SBI Recruitment 2022: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় প্রচুর শূন্যপদ, আজই আবেদন করুন

Last Updated:

প্রার্থীদের আগামী ৪ মে, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। (SBI Recruitment 2022)

 SBI Recruitment 2022
SBI Recruitment 2022
#নয়াদিল্লি: সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank of India) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে স্পেশালিস্ট ক্যাডার অফিসার পদে নিয়োগের আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে https://bank.sbi/careers গিয়ে খোঁজ নিতে পারেন।
SBI Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ৪ মে, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
SBI Recruitment 2022: আবেদন পদ্ধতি
  • প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে- https://bank.sbi/careers যেতে হবে
  • হোমপেজে 'Join SBI' লেখা লিঙ্কটিতে ক্লিক করে 'Current Openings' ক্লিক করতে হবে
  • নির্দিষ্ট পদে ক্লিক করে 'Apply Online' লিঙ্কে ক্লিক করতে হবে
  • advertisement
  • আবেদনপত্রটি পূরণ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট-সহ আপলোড করতে হবে
  • আবেদন ফি-সহ ফর্ম জমা দিতে হবে
  • ভবিষ্যতের সুবিধার্থে প্রার্থীরা ফর্মের এক কপি প্রিন্টআউট করে নিতে পারেন
  • SBI Recruitment 2022: শূন্য পদের সংখ্যা
    প্রতিষ্ঠানের তরফে মোট ১১টি শূন্য পদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।
    advertisement
    SBI Recruitment 2022: শূন্য পদের বিবরণ
    ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড (কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড ট্রান্সফরমেশন): ১টি পদ
    সিনিয়র স্পেশাল এগজিকিউটিভ প্রোগ্রাম ম্যানেজার কন্ট্যাক্ট সেন্টার: ৪টি পদ
    সিনিয়র স্পেশাল এগজিকিউটিভ কাস্টমার এক্সপেরিয়েন্স, ট্রেনিং অ্যান্ড স্ক্রিপ্ট ম্যানেজার: ২টি পদ
    advertisement
    সিনিয়র স্পেশাল এগজিকিউটিভ কমান্ড সেন্টার ম্যানেজার: ৩টি পদ
    সিনিয়র স্পেশাল এগজিকিউটিভ ডায়ালার অপারেশনস (আউটবাউন্ড): ১টি পদ
    এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
    সংস্থা:স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)
    পদের নাম:স্পেশালিস্ট ক্যাডার অফিসার
    শূন্য পদের সংখ্যা: ১১
    কাজের স্থান:ভারত
    কাজের ধরন:কিছু জানানো হয়নি
    নির্বাচন পদ্ধতি: বিশদ দেখুন
    আবেদন প্রক্রিয়া শুরু:বর্তমানে চলছে
    শিক্ষাগত যোগ্যতা:কিছু জানানো হয়নি
    বেতনক্রম:কিছু জানানো হয়নি
    আবেদন পদ্ধতি:অনলাইন
    advertisement
    আবেদনের শেষ তারিখ: ৪.০৫.২০২২
    SBI Recruitment 2022: নির্বাচন পদ্ধতি
    প্রার্থীদের বাছাই করা হবে শর্টলিস্টিং, ইন্টারভিউ এবং সিটিসি ডিসকাশনের ভিত্তিতে।
    SBI Recruitment 2022: আবেদন ফি
    জেনারেল ক্যাটেগরি/ওবিসি/ইডব্লিউএস বিভাগের আগ্রহী প্রার্থীদের আবেদন ফি ৭৫০ টাকা এবং এসসি/এসটি/পিডব্লিউডি ও প্রাক্তন সেনাদের আবেদন ফি বাবদ কোনও অর্থ দিতে হবে না।
    view comments
    বাংলা খবর/ খবর/শিক্ষা/
    SBI Recruitment 2022: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় প্রচুর শূন্যপদ, আজই আবেদন করুন
    Next Article
    advertisement
    মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
    মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
    • Lonvi Biosciences দাবি করেছে তাদের Longevity Pill দিয়ে মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে.

    • Longevity Pill-এর প্রধান উপাদান Procyanidin C1 ইঁদুরের আয়ু ৯.৪ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে.

    • বিশেষজ্ঞদের মতে, মানুষের জন্য Longevity Pill-এর কার্যকারিতা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি.

    VIEW MORE
    advertisement
    advertisement