Ram Charan's Daughter Name: রামচরণের পরিবারে নতুন সদস্য, ১১ বছরের অপেক্ষার পর নাতনির আগমন চিরঞ্জীবীর পরিবারে, কী নাম রাখা হল তার?
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
নামকরণের অনুষ্ঠানেও ছিল বিরাট ধুম। রীতি মেনে হল চিরঞ্জীবীর নাতনি নামকরণ হল। অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন তিনি।
রামচরণের বাড়িতে নতুন অতিথি। ১১ বছরের অপেক্ষা পর বাবা হলেন রামচরণ। তার স্ত্রী উপাসনা কামিনেনি তাঁদের প্রথম সন্তানের জন্ম দিয়েছেন। কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন রামচরণ-উপাসনা। সদ্যোজাতকে পেয়ে শুধু তার বাবা-মা নন, খুশি দাদু সুপারস্টার চিরঞ্জীবীও।
এই খুদে সদস্যর আগমন হতেই পরিবারের সকলে মেতে উঠেছে আনন্দে। রামচরনের বাড়িতে খুশির আবহ। তবে এই একরত্তির নাম কী হবে তা নিয়ে অনেক অনুরাগী অধীর অপেক্ষায় ছিলেন। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ৩০ জুন নামকরণ হয় রামচরণ কন্যার। নামকরণের অনুষ্ঠানেও ছিল বিরাট ধুম। রীতি মেনে হল চিরঞ্জীবীর নাতনি নামকরণ হল। অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন তিনি। রামচরণের কন্যার নাম রাখা হয়েছে ‘ক্লিন কারা কোনি ডেলা’।
advertisement
আরও পড়ুন: আদৃতের সঙ্গে বিয়ে ভেঙে নতুন প্রেমিকের সঙ্গে আংটি বদল! উদয়-অনামিকার বিয়েতে সিডের সেই প্রাক্তন
advertisement
তিনি ক্যাপশনে লেখেন ললিতা সহস্রনাম থেকে নেওয়া হয়েছে নাতনির নাম। ‘ক্লিন কারা’ এই নাম মানুষের মধ্যে আধ্যাত্মিক ভাব সঞ্চারিত করে। পাশাপাশি রামচরণও এই নামের জন্য কৃতিত্ব দিয়েছেন ক্লিন কারার দাদু-ঠাকুমাকে।
advertisement
রামচরণ কন্যার নাম প্রকাশ্যে আসতেই বহু অনুরাগী তাঁদের শুভেচ্ছা ও ভালবাসা জানিয়েছেন। লিখেছেন ভীষণ সুন্দর নাম। ভালবাসায়-আশীর্বাদে নেটিজেনরা ভরে দিয়েছেন রামচরণ কন্যাকে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 01, 2023 11:36 AM IST