত্রলেখার প্রেমের গল্পটি ১১ বছরের বন্ধুত্ব, আনুগত্য এবং স্বপ্নের মধ্য দিয়ে পরিণতি পেয়েছে। একটি মিউজিক ভিডিওর সেটে দেখা থেকে শুরু করে ২০২১ সালে বিয়ে পর্যন্ত তাঁদের প্রেমের গল্পটি সত্যিই আকর্ষণীয়।
advertisement
advertisement
advertisement
২০১০ সালে রাজকুমার একটি বিজ্ঞাপনে পত্রলেখাকে দেখে না কি নিজেকে বলেছিলেন, ‘‘আমি একদিন ওকেই বিয়ে করব।’’ পত্রলেখা তাঁকে ‘লাভ সেক্স অউর ধোঁকা’ ছবিতে দেখেছিলেন, একজন সিরিয়াস অভিনেতার বাইরে আর কিছু ভাবেননি, এমন একজন অভিনেতা হিসেবে নয়, যাকে দেখলেই মুগ্ধ হয়ে যেতে হয়। তখনও তিনি বোঝেননি ভাগ্যের অন্য পরিকল্পনা ছিল।
advertisement
২০১০ সাল থেকে দু’জনের মধ্যে সম্পর্ক শুরু হয়। তাঁরা সবসময় তাঁদের সম্পর্ক গোপন রেখেছেন। পত্রলেখা একবার বলেছিলেন যে তাঁদের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা এবং বন্ধুত্বের উপর ভিত্তি করে তৈরি। প্রায় এক দশক ধরে তাঁরা একে অপরের কেরিয়ারকে সমর্থন করেছে, একসঙ্গে অডিশনে যাতায়াত করেছেন, গাড়ির পিছনের সিটে বসে একে অপরকে উৎসাহিত করেছেন এবং একে অপরের সবচেয়ে বড় চিয়ারলিডার হয়ে উঠেছেন।
advertisement
advertisement








