বলিউডে দীর্ঘদিন ধরে অভিনয় ও নাচের জাদুতে ভক্তদের মন জয় করেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)। সম্প্রতি নেট ও লেসের ব্রাইডাল পোশাকে তাঁর ফটোশ্যুট নজর কেড়েছে অনুরাগীদের (Jacqueline Fernandez)। সাদা নেটের শাড়িতে মোহময়ী জ্যাকলিন। সঙ্গে পরেছেন লেসের ব্লাউজ ও পান্নার গয়না। সাদা সাজে চোখ ফেরানো দায় নায়িকার থেকে। জ্যাকলিনের সব ছবি ভাইরাল হয়েছে নেটপাড়ায়। পরীর মতো সেজেছেন জ্যাকলিন। লেসের ড্রেসে মোহময়ী অবতার নায়িকার। ব্রাইডাল পোশাকে ফটোশ্যুট দেখে অনেকেরই প্রশ্ন, তবে কি বিয়ের সানাই বাজছে? জ্যাকলিনের ছবিগুলি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।