Home /News /entertainment /
দুরন্ত কৌশল ! লকডাউনে ঘরে ঘরে রামায়ণ-মহাভারত, ফের ইতিহাস সৃষ্টি ডিডি ন্যাশনালের

দুরন্ত কৌশল ! লকডাউনে ঘরে ঘরে রামায়ণ-মহাভারত, ফের ইতিহাস সৃষ্টি ডিডি ন্যাশনালের

বার্কের বিচারে ডিডি ন্যাশনাল এক নম্বর চ্যানেলের মর্যাদা পেয়েছে

 • Share this:

  #মুম্বই: করোনা ভাইরাসের কারণে ভারতে চলছে লকডাউন ৷ আগামী ১৪ এপ্রিল পর্যন্ত চলার কথা এই লকডাউনের ৷ তবে এই লকডাউন পরবর্তী সময়ে সম্প্রসারিত হবে এটি শুধু সময়ের অপেক্ষা ৷ এই লকডাউনেই সাধারণ মানুষের বিনোদনকে কয়েক গুণ বাড়াতেই রামানন্দ সাগরের রামায়ণ ও বিআর চোপড়ার মহাভারত-সহ একগুচ্ছ পুরনো ধারাবাহিক পুনঃসম্প্রচার করছে ডিডি ন্যাশনাল ও ডিডি ভারতী ৷

  সব থেকে বিস্ময়ের বিষয় এই যে এই দুই টিভি শো নিয়ে সোশ্যাল মিডিয়ায় সব থেকে বেশি আগ্রহ দেখতে পাওয়া গিয়েছে ৷ পুরনো অনেক স্মৃতি ফের চোখের সামনে জ্বলজ্বল করছে ৷ লকডাউনে দূরদর্শনের এই সারপ্রাইজ সবারই অত্যন্ত ভাল লেগেছে ৷ ঠিক এই কারণেই সম্প্রতি ইতিহাস সৃষ্টি করেছে দূরদর্শন ৷ ব্রডকাস্ট ইন্ডিয়ান রিসার্চ কাউন্সিল বা বার্ক গত ২৮ মার্চ থেকে ৩ মার্চ ১৩ তম সপ্তাহে ৷ টিভিআর এর ভিত্তিতে সমস্ত চ্যানেলকে পিছনে ফেলে ১.৫ মিলিয়ান দর্শক নিয়ে সাফল্যের শীর্ষে রয়েছে দূরদর্শন ৷

  দ্বিতীয় স্থানে ১.৩ মিলিয়ান ইম্প্রেশন নিয়ে সান টিভি, ১.১ মিলিয়ান দর্শক নিয়ে দঙ্গল, চতুর্থ স্থানে রয়েছে সোনি সাব, পঞ্চম স্থানে সোনি মিক্স, ষষ্ঠ স্থানে বিগ ম্যাজিক, সপ্তম স্থানে জি সিনেমা, অষ্টম স্থানে স্টার গোল্ড, নবম স্থানে নিক ও দশম স্থানে ইটিভি তেলুগু রয়েছে ৷ ডিডি ন্যাশনালের কথা বললে বলতেই হয় রামায়ণ ও ডিডি ভারতীতে সম্প্রচারিত হচ্ছে মহাভারত ৷ চ্যানেলটিকে তুলে এনেছে শীর্ষস্থানে ৷

  একই সঙ্গে শক্তিমান, আলিফ লায়লা, ব্যোমকেশ বক্সী, চাণক্য শ্রীমান শ্রীমতিও বিশেষ নজর কাড়ছে ৷ সব মিলিয়ে পুরনো শো-গুলি ফের একবার দর্শকদের স্মৃতির সরণিতে নিয়ে যেতে সাহায্য করছে ৷

  Published by:Arjun Neogi
  First published:

  Tags: BARC, DD National, Mahabharata, Ramayana, TVR

  পরবর্তী খবর