Deboshree Roy: ‘সর্বজয়া’-র তালের বড়া তৈরিতে কটাক্ষ নেটিজেনদের, টিআরপি অবশ্য ঊর্ধ্বগতিতেই

Last Updated:

বাজিমাত দেবশ্রী রায় (Deboshree Roy ) তথা ‘সর্বজয়া’ (Sharbojoya) ধারাবাহিকের ৷ সম্প্রচার শুরু হওয়ার কিছু দিনের মধ্যেই বাকি ধারাবাহিককে টেক্কা দিয়ে উঠে এসেছে টিআরপি তালিকার দু’ নম্বরে ৷

কলকাতা : প্রচুর আড়ম্বরের মাঝেও তিনি মধ্যবিত্ত ৷ সাংসরিক জটিলতার মধ্যেও তিনি সরল ৷ এটাই তাঁর ইউএসপি ৷ এই অস্ত্রেই বাজিমাত দেবশ্রী রায় (Deboshree Roy ) তথা ‘সর্বজয়া’ (Sharbojoya) ধারাবাহিকের ৷ সম্প্রচার শুরু হওয়ার কিছু দিনের মধ্যেই বাকি ধারাবাহিককে টেক্কা দিয়ে উঠে এসেছে টিআরপি তালিকার দু’ নম্বরে ৷ সৌমিতৃষা কুণ্ডু ওরফে মিঠাই এবং সুস্মিতা দে ওরফে অপুর মতো তরুণীদের সঙ্গে অভিনয়ে পাল্লা দিচ্ছেন দেবশ্রী রায় ৷
‘সর্বজয়া’ ধারাবাহিকে দেবশ্রী এক বিত্তবান পরিবারের বধূ ৷ কিন্তু তিনি ভুলতে পারেন না মধ্যবিত্ত মূল্যবোধ ৷ পারিবারিক অনুশাসনের রক্তচক্ষুকে উপেক্ষা করেই তিনি বড়ি দেন বাড়ির ছাদে ৷ পাড়ার ছেলেদের সঙ্গে মিলে বিশ্বকর্মা পুজোর চাঁদা তোলেন ৷ এ বার তিনি বানালেন তালের বড়া ৷ অত্যাধুনিক সাজসরঞ্জামে সাজানো রান্নাঘরে ফিরিয়ে আনলেন হারিয়ে যাওয়া স্বাদ ৷
advertisement
নিজের হাতে তাল ছাড়িয়ে, রস গুলে, নারকেল কুরিয়ে চলল তালের বড়া তৈরি ৷ শুক্রবারই চ্যানেলের ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে ‘সর্বজয়া’ ধারাবাহিকের এই অংশ ৷ সেখানে দর্শনা এসে তাঁর ‘কাকিজ’-এর কর্মকুশলতা দেখে অবাক ৷ দর্শনাকে সর্বজয়ার উত্তর, অতীতে এভাবেই পরিবারের স্বাদ আহ্লাদের কথা  ভাবতেন গিন্নিরা ৷ তখন রান্নাঘরে এত সাজসরঞ্জামও ছিল না  কিন্তু ঘণ্টার পর ঘণ্টা তাঁরা সেখানে কাটিয়ে দিতেন পরিবারের কথা ভেবে ৷
advertisement
advertisement
আরও পড়ুন : টিআরপি যুদ্ধে এগিয়ে গেল 'সর্বজয়া'! 'খড়কুটো' কত নম্বরে, সেরা ধারাবাহিক কী
যদিও সর্বজয়ার এই তালের বড়া পর্ব ঘিরে অনেকেই কটাক্ষ করেছেন ৷ প্রশ্ন তুলেছেন, অনেক মহিলাই বাড়িতে তালের বড়া তৈরি করেন ৷ সে ঘটনা নিয়ে এত বাড়াবাড়ি করার কী আছে! অনেকেই দাবি করেছেন, ‘সর্বজয়া’ ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশের ৷
advertisement
আরও পড়ুন : গণেশ চতুর্থীতে নিষ্ঠা ভরে সিদ্ধিদাতা গণপতির আরাধনা মিঠাইয়ের
যখন ‘সর্বজয়া’-র প্রোমো প্রথম বার প্রকাশিত হয়েছিল, কটাক্ষ ও কটূক্তির শিকার হন দেবশ্রী ৷ অনেকেই বলেছিলেন, এই ধারাবাহিক আসলে ‘শ্রীময়ী’-র অনুসরণে তৈরি ৷ কিন্তু সম্প্রচার শুরুর পর থেকেই বদলাতে থাকে দর্শকদের অভিমত ৷ দীর্ঘদিন পর বিনোদন জগতে ফিরে তাঁর অভিনয়ের জাদুতে বাজিমাত করেছেন দেবশ্রী ৷ দর্শকদের ধারণা, ‘সর্বজয়া’-র জনপ্রিয়তার সঙ্গে পাল্লা দিতেই অন্য চ্যানেলে একই সময়ে আসছে কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় চরিত্রে রেখে ‘আয় তবে সহচরী’ ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Deboshree Roy: ‘সর্বজয়া’-র তালের বড়া তৈরিতে কটাক্ষ নেটিজেনদের, টিআরপি অবশ্য ঊর্ধ্বগতিতেই
Next Article
advertisement
রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট, এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি
রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট, এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি
  • রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট

  • এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি

  • অধিকাংশ নেতা নির্বাচন লড়তে চান অথচ সংগঠনের কাজে অনীহা

VIEW MORE
advertisement
advertisement