Death News: পিতৃহারা হলেন 'দঙ্গল'-খ্যাত অভিনেত্রী, বাবাকে হারিয়ে শোকে পাথর জায়রা ওয়াসিম

Last Updated:

Zaira Wasim Father Death: আবারও দুঃসংবাদ। বাবাকে হারালেন 'দঙ্গল'-খ্যাত অভিনেত্রী জায়রা ওয়াসিম। বাবা জাহিদ ওয়াসিম সকলকে ছেড়ে অকালে চলে গেলেন। বাবাকে হারানোর শোকে পাথর অভিনেত্রী৷

পিতৃহারা হলেন 'দঙ্গল'-খ্যাত অভিনেত্রী
পিতৃহারা হলেন 'দঙ্গল'-খ্যাত অভিনেত্রী
বলিউডের সময়টা মোটেই ভাল যাচ্ছে না। একের পর এক তারকারা একে একে সকলে চলে যাচ্ছে। আবারও দুঃসংবাদ। বাবাকে হারালেন ‘দঙ্গল’-খ্যাত অভিনেত্রী জায়রা ওয়াসিম। বাবা জাহিদ ওয়াসিম সকলকে ছেড়ে অকালে চলে গেলেন। বাবাকে হারানোর শোকসংবাদ নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী৷
জায়রা সোশ্যাল মিডিয়ায় বাবার মৃত্যুর খবর শেয়ার করে সকলকে তাঁর আত্মার শান্তি কামনায় জনগণকে প্রার্থনা করতে বলেছেন৷ অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামে বাবার সঙ্গে ছোটবেলার একটি ছবি পোস্ট করেছেন৷ এবং বাবাকে নিয়ে একটি নোটও শেয়ার করেছেন৷ জায়রার এই পোস্ট ঝড়ের গতিতে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে৷ সকলের তাকে মন শক্ত করার বার্তা দিয়েছেন৷
advertisement
advertisement

View this post on Instagram

A post shared by Zaira Wasim (@zairawasim_)

advertisement
জায়রা ইনস্টাগ্রাম পোস্টে লেখেন-আমার বাবা জাহিদ ওয়াসিম মারা গিয়েছেন৷ আমি সবাইকে বাবার জন্য তাদের প্রার্থনায় স্মরণ করতে অনুরোধ করছি৷ তিনি যেন শান্তিতে থাকেন৷ তাকে যেন পরকালের সমস্ত শান্তি প্রদান করেন৷ বাবার মৃত্যুতে শোকে পাথর অভিনেত্রী৷ সকলেই তাঁকে সমবেদনা জানিয়েছেন৷ জাইরা ওয়াসিম ৬৪ -তম ফিল্ম ফেস্টিভ্যালে সেরা সহ অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Death News: পিতৃহারা হলেন 'দঙ্গল'-খ্যাত অভিনেত্রী, বাবাকে হারিয়ে শোকে পাথর জায়রা ওয়াসিম
Next Article
advertisement
Dilip Ghosh: ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
  • ছাব্বিশের বিধানসভা ভোটে নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া বঙ্গের গেরুয়া ব্রিগেড। সেই লক্ষ্যে এবার আরএসএসের সঙ্গে সমন্বয় বৈঠক করছে বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার সেই বৈঠক শেষ হলেও অবশ্য নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

VIEW MORE
advertisement
advertisement