Shefali Jariwala's Kundali: আপনার জন্মছকে নেই তো ‘এই’ যোগ! অষ্টম স্থানে চন্দ্র আর কেতু, সঙ্গে বুধ, এতেই নয়ছয় হবে শেফালির জীবন, যেতে পারে প্রাণ আগাম বলেছিলেন জ্যোতিষী

Last Updated:

Death In Kundali Of Shefali Jariwala: শেফালি জরিওয়ালার জন্মছকই তাঁকে শেষ করে দিল...

শেফালি জরিওয়ালার কুণ্ডলীতেই বড় দোষ
শেফালি জরিওয়ালার কুণ্ডলীতেই বড় দোষ
নয়াদিল্লি: শুক্রবার মুম্বইয়ে ৪২ বছর বয়সে শেফালি জারিওয়ালা মারা গেছেন। কাঁটা লাগা গানের ভিডিও অ্যালবামে তাঁকে প্রধান নায়িকা হিসেবে দেখা গিয়েছিল৷  এরপরেই ঝড়ের গতিতে তিনি পৌঁছে যান খ্যাতি ও গ্ল্যামারের চুড়োয়৷ এই জনপ্রিয় অভিনেত্রী মুম্বইতে তাঁর নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন বলে জানা গেছে। তাঁর স্বামী এবং অভিনেতা পরাগ ত্যাগী তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান, সেখানেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এই মর্মান্তিক ঘটনার মাঝে, পরশ ছাবরার পডকাস্টে যখন শেফালি এসেছিলেন তখন তাঁর মৃত্যুর আশঙ্কা করেছিলেন পরশ৷  এই পুরনো ভিডিও অনলাইনে আসার সঙ্গে সঙ্গেই ভাইরাল৷ যে ভাইরাল রিলটি এসেছে তাতে পারসকে তাঁর ‘কুণ্ডলী’ পড়েছিলেন৷ এরপর সেখানেই আরও পাঁচটা জিনিসে মধ্যে তাঁর “আকস্মিক মৃত্যু” সম্পর্কে ইঙ্গিত করেছিলেন৷
advertisement
advertisement
দেখুন ভাইরাল ভিডিও (Watch viral video)

View this post on Instagram

A post shared by Film Window (@film.window)

advertisement
তিনি বলেন, “তোমার অষ্টম ঘরে চন্দ্র, বুধ এবং কেতু বসে আছে। চন্দ্র এবং কেতুর সংমিশ্রণ সবচেয়ে খারাপ। অষ্টম ঘরে থাকায় ক্ষতি, আকস্মিক মৃত্যু, খ্যাতি, লুকানো রহস্য, তান্ত্রিক সম্পর্কিত বিষয়গুলি সম্পর্কে নির্দেশ করে। চন্দ্র এবং কেতু তোমার জন্য খারাপ এবং বুধ তাদের সঙ্গে বসে আছে। চন্দ্র এবং কেতু ইতিমধ্যেই তোমার জন্য খারাপ কিন্তু বুধও তাদের সঙ্গেও বসে আছেন]। এটি উদ্বেগ এবং স্নায়বিক সমস্যার ইঙ্গিত দেয়।”
advertisement
এই ইন্টারভিউতে শেফালি নিশ্চিত করেছেন যে তিনি কিশোর বয়সে মৃগিতে ভুগছিলেন। অভিনেত্রী জানান যে ১৫ বছর বয়সে তাঁর প্রথম মৃগির আক্রমণ হত এবং তাঁর ধারাবাহিক চিকিৎসা, জীবনযাত্রার পরিবর্তন এবং ধ্যানের কারণে তিনি “২০ বছর ধরে মৃগীরোগমুক্ত” ছিলেন।
শেফালি জারিওয়ালা বলেন, “আমার প্রথম খিঁচুনি হয় যখন আমি ১৫ বছর বয়সে, দশম শ্রেণিতে পড়ি। এই স্নায়বিক ব্যাধির চিকিৎসার জন্য ওষুধ রয়েছে। আপনাকে কিছু জীবনযাত্রার পরিবর্তন আনতে হবে। ধ্যান এবং যোগব্যায়াম সাহায্য করে। আপনাকে নিজেকে শান্ত করতে শিখতে হবে। আজ, আমি ২০ বছর ধরে মৃগীরোগমুক্ত, এবং আমি এটি সম্পর্কে অনেক সচেতনতা ছড়িয়েছি। আপনার চিকিৎসার প্রয়োজন, এবং এটি নিরাময় করা যেতে পারে।”
advertisement
২০০২ সালে “কাঁটা লাগা” গানটিতে অভিনয়ের পর শেফালি জারিওয়ালা খ্যাতি অর্জন করেন, যা ইন্দো-পপ  সেনসেশন হয়ে ওঠে। পরবর্তীতে তিনি “বুগি উগি”, “নাচ বালিয়ে” এবং “বিগ বস ১৩” -র মতো রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছিলেন৷ এর ফলে তিনি প্রায় ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন। শেফালি মারা যাওয়ার সময়  স্বামী পরাগ ত্যাগীকে রেখে গেছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shefali Jariwala's Kundali: আপনার জন্মছকে নেই তো ‘এই’ যোগ! অষ্টম স্থানে চন্দ্র আর কেতু, সঙ্গে বুধ, এতেই নয়ছয় হবে শেফালির জীবন, যেতে পারে প্রাণ আগাম বলেছিলেন জ্যোতিষী
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement