Ram Charan's Daughter Name: রামচরণের পরিবারে নতুন সদস্য, ১১ বছরের অপেক্ষার পর নাতনির আগমন চিরঞ্জীবীর পরিবারে, কী নাম রাখা হল তার?

Last Updated:

নামকরণের অনুষ্ঠানেও ছিল বিরাট ধুম। রীতি মেনে হল চিরঞ্জীবীর নাতনি নামকরণ হল। অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন তিনি।

রামচরণের বাড়িতে নতুন অতিথি। ১১ বছরের অপেক্ষা পর বাবা হলেন রামচরণ। তার স্ত্রী উপাসনা কামিনেনি তাঁদের প্রথম সন্তানের জন্ম দিয়েছেন। কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন রামচরণ-উপাসনা। সদ্যোজাতকে পেয়ে শুধু তার বাবা-মা নন, খুশি দাদু সুপারস্টার চিরঞ্জীবীও।
এই খুদে সদস্যর আগমন হতেই পরিবারের সকলে মেতে উঠেছে আনন্দে। রামচরনের বাড়িতে খুশির আবহ। তবে এই একরত্তির নাম কী হবে তা নিয়ে অনেক অনুরাগী অধীর অপেক্ষায় ছিলেন। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ৩০ জুন নামকরণ হয় রামচরণ কন্যার। নামকরণের অনুষ্ঠানেও ছিল বিরাট ধুম। রীতি মেনে হল চিরঞ্জীবীর নাতনি নামকরণ হল। অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন তিনি। রামচরণের কন্যার নাম রাখা হয়েছে ‘ক্লিন কারা কোনি ডেলা’।
advertisement
advertisement
তিনি ক্যাপশনে লেখেন ললিতা সহস্রনাম থেকে নেওয়া হয়েছে নাতনির নাম। ‘ক্লিন কারা’ এই নাম মানুষের মধ্যে আধ্যাত্মিক ভাব সঞ্চারিত করে। পাশাপাশি রামচরণও এই নামের জন্য কৃতিত্ব দিয়েছেন ক্লিন কারার দাদু-ঠাকুমাকে।
advertisement
রামচরণ কন্যার নাম প্রকাশ্যে আসতেই বহু অনুরাগী তাঁদের শুভেচ্ছা ও ভালবাসা জানিয়েছেন। লিখেছেন ভীষণ সুন্দর নাম। ভালবাসায়-আশীর্বাদে নেটিজেনরা ভরে দিয়েছেন রামচরণ কন্যাকে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ram Charan's Daughter Name: রামচরণের পরিবারে নতুন সদস্য, ১১ বছরের অপেক্ষার পর নাতনির আগমন চিরঞ্জীবীর পরিবারে, কী নাম রাখা হল তার?
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement