Recruitment 2022: প্রতিবেশী রাজ্যে সরকারি চাকরির বিজ্ঞপ্তি জারি, আজই আবেদন করুন

Last Updated:

প্রার্থীদের আগামী ১৮ এপ্রিল, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। (Recruitment 2022)

Recruitment 2022
Recruitment 2022
#নয়াদিল্লি: সম্প্রতি বিহার স্টেট পাওয়ার কোম্পানি লিমিটেডের (Bihar State Power Company Limited) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জুনিয়র ক্লার্ক এবং অন্যান্য পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা বিহার স্টেট পাওয়ার কোম্পানি লিমিটেডের ওয়েবসাইটে bsphcl.co.in গিয়ে খোঁজ নিতে পারেন।
BSPHCL Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ১৮ এপ্রিল, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
BSPHCL Recruitment 2022: শূন্য পদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ১৮৫টি শূন্য পদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।
আবেদনপত্রে কোনও পরিবর্তন করতে চাইলে প্রার্থীরা ২১ এপ্রিল পর্যন্ত তা করতে পারবেন।
advertisement
BSPHCL Recruitment 2022: শূন্য পদের বিবরণ
অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার: ১০টি পদ
অ্যাসিস্ট্যান্ট এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার: ৮টি পদ
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার: ২টি পদ
অ্যাকাউন্টস অফিসার: ১০টি পদ
রেভেনিউ অফিসার: ২টি পদ
অ্যাসিস্ট্যান্ট আইটি ম্যানেজার: ২৭টি পদ
জুনিয়র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার: ৪২টি পদ
জুনিয়র ইঞ্জিনিয়ার: ১৬টি পদ
লিগ্যাল সুপারভাইজার: ৬টি পদ
অ্যাসিস্ট্যান্ট: ৫টি পদ
advertisement
কোরেসপন্ডেস ক্লার্ক: ১৪টি পদ
স্টোর অ্যাসিস্ট্যান্ট: ১৫টি পদ
জুনিয়র অ্যাকাউন্টস ক্লার্ক: ২৮টি পদ
BSPHCL Recruitment 2022: আবেদন পদ্ধতি
  • প্রার্থীদের প্রথমে BSPHCL-এর অফিসিয়াল ওয়েবসাইটে- bsphcl.co.in যেতে হবে
  • হোমপেজে "Apply/Validate online form against ENN-03/2022 (Internal)” লেখা লিঙ্কটিতে ক্লিক করতে হবে
  • advertisement
  • প্রার্থীদের নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে হবে
  • আবেদনপত্রটি পূরণ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট-সহ আপলোড করতে হবে
  • আবেদন ফি-সহ ফর্ম জমা করতে হবে
  • ভবিষ্যতের সুবিধার্থে প্রার্থীরা ফর্মের এক কপি প্রিন্ট-আউটও করে নিতে পারেন
  • এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
    সংস্থা:বিহার স্টেট পাওয়ার কোম্পানি লিমিটেড (Bihar State Power Company Limited)
    পদের নাম: জুনিয়র ক্লার্ক এবং অন্যান্য
    শূন্য পদের সংখ্যা:১৮৫
    কাজের স্থান:বিহার
    কাজের ধরন:কিছু জানানো হয়নি
    নির্বাচন পদ্ধতি:বিশদ দেখুন
    আবেদন প্রক্রিয়া শুরু:বর্তমানে চলছে
    শিক্ষাগত যোগ্যতা:কিছু জানানো হয়নি
    বেতনক্রম:কিছু জানানো হয়নি
    আবেদন পদ্ধতি:অনলাইন
    advertisement
    আবেদনের শেষ তারিখ: ১৮.০৪.২০২২
    BSPHCL Recruitment 2022: পরীক্ষার তারিখ
    পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী ১২ মে, ২০২২।
    বাংলা খবর/ খবর/শিক্ষা/
    Recruitment 2022: প্রতিবেশী রাজ্যে সরকারি চাকরির বিজ্ঞপ্তি জারি, আজই আবেদন করুন
    Next Article
    advertisement
    West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
    ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
    • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

    • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

    • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

    VIEW MORE
    advertisement
    advertisement