Dasvi Trailer: জেলবন্দি মুখ্যমন্ত্রীর ক্লাস টেন পাশ করার প্রচেষ্টা, 'দশভি'-র ট্রেলারে নজরকাড়া অভিষেক বচ্চন! দেখুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
বুধবার মুক্তি পেয়েছে অভিষেক বচ্চন (Abhishek Bachchan), নিমরত কওর (Nimrat Kaur) ও ইয়ামি গৌতম (Yami Gautam) অভিনীত আসন্ন ছবি 'দশভি'-র ট্রেলার (Dasvi Trailer)।
#মুম্বই: সামাজিক সমস্যাকে হাসির মোড়কে দর্শকের সামনে তুলে ধরতে নতুন গল্প নিয়ে হাজির বহু প্রতীক্ষিত ছবি 'দশভি'-র ট্রেলার (Dasvi Trailer)। বুধবার মুক্তি পেয়েছে অভিষেক বচ্চন (Abhishek Bachchan), নিমরত কওর (Nimrat Kaur) ও ইয়ামি গৌতম (Yami Gautam) অভিনীত আসন্ন ছবি 'দশভি'-র ট্রেলার (Dasvi Trailer)। আর ট্রেলার মুক্তি পেতেই তা সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে সিনেপ্রেমীদের (Dasvi Trailer)। অষ্টম শ্রেণি পাশ মুখ্যমন্ত্রী গঙ্গারাম চৌধুরির চরিত্রে অভিনয় করেছেন অভিষেক বচ্চন। আর সেই গঙ্গারাম জেলবন্দি হয়ে শুরু করে তাঁর দশম শ্রেণি পাশ করার প্রচেষ্টা।
এই দশম শ্রেণি পাশ করার বিষয়টিকেই হাসির মোড়কে ছবিতে দেখানো হয়েছে এবং নাম রাখা হয়েছে 'দশভি'। এদিন অভিষেক নিজেই ছবির ট্রেলার শেয়ার করেছেন নিজের ট্যুইটারে। তিনি ক্যাপশনে লিখেছেন, 'জনগণের চাহিদায় ও প্রচুর ভোট পেয়ে প্রস্তুত করছি দশভি ট্রেলার'। প্রায় তিন মিনিটের ট্রেলারে অশিক্ষিত, দুর্নীতিগ্রস্ত এবং দেশি রাজনীতিকের চরিত্রে দেখা গিয়েছে অভিষেককে। জেলবন্দি হওয়ার পর সেখানেই সাক্ষাৎ অফিসার ইয়ামি গৌতমের সঙ্গে।
advertisement
advertisement
আরও পড়ুন: নেট-লেসের পোশাকে মোহময়ী জ্যাকলিন, চোখ সরানো দায় সিংহলি সুন্দরীর থেকে!
সেখানে ইয়ামির অশিক্ষিত ও গোঁয়ার বলে মন্তব্য করার জেরেই শেষ পর্যন্ত দশম শ্রেণি পাশ করার চ্যালেঞ্জ নিয়ে ফেলেন গঙ্গারাম। অভিষেককে এমন দেশি চরিত্রে বেশ নজরকাড়া দেখিয়েছে। সেখানে কড়া আইপিএসের ভূমিকায় দেখা গিয়েছে ইয়ামিকে। গঙ্গারামের স্ত্রীয়ের চরিত্রে রয়েছেন নিমরত কওর। স্বামী জেলে যাওয়ার পর মুখ্যমন্ত্রীর কুর্সি দখলের লোভে মত্ত হয়ে ওঠেন নিমরত। গল্পে রয়েছে নানা ট্যুইস্টও।
advertisement
ছবির প্রযোজক দীনেশ ভিজান, পরিচালক তুষার জলোটা। এই ছবিটি মুক্তি পাবে জিও সিনেমা ও নেটফ্লিক্সে। আগামী ৭ এপ্রিল, ২০২২-এ মুক্তি পাবে 'দশভি'। ছবির ট্রেলারেই প্রমাণিত বেশ বিনোদনমূলক হতে চলেছে অভিষেক, ইয়ামি ও নিমরতের এই ছবি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 23, 2022 2:19 PM IST