Kasba Incident: বিভীষিকাময় সে রাতে শরীরে যন্ত্রণা নিয়ে কলেজের বাইরে দাঁড়িয়ে প্রথম ফোন কাকে করেছিল পড়ুয়াটি? এবার তার গোপন জবানবন্দি নিতে চায় পুলিশ

Last Updated:

Kasba Incident: মেয়েটি গোপন জবানবন্দি ম্যাজিস্ট্রেটের সামনে ইতিমধ্যেই দিয়েছেন...

কলেজে জঘন্য ঘটনার পর প্রথম ফোন বাবাকে করেছিল মেয়েটি- Photo- Representative
কলেজে জঘন্য ঘটনার পর প্রথম ফোন বাবাকে করেছিল মেয়েটি- Photo- Representative
কলকাতা: কসবা কাণ্ডে দ্রুত এগোচ্ছে তদন্ত৷ কলকাতা পুলিশ এবার চাইছে ধর্ষিতা তরুণীর বাবার জবানবন্দি৷ তরুণীর বাবার গোপন জবানবন্দি করাতে চেয়ে ইতিমধ্যেই আবেদন করেছে পুলিশ৷ ২৫ তারিখ সাউথ ক্যালকাটা ল কলেজ চত্বরের মধ্যেই গ্যাংরেপের ঘটনা ঘটে৷ এই মর্মান্তিক ঘটনার পরেই তরুণী প্রথম ফোন করেন তাঁর বাবাকে৷
ছাত্রী দাঁড়িয়েছিলেন কলেজের বাইরে, মেয়ের ফোন পেয়ে সেখানে আসে বাবা৷ এরপরেই সেই সময় কলেজের বাইরে থেকে তাঁর বাবা তাঁকে নিয়ে যান৷ তাই ভিকটিমের পর এবার ম্যাজিস্ট্রেটের সামনে তাঁর বাবার গোপন জবানবন্দি করাতে চাইছে পুলিশ৷ এই আবেদন আলিপুর আদালতে করা হয়েছে বলে খবর৷
advertisement
advertisement
এদিকে এই মুহূর্তে মনোজিতের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসছে৷ সোমবার দিন ফের এল চাঞ্চল্যকর অভিযোগ৷ পিকনিকে গিয়েও মেয়েদের তাক করত মনোজিৎ৷
কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী আনলেন বিস্ফোরক অভিযোগ।
সাউথ কলকাতা ল কলেজ দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী জানালেন,‘‘কলেজ পিকনিকে গিয়ে মনোজিৎ অভ্যব আচারণ করত জুনিয়রের সঙ্গে৷ সামনে বোন দিদি বলে কথা, পরে সেই আবার আড়ালে কু প্রস্তাব দিত৷ কেউ প্রোটেস্ট করলে বলত, দেখবি ওই মেয়েটি আমার দলে হয়ে যাবে৷ আমি রাজি হয়নি। আমাকে কালচারাল প্রোগামের সেক্রেটারি করে দেব বলেছিল।’’
advertisement
তিনি জানান পিকনিকে পৌঁছে মহিলা পড়ুয়াদের সে প্রথমে দিদি বা বোন বলে শুরু করত৷ কিন্তু এরপর সে তাঁদের দিকে হাত বাড়াত৷ পিকনিকের মধ্যেই চলত অভ্যবতা৷
কসবা কাণ্ডে ঘটনার ২ দিন আগেই পরিকল্পনা করে ফেলেছিল মনোজিৎ। তরুণী ছাত্রী ফর্ম ফিলআপ করতে আসার পর থেকেই তাকে নিশানা করে নিয়েছিল মনোজিৎ৷ তাকে নানা অছিলায় ইউনিয়ন রুমে আটকে রাখার জন্য জইব ও প্রমিতকে নির্দেশ দিয়েছিল মনোজিৎ। প্রথমে সহবাস করার জন্য বলা হবে, রাজি না হলে গার্ডরুমে ধর্ষণ করা হবে ছাত্রীকে। এমনই পৈশাচিক পরিকল্পনা ছিল মনোজিতের।
advertisement
Input- ANUP CHAKRABORTY
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kasba Incident: বিভীষিকাময় সে রাতে শরীরে যন্ত্রণা নিয়ে কলেজের বাইরে দাঁড়িয়ে প্রথম ফোন কাকে করেছিল পড়ুয়াটি? এবার তার গোপন জবানবন্দি নিতে চায় পুলিশ
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement