• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • নাগার্জুনের বাড়ি থেকে উদ্ধার দম্পতির মৃতদেহ

নাগার্জুনের বাড়ি থেকে উদ্ধার দম্পতির মৃতদেহ

নাগার্জুন ৷ ছবি: নাগার্জুনের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের সৌজন্যে ৷

নাগার্জুন ৷ ছবি: নাগার্জুনের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের সৌজন্যে ৷

 • Share this:

  #চেন্নাই: ফের শিরোনামে জনপ্রিয় অভিনেতা নাগার্জুন ৷ তবে এবার এক্কেবারে দুঃসংবাদ এসেছে এই দক্ষিণী অভিনেতার জন্য ৷ নাগার্জুনের বাড়ি থেকে উদ্ধার হয়েছে এক দম্পতির মৃতদেহ। আর এরপর থেকেই এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে শোরগোল ৷

  নাগার্জুনের ফার্মহাউসে ভেঙ্কাটা রাজু ও তার স্ত্রী দুর্গার মৃতদেহ উদ্ধার করা হয়। গত রবিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু হয়েছে বলে জানায় স্থানীয় পুলিশ।

  অভিনেতা নাগার্জুনের ফার্মহাউসটি হায়দরাবাদ থেকে কিছুটা দূরে পিপি রেড্ডি গুড়া এলাকায়। সেখান থেকেই গতকাল উদ্ধার হয় ওই দম্পতির নিষ্প্রাণ দেহ। জানা গিয়েছে, মৃত দম্পতি নাগার্জুনের ফার্মহাউসে শ্রমিকের কাজ করতেন। সেখানেই থাকতেন তাঁরা।

  ফার্মহাউসের পাশেই ট্রান্সফর্মারের তার থেকেই তাঁরা বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন বলে ধারণা পুলিশের। ট্রান্সফর্মারের তারটি মাটিতে পড়েছিল। ভুলবশত সেখানে চলে যান ভেঙ্কাটা ও দুর্গা। ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় দু’জনের।

  মে মাসেও শ্রমিক মৃত্যুর কারণে শিরোনামে আসেন নাগার্জুন। জুবলি হিলসের অন্নপূর্ণা স্টুডিওতে রহস্যজনক পরিস্থিতিতে উদ্ধার হয় এক শ্রমিকের মৃতদেহ। সেই সময় একই স্টুডিওতে শ্যুটিং করছিলেন নাগার্জুন।

  First published: