Debina Bonnerjee-Gurmeet Choudhary: নিজে বাঙালি, স্বামী পঞ্জাবী! মেয়ের কী নাম রাখলেন বঙ্গতনয়া দেবীনা?

Last Updated:

Debina Bonnerjee-Gurmeet Choudhary: রবিবার ইনস্টাগ্রাম পোস্টে দেবীনা লিখেছেন, "হ্যলো পৃথিবী! আমরা আমাদের মেয়ের নাম রাখলাম লিয়ানা৷ লিয়ানাকে এই নতুন বিশ্বে স্বাগত৷"

Debina Bonerjee Motherhood
Debina Bonerjee Motherhood
সদ্য মা হয়েছেন অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায় (বনার্জি)৷ দেবিনা এবং তাঁর স্বামী গুরমিতই (Gurmeet Choudhary) এই সুখবর জানিয়েছিলেন সামাজিক মাধ্যমে৷ সঙ্গে সদ্যোজাতর পায়ের অংশ দেখা যাচ্ছে, এমন ভিডিও শেয়ার করেছেন৷ এবার জানালেন সন্তানের নাম৷ বঙ্গতনয়া দেবীনা তাঁর মেয়ের নাম রাখলেন লিয়ানা৷
‘রামায়ণ’ ধারাবাহিকে ‘সীতা’-র ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছন দেবিনা এ বছরের শুরুতে তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করেন৷ বেবি বাম্পের ছবি দিয়ে সুখবর জানিয়েছিলেন তিনি৷ সম্প্রতি শেয়ার করেছিলেন কতটা বাধা বিপত্তি পেরিয়ে সন্তানলাভ করতে পেরেছেন তিনি ৷
আরও পড়ুন: প্রতিবেশী রাজ্যে সরকারি চাকরির বিজ্ঞপ্তি জারি, আজই আবেদন করুন
মেয়ে হওয়ার পর থেকেই উচ্ছ্বসিত দেবীনা৷ একেবারের অভিনবভাবে মেয়েকে স্বাগত জানিয়েছিলেন  এই জুটি৷ গোলাপি বেলুন, ফুল, কেকে সাজানো হয়েছিল ঘর৷  রবিবার ইনস্টাগ্রাম পোস্টে দেবীনা লিখেছেন, "হ্যলো পৃথিবী! আমরা আমাদের মেয়ের নাম রাখলাম লিয়ানা৷ লিয়ানাকে এই নতুন বিশ্বে স্বাগত৷"
advertisement
advertisement
আরও পড়ুন- রেকর্ড ব্যবধানে জয়ী বাবা! শত্রুঘ্ন সিনহাকে অভিনন্দন জানিয়ে উচ্ছ্বসিত সোনাক্ষী!
নিজের ভ্লগে দেবিনা জানিয়েছিলেন তিনি চিকিৎসক, স্ত্রীরোগবিশেষজ্ঞ, আইভিএফ বিশেষজ্ঞের দরজায় দরজায় ঘুরেছেন সমস্যার আসল কারণ জানার জন্য৷ তার পর তিনি জানতে পারেন যে এন্ডোমেট্রিওসিসে আক্রান্ত তিনি৷ এর পর আকুপাংচার থেরাপি করা হয়৷ যাতে শরীর থেকে সব বিষাক্ত জিনিস বেরিয়ে যায়৷ তিনি জানান, এন্ডোমেট্রিওসিস থেকে মুক্তি পেতে সম্ভাব্য সব চিকিৎসা করিয়েছেন তিনি৷
advertisement
মেয়েকে নিয়েই মেতে আছেন দম্পতি৷ কখনও তার ছয় দিনের আগমন উদযাপন করছেন, কখনও বাংলায় গান গাইছেন৷ 'এই মন ব্যাকুল যখন  তখন' গান গেয়ে ভক্তদের মন কেড়েছেন দেবীনা৷ তাঁদের খুশি তাঁদের চোখে মুখে৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Debina Bonnerjee-Gurmeet Choudhary: নিজে বাঙালি, স্বামী পঞ্জাবী! মেয়ের কী নাম রাখলেন বঙ্গতনয়া দেবীনা?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement