Debina Bonnerjee-Gurmeet Choudhary: নিজে বাঙালি, স্বামী পঞ্জাবী! মেয়ের কী নাম রাখলেন বঙ্গতনয়া দেবীনা?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Debina Bonnerjee-Gurmeet Choudhary: রবিবার ইনস্টাগ্রাম পোস্টে দেবীনা লিখেছেন, "হ্যলো পৃথিবী! আমরা আমাদের মেয়ের নাম রাখলাম লিয়ানা৷ লিয়ানাকে এই নতুন বিশ্বে স্বাগত৷"
সদ্য মা হয়েছেন অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায় (বনার্জি)৷ দেবিনা এবং তাঁর স্বামী গুরমিতই (Gurmeet Choudhary) এই সুখবর জানিয়েছিলেন সামাজিক মাধ্যমে৷ সঙ্গে সদ্যোজাতর পায়ের অংশ দেখা যাচ্ছে, এমন ভিডিও শেয়ার করেছেন৷ এবার জানালেন সন্তানের নাম৷ বঙ্গতনয়া দেবীনা তাঁর মেয়ের নাম রাখলেন লিয়ানা৷
‘রামায়ণ’ ধারাবাহিকে ‘সীতা’-র ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছন দেবিনা এ বছরের শুরুতে তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করেন৷ বেবি বাম্পের ছবি দিয়ে সুখবর জানিয়েছিলেন তিনি৷ সম্প্রতি শেয়ার করেছিলেন কতটা বাধা বিপত্তি পেরিয়ে সন্তানলাভ করতে পেরেছেন তিনি ৷
আরও পড়ুন: প্রতিবেশী রাজ্যে সরকারি চাকরির বিজ্ঞপ্তি জারি, আজই আবেদন করুন
মেয়ে হওয়ার পর থেকেই উচ্ছ্বসিত দেবীনা৷ একেবারের অভিনবভাবে মেয়েকে স্বাগত জানিয়েছিলেন এই জুটি৷ গোলাপি বেলুন, ফুল, কেকে সাজানো হয়েছিল ঘর৷ রবিবার ইনস্টাগ্রাম পোস্টে দেবীনা লিখেছেন, "হ্যলো পৃথিবী! আমরা আমাদের মেয়ের নাম রাখলাম লিয়ানা৷ লিয়ানাকে এই নতুন বিশ্বে স্বাগত৷"
advertisement
advertisement
আরও পড়ুন- রেকর্ড ব্যবধানে জয়ী বাবা! শত্রুঘ্ন সিনহাকে অভিনন্দন জানিয়ে উচ্ছ্বসিত সোনাক্ষী!
নিজের ভ্লগে দেবিনা জানিয়েছিলেন তিনি চিকিৎসক, স্ত্রীরোগবিশেষজ্ঞ, আইভিএফ বিশেষজ্ঞের দরজায় দরজায় ঘুরেছেন সমস্যার আসল কারণ জানার জন্য৷ তার পর তিনি জানতে পারেন যে এন্ডোমেট্রিওসিসে আক্রান্ত তিনি৷ এর পর আকুপাংচার থেরাপি করা হয়৷ যাতে শরীর থেকে সব বিষাক্ত জিনিস বেরিয়ে যায়৷ তিনি জানান, এন্ডোমেট্রিওসিস থেকে মুক্তি পেতে সম্ভাব্য সব চিকিৎসা করিয়েছেন তিনি৷
advertisement
মেয়েকে নিয়েই মেতে আছেন দম্পতি৷ কখনও তার ছয় দিনের আগমন উদযাপন করছেন, কখনও বাংলায় গান গাইছেন৷ 'এই মন ব্যাকুল যখন তখন' গান গেয়ে ভক্তদের মন কেড়েছেন দেবীনা৷ তাঁদের খুশি তাঁদের চোখে মুখে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 17, 2022 2:06 PM IST