প্রাক্তন সায়ন্তকে নিয়ে ফের আক্রমণের মুখে! দেবচন্দ্রিমার সপাট উত্তর চমকে দেবে
- Published by:Sanchari Kar
Last Updated:
বেশ কয়েক মাস আগে সায়ন্ত মোদকের সঙ্গে মালদ্বীপ ঘুরতে গিয়েছিলেন দেবচন্দ্রিমা। বিদেশ ভ্রমণের খুঁটিনাটি ভ্লগের আকারে ভাগ করে নিয়েছিলেন অনুরাগীদের সঙ্গে।
#কলকাতা: সামনে দিগন্ত বিস্তৃত নীল জলরাশি। কালো বিকিনি পরে গায়ে রোদ মাখছেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। দিন কয়েক আগে এমনই একটি ছবি পোস্ট করেন পর্দার 'চিঠি'। স্মৃতির অলিগলি ধরে ছুঁয়ে দেখলেন অতীত। আর তাতেই কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে।
বেশ কয়েক মাস আগে সায়ন্ত মোদকের সঙ্গে মালদ্বীপ ঘুরতে গিয়েছিলেন দেবচন্দ্রিমা। বিদেশ ভ্রমণের খুঁটিনাটি ভ্লগের আকারে ভাগ করে নিয়েছিলেন অনুরাগীদের সঙ্গে। তাঁদের রসায়নে বুঁদ হয়েছিলেন অনুরাগীরা। কিন্তু দুই তারকার প্রেম খুব বেশি দিন টেকেনি। বিচ্ছেদের কারণ নিয়ে যদিও কখনও মুখ খোলেননি তাঁরা। তবে কিছু দিন আগেই মালদ্বীপে অবসর যাপনের একটি ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। লেখেন, 'মালদ্বীপ, তোমাকে কখনওই ভুলতে পারব না।'
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: নওয়াজউদ্দিন সিদ্দিকীর মেয়েকে দেখেছেন? 'এই' ভিডিও শেয়ার করার পরই চর্চার কেন্দ্রে সুন্দরী শোরা!
ছবি পোস্ট করতেই যত ক্ষণ। অতীতের প্রসঙ্গ টেনে দেবচন্দ্রিমাকে আক্রমণ করে নেটিজেনদের একাংশ। একজন লেখেন, 'ছবিটি তো সায়ন্তদা তুলে দিয়েছে। ওর কথাটা বলো।' অন্য জনের প্রশ্ন, 'যিনি ছবিটা তুলে দিয়েছেন, তাঁকে ভুলতে পেরেছেন?' এমন অসংখ্য তির্যক মন্তব্য ধেয়ে আসে অভিনেত্রীর দিকে।
advertisement
দেবচন্দ্রিমা যদিও এ সব নিয়ে ভাবিত নন। তাঁর কথায়, "নেতিবাচকতাকে পাত্তা দেওয়ার সময় আমার নেই। ছবি পোস্ট করে রেখে দিই। কে কী লিখল, পড়ি না।"
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 20, 2022 1:17 PM IST