Bear Grylls Congratulates Ranveer Singh: দাদাসাহেব ফালকে সম্মান লাভ রণবীর সিংয়ের, অভিনন্দন জানালেন বিয়ার গ্রিলস!

Last Updated:

Dadasaheb Phalke International Film Festival Awards 2022: 83 সিনেমায় অভিনয়ের জন্য রণবীরকে এই পুরস্কারে ভূষিত করা হয়।

#মুম্বই: সেরা অভিনেতা হিসেবে দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কারে (Dadasaheb Phalke International Film Award) সম্মানিত হয়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং (Ranveer Singh)। 83 সিনেমায় অভিনয়ের জন্য রণবীরকে এই পুরস্কারে ভূষিত করা হয়। পুরস্কারের ঘোষণার সঙ্গে সঙ্গেই বন্ধু এবং সহকর্মীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন এই তারকাকে। শুধু বন্ধু, সহকর্মীরাই নয় অবশ্য, সোশ্যাল মিডিয়ায় রণবীরের প্রশংসা করেছেন (Bear Grylls Congratulates Ranveer Singh) ব্রিটিশ অ্যাডভেঞ্চারার বিয়ার গ্রিলসও (British adventurer Bear Grylls)।
রবিবার রাতে ট্যুইটারে এই গর্বিত মুহূর্তের একটি ছবি শেয়ার করেন রণবীর। একটি কালো পোশাকে রণবীরকে হাসিমুখে পুরস্কারটি ধরে থাকতে দেখা গিয়েছে। বিয়ার গ্রিলস তাঁর ওয়ালে ট্যুইট রণবীরকে অভিনন্দন জানিয়েছেন। ব্রিটিশ এই অ্যাডভেঞ্চারার (Bear Grylls Congratulates Ranveer Singh) লিখেছেন, “এই সম্মানের অত্যন্ত যোগ্য আমার ভাই। অভিনন্দন।”
রণবীরও উত্তরে লিখেছেন, “ভালোবাসা বিয়ার!”
advertisement
advertisement
এই সেই ট্যুইট (Bear Grylls Congratulates Ranveer Singh):
গত বছর জল্পনা শোনা গিয়েছিল যে, রণবীর একটি অ্যাডভেঞ্চার শোয়ের জন্য ব্রিটিশ অ্যাডভেঞ্চারার এবং টেলিভিশন উপস্থাপক বিয়ার গ্রিলসের সঙ্গে (Bear Grylls Congratulates Ranveer Singh) কাজ করতে চলেছেন। ডিজিটাল মাধ্যমে এটিই হত রণবীরের আত্মপ্রকাশ। রণবীরের এই বড় বাজেটের অ্যাডভেঞ্চার সিরিজটি Netflix-এ দেখা যাবে বলে শোনা গিয়েছিল।
advertisement
দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব পুরস্কারের অনুষ্ঠানে সবচেয়ে বড় বিজয়ী হিসাবে উঠে এসেছে আল্লু অর্জুনের পুষ্পা: দ্য রাইজ এবং রূপালি গাঙ্গুলীর জনপ্রিয় টেলিভিশন শো অনুপমা। বিখ্যাত তেলগু চলচ্চিত্র পুষ্পা শুধুমাত্র তেলগু বক্স অফিসেই দুর্দান্ত ব্যবসা করেনি, হিন্দি বক্স অফিসেও ছাপ ফেলেছে সুদূরপ্রসারী। বছরের সেরা চলচ্চিত্রের পুরস্কার উঠেছে পুষ্পার (Pushpa: The Rise) ঝুলিতে। অন্যদিকে, অনুপমা বর্ষসেরা টেলিভিশন সিরিজের পুরস্কার জিতেছে। মিমি সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন কৃতী শ্যানন। সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবানীর শেরশাহ সেরা চলচ্চিত্রের সম্মান পেয়েছে।
advertisement
সম্প্রতি ক্লিভল্যান্ড, ওহিওতে অনুষ্ঠিত ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের (এনবিএ) অল-স্টার সেলিব্রিটি গেমে উপস্থিতির জন্য শিরোনামে জায়গা করে নিয়েছেন রণবীর সিং। সোমবার, নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিখ্যাত বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমসের সঙ্গে একটি ছবি শেয়ার করেন রণবীর। রণবীর ক্যাপশনে লিখেছেন, “রাজা এবং আমি! কী চরম মূল্যবান মুহূর্ত!”
advertisement
রণবীরকে আগামীতে রকি অউর রানি কি প্রেম কাহানিতে দেখা যাবে যেখানে তাঁর সঙ্গে দেখে যাবে আলিয়া ভাটকে। পূজা হেগড়ের সঙ্গে রোহিত শেট্টির সার্কাস এবং জয়েশভাই জোরদার সিনেমাতেও দেখা যাবে তাঁকে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bear Grylls Congratulates Ranveer Singh: দাদাসাহেব ফালকে সম্মান লাভ রণবীর সিংয়ের, অভিনন্দন জানালেন বিয়ার গ্রিলস!
Next Article
advertisement
Kolkata Waterlogged: ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
  • ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায় !

  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১০ জনের

  • বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?

VIEW MORE
advertisement
advertisement