ঘণ্টার পর ঘণ্টা ধরে মেকআপ ! দীপিকা এভাবেই হয়ে উঠলেন ‘অ্যাসিড’ আক্রান্ত লক্ষ্মী

Last Updated:

বক্স অফিসে দীপিকার ছপক ৷ ইতিমধ্যেই সমালোচকদের প্রশংসা পেয়েছেন দীপিকা পাড়ুকোন ৷

#মুম্বই: বক্স অফিসে দীপিকার ছপক ৷ ইতিমধ্যেই সমালোচকদের প্রশংসা পেয়েছেন দীপিকা পাড়ুকোন ৷ দীপিকার দুরন্ত অভিনয় দেখে দর্শকেরাও বাহবা দিয়েছেন তাঁকে ৷ কিন্তু জানেন কি? ছবির লক্ষ্মী হতে গিয়ে কতটা খাটতে হয়েছে তাঁকে ?
ছবির টিম থেকে পাওয়া খবর অনুযায়ী, প্রসেথটিকসে মেকআপের সাহায্যেই দীপিকাকে ‘অ্যাসিড আক্রান্ত’ লক্ষ্মী আগরওয়াল সাজানো হয়েছে ৷ আর এই মেকআপ করতে দীপিকার লেগেছে কমপক্ষে ৪ ঘণ্টা ! রোজ ৪ ঘণ্টার টানা মেকআপেই দীপিকা হয়ে উঠতেন লক্ষ্মী ৷
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দীপিকার লক্ষ্মী হয়ে ওঠার ভিডিও ৷ ঠিকভাবে দীপিকা হয়ে উঠেছিলেন অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী৷ তাই ধরা পড়েছে এই ভিডিও ৷ খোদ নায়িকা বলছেন, ছবির শ্যুটিং শুরু হওয়ার পর তিনি ভেবেছিলেন এই অভিনয় তিনি করতে পারবেন না ৷ সম্প্রতি বম্বে টাইমসে একটি একান্ত সাক্ষাৎকার দিয়েছেন পর্দার ‘মালতী ৷ সেখানেই নায়িকা জানিয়েছেন, চরিত্রটি করা এতটাই শক্ত ছিল যে তিনি মাঝপথেই তা ছেড়ে দিতে চেয়েছিলেন ৷ ওই সাক্ষাৎকারে দীপিকা জানান, ‘‘দ্বিতীয় দিন শ্যুটে আমার প্যানিক অ্যাটাক হয় ৷ মনের উপর এতটাই চাপ পড়েছিল ৷ মালতীর মেকআপ নেওয়ার পর আমি ঘামতে শুরু করি ৷ বুঝতে পারি আমার পা দিয়ে রক্ত ঝরছে ৷ নিজে অনুভব করছিলাম, লক্ষ্মী আর ওঁর মতো মেয়েরা কতটা কষ্ট সহ্য করেছে ৷ বহুকষ্টে আবার নিজেকে বোঝাই ৷ ওঁদের মনের জোর দেখেই নিজেকে আবার অনুপ্রাণিত করেছিলাম ৷’’
advertisement
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ঘণ্টার পর ঘণ্টা ধরে মেকআপ ! দীপিকা এভাবেই হয়ে উঠলেন ‘অ্যাসিড’ আক্রান্ত লক্ষ্মী
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement