Deepika Padukone : দীপিকা-সিদ্ধান্তের বাধভাঙা রোম্যান্স গেহেরাইয়ার-র নতুন গানে! ঘনিষ্ঠ রসায়নে মুগ্ধ নেটিজেন
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Deepika Padukone : 'বেকাবু' নামের এই গানে দীপিকা ও সিদ্ধান্তের ঘনিষ্ঠ দৃশ্য যেন আরও বেশি পারদ চড়ালো।
#মুম্বই: এই মুহূর্তে সবচেয়ে আলোচিত ছবি শকুন বাত্রা পরিচালিত 'গেহেরাইয়া' (Gehraiyaan)। ১১ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাবে নেটফ্লিক্সে। আসন্ন এই ছবির ট্রেলার ও গানে নজর কেড়েছে দীপিকা পাডুকোন (Deepika Padukone) ও সিদ্ধান্ত চতুর্বেদীর (Siddhant Chatruvedi) উষ্ণ রসায়ন। ছবির নতুন একটি গান মুক্তি পেল। 'বেকাবু' নামের এই গানে দীপিকা ও সিদ্ধান্তের ঘনিষ্ঠ দৃশ্য যেন আরও বেশি পারদ চড়ালো।
ছবির ট্রেলারের মতোই গানগুলিও ইতিমধ্যেই সাড়া ফেলেছে নেটিজেনদের মধ্যে। সোনি মিউজিক ইন্ডিয়ার ইউটিউব চ্যানেল থেকে গানগুলি মুক্তি পেয়েছে। ছবির টাইটেল ট্র্যাক ও ডুবে, এই দুটি গান এই মুহূর্তে ট্রেন্ডিং। বেকাবু ও ডুবে এই দুই গানের কথা লিখেছেন কৌসর মুনির। বেকাবু গানটি দীপিকার নিজের প্রিয়। ইনস্টাগ্রাম পোস্টে নিজেই জানিয়েছেন অভিনেত্রী। ভ্যালেন্টাইন উইকে এই গানটি যেন যুগলদের সম্পর্কে নাটকীয়তা যোগ করেছে। ভ্যালেন্টাইনস ডে-র আগেই এই ছবি মুক্তি পাচ্ছে। তাই ছবিটি বেশ সাড়া ফেলবে তা আন্দাজ করা যায়।
advertisement
advertisement
সম্পর্কের ওঠাপড়া, প্রেম, পরকীয়া এই নিয়ে তৈরি 'গেহেরাইয়া' (Gehraiyaan)। ছবিতে দীপিকার চরিত্রের নাম আলিশা। সিদ্ধান্ত জেন নামে এক চরিত্রে অভিনয় করেছেন। দীপিকার (Deepika Padukone) বোনের চরিত্রে অভিনয় করেছেন অনন্যা পাণ্ডে। অনন্যার বর অর্থাৎ সিদ্ধান্তের সঙ্গে এই ছবিতে পরকীয়া সম্পর্কে জড়াতে দেখা যাবে।
advertisement
advertisement
ছবিতে বেশ সাহসী চরিত্রে অভিনয় করেছেন দীপিকা। চরিত্রটি নিয়ে ইতিমধ্যেই আলোচনা হচ্ছে। আবার প্রশ্নও উঠছে এই ছবি কি সম্পর্কে প্রতারণকে গৌরবান্বিত করছে। তবে আদতে ছবির গল্প কোন দিকে এগোয় তা জানার জন্য আরও একটি দিন অপেক্ষা করতে হবে। ১১ ফেব্রুয়ারি থেকে আমাজন প্রাইম ভিডিওতে এই ছবি স্ট্রিম করবে।
advertisement
প্রসঙ্গত, এই প্রথম পর্দায় সিদ্ধান্ত চতুর্বেদির (Siddhant Chatruvedi) সঙ্গে জুটি বেঁধেছেন দিপীকা। ছবিতে সিদ্ধান্তের সঙ্গে অনন্যার রসায়নও দেখা যাবে। উল্লেখ্য, এছাড়াও দীপিকার (Deepika Padukone) হাতে রয়েছে পাঠান। এটি শাহরুখ খানের কামব্যাক ছবি। তাঁর বিপরীতে দেখা যাবে দীপিকাকে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 10, 2022 1:06 AM IST