দেদার বিকোচ্ছে অ্যাসিড ! পথে নেমে দীপিকার ‘অ্যাসিড’ অপারেশন
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
নানা বিতর্ককে পাশে রেখে বক্স অফিসে দীপিকা পাড়ুকোনের ছপক ৷ ইতিমধ্যেই সমালোচক ও দর্শকের প্রশংসা পেয়েছে এই ছবি ৷
#কলকাতা: নানা বিতর্ককে পাশে রেখে বক্স অফিসে দীপিকা পাড়ুকোনের ছপক ৷ ইতিমধ্যেই সমালোচক ও দর্শকের প্রশংসা পেয়েছে এই ছবি ৷ অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের জীবন কাহিনি নিয়েই তৈরি হয়েছে দীপিকার এই ছবি ৷ ছবিতে দীপিকার দুরন্ত অভিনয় নজর কেড়েছে সবার ৷ কিন্তু তারই মাঝে এই ছবি সমাজের কাছে প্রশ্ন রেখে যাচ্ছে অনেক ৷ অ্যাসিড আক্রান্তের ঘটনা বেড়েই চলেছে ৷ সুপ্রিম কোর্টের বিশেষ নির্দেশ না মেনেই বাজারে খুল্লামখুল্লা বিক্রি হচ্ছে অ্যাসিড ! আর এই বিষয়কেই সরজমিনে দেখার জন্য পথে নামলেন দীপিকা পাড়ুকোন ৷ নিজের টিম নিয়ে শুরু করে দিলেন স্টিং অপারেশন ৷ যেখানে দেখা গেল খুব সহজেই, বিনা খোঁজখবর নিয়েই বিক্রি হয়ে চলেছে অ্যাসিড ৷ কড়া থেকে কড়া অ্যাসিড পাওয়া যাচ্ছে খুবই সহজে৷ একটিবারও দোকানদার জিজ্ঞেস করছে না, কীসের জন্য ব্যবহার হবে এই অ্যাসিড ! কোথায় সচেতনতা ?
দিল্লির রাজপথেই চলল দীপিকার এই স্টিং অপারেশন ৷ অপারেশনের পর খুব সহজেই দীপিকার হাতে উঠে এল দু’ডজন অ্যাসিডের বোতল ৷ কীভাবে বাড়বে এই সচেতনতা? ফের যেন প্রশ্ন রাখলেন দীপিকা ৷
দেখুন দীপিকার স্টিং অপারেশনের ভিডিও---
advertisement
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 15, 2020 7:36 PM IST