বনশালিকে চড়, মুখ খুললেন দীপিকা, রণবীর ও শাহিদ
Last Updated:
বিকৃত করা হয়েছে ইতিহাস। এই অভিযোগে রাজস্থানের জয়গড় ফোর্টে 'পদ্মাবতী' ছবির সেটে চড়াও হয় রাজপুত সংগঠন কার্ণি সেনা।
#মুম্বই: বিকৃত করা হয়েছে ইতিহাস। এই অভিযোগে রাজস্থানের জয়গড় ফোর্টে 'পদ্মাবতী' ছবির সেটে চড়াও হয় রাজপুত সংগঠন কার্ণি সেনা। হেনস্থা করা হয় পরিচালক সঞ্জয়লীলা বনশালীকেও।পরিচালককে বাঁচাতে শূন্যে গুলি ছোঁড়েন তাঁর দেহরক্ষীরা। হামলার জেরে আপাতত বন্ধ রণবীর-দীপিকার হিস্টোরিক্যাল ড্রামা পদ্মাবতী।
এই ঘটনার রীতিমতো তীব্র নিন্দা করেছেন বনশালির পদ্মাবতী দীপিকা পাড়ুকোন, রণবীর সিং ও শাহিদ কাপুর ৷
advertisement
দীপিকা পাড়ুকোন ট্যুইট করে লিখলেন, ‘শুক্রবারে ঘটনায় আমি হতবাক ৷ খুব খারাপ লাগছে ৷ আমি কিছুতেই মেনে নিতে পারছি না৷’ ট্যুইটে দীপিকা আরও লেখেন, ‘আমি আপনাদের নিশ্চিন্ত করছি, পদ্মবতী ছবিতে কোনওরকম ইতিহাসকে বিকৃত করা হয়নি ৷ আপত্তিকর দৃশ্যও নেই ৷’
advertisement
দীপিকার মতোই, ঘটনার তীব্র নিন্দা করে রণবীর লিখলেন, ‘শুক্রবারের এই ঘটনা খারাপ ৷ রাজস্থানবাসী বুঝুন, পাশে থাকুন ৷ রাজপুতদের অনুভূতি সবটাই মাথায় রাখা হয়েছে ৷’
শাহিদ লিখেছেন, ‘খুব খারাপ ঘটনা ৷ প্রতিবাদের কোনও ভাষা নেই ৷ এই ধরণের ঘটনায় খুবই হতবাক হয়েছি ৷ ’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 29, 2017 4:19 PM IST