Rhea Chakraborty's Birthday: বোল্ড লুকে ইনস্টাগ্রামে আগুন লাগিয়েছেন রিয়া! জন্মদিন অভিনেত্রীর নানা অবতার

Last Updated:
আজ রিয়া চক্রবর্তীর জন্মদিন। আজ তিনি একজন সফল অভিনেত্রী তবে রিয়া কাজ শুরু করেছিলেন একজন ভিডিও জকি হিসেবে। তিনি এমটিভির একটি রিয়েলিটি শোয়ে স্কুটি টিন ডিভা দিয়ে তাঁর যাত্রা শুরু করেছিলেন। ২০১২ সালে প্রথম অভিনয় জীবনে পা রাখেন। বর্তমানে তাকে এমটিভির 'রোডিস'-এ দেখা যাচ্ছে।
1/7
আজ রিয়া চক্রবর্তীর জন্মদিন। আজ তিনি একজন সফল অভিনেত্রী তবে রিয়া কাজ শুরু করেছিলেন একজন ভিডিও জকি হিসেবে। তিনি এমটিভির একটি রিয়েলিটি শোয়ে স্কুটি টিন ডিভা দিয়ে তাঁর যাত্রা শুরু করেছিলেন। ২০১২ সালে প্রথম অভিনয় জীবনে পা রাখেন। বর্তমানে তাকে এমটিভির 'রোডিস'-এ দেখা যাচ্ছে।
আজ রিয়া চক্রবর্তীর জন্মদিন। আজ তিনি একজন সফল অভিনেত্রী তবে রিয়া কাজ শুরু করেছিলেন একজন ভিডিও জকি হিসেবে। তিনি এমটিভির একটি রিয়েলিটি শোয়ে স্কুটি টিন ডিভা দিয়ে তাঁর যাত্রা শুরু করেছিলেন। ২০১২ সালে প্রথম অভিনয় জীবনে পা রাখেন। বর্তমানে তাকে এমটিভির 'রোডিস'-এ দেখা যাচ্ছে।
advertisement
2/7
কালো চামড়ার প্যান্টের সঙ্গে একটি কালো ট্রান্সলুসেন্ট টপে রিয়াকে বেশ ভাল লাগছে। সঙ্গে তাঁর চুল বাঁধার ধরণ ও হালকা মেকআপ তাঁর সাজে এক অন্যমাত্রা এনে দিয়েছে। (ছবি: ইনস্টাগ্রাম)
কালো চামড়ার প্যান্টের সঙ্গে একটি কালো ট্রান্সলুসেন্ট টপে রিয়াকে বেশ ভাল লাগছে। সঙ্গে তাঁর চুল বাঁধার ধরণ ও হালকা মেকআপ তাঁর সাজে এক অন্যমাত্রা এনে দিয়েছে। (ছবি: ইনস্টাগ্রাম)
advertisement
3/7
খুব সাধারণ কয়েকটি পোশাকের কম্বিনেশনে দক্ষতার সঙ্গে দারুণ লুক তৈরি করেছেন রিয়া। একটি বড় আকারের গোলাপী ব্লেজারকে ঢিলেঢালা ডিস্ট্রেসড জিন্স এবং একটি সাদা ক্রপড টপ সব মিলিয়ে সাধারণ সাজেই অনবদ্য রিয়া। (ছবি: ইনস্টাগ্রাম)
খুব সাধারণ কয়েকটি পোশাকের কম্বিনেশনে দক্ষতার সঙ্গে দারুণ লুক তৈরি করেছেন রিয়া। একটি বড় আকারের গোলাপী ব্লেজারকে ঢিলেঢালা ডিস্ট্রেসড জিন্স এবং একটি সাদা ক্রপড টপ সব মিলিয়ে সাধারণ সাজেই অনবদ্য রিয়া। (ছবি: ইনস্টাগ্রাম)
advertisement
4/7
ট্রেন্ডি মিলিটারি কার্গো প্যান্ট, স্টাইলিশ বুটের সঙ্গে ক্রপ করা ফিটেড ব্লেজার টপে লাস্যময়ী অভিনেত্রী সকলের নজর কেড়েছেন। (ছবি: ইনস্টাগ্রাম)
ট্রেন্ডি মিলিটারি কার্গো প্যান্ট, স্টাইলিশ বুটের সঙ্গে ক্রপ করা ফিটেড ব্লেজার টপে লাস্যময়ী অভিনেত্রী সকলের নজর কেড়েছেন। (ছবি: ইনস্টাগ্রাম)
advertisement
5/7
টার্টল নেক ক্রপ টপ, গ্লাভড হাতা কার্গো প্যান্টের তার সঙ্গে নিখুঁত মেকআপ, সবটা মিলিয়ে আত্মবিশ্বাসী রিয়া ধরা দিলেন একদম অন্যরকম অবতারে। (ছবি: ইনস্টাগ্রাম)
টার্টল নেক ক্রপ টপ, গ্লাভড হাতা কার্গো প্যান্টের তার সঙ্গে নিখুঁত মেকআপ, সবটা মিলিয়ে আত্মবিশ্বাসী রিয়া ধরা দিলেন একদম অন্যরকম অবতারে। (ছবি: ইনস্টাগ্রাম)
advertisement
6/7
মাল্টিকালার বডিস্যুটের উপরে একটি নজরকাড়া কমলা জ্যাকেট হাতে সোনালী চুড়ি সবটাই যেনো একে অপরের পরিপূরক। এই সবটা নিয়ে নজর কেড়েছেন বোল্ড রিয়া। (ছবি: ইনস্টাগ্রাম)
মাল্টিকালার বডিস্যুটের উপরে একটি নজরকাড়া কমলা জ্যাকেট হাতে সোনালী চুড়ি সবটাই যেনো একে অপরের পরিপূরক। এই সবটা নিয়ে নজর কেড়েছেন বোল্ড রিয়া। (ছবি: ইনস্টাগ্রাম)
advertisement
7/7
ছোট কালো ব্লেজার স্যুটের ওপর বৈজ্ঞানিক সূত্র লেখা ফ্যাব্রিক। একটি আকর্ষণীয় টাইপোগ্রাফি প্রিন্টে সজ্জিত একটি রিয়ার পোশাক বাকরুদ্ধ করার মতো। সঙ্গে বুট, হুপ কানের দুল আলাদা মাত্রা যোগ করেছে তাঁর সাজে। (ছবি: ইনস্টাগ্রাম)
ছোট কালো ব্লেজার স্যুটের ওপর বৈজ্ঞানিক সূত্র লেখা ফ্যাব্রিক। একটি আকর্ষণীয় টাইপোগ্রাফি প্রিন্টে সজ্জিত একটি রিয়ার পোশাক বাকরুদ্ধ করার মতো। সঙ্গে বুট, হুপ কানের দুল আলাদা মাত্রা যোগ করেছে তাঁর সাজে। (ছবি: ইনস্টাগ্রাম)
advertisement
advertisement
advertisement