হাড়হিম! ১৬ বছরের প্রেমিকাকে কুপিয়ে খু*ন! 'বহুল জনপ্রিয় গায়ক-অভিনেতার মৃ*ত্যুদণ্ড... দুনিয়া তোলপাড় করা খবর
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
আদালত জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, ঝাং তার ঘাড়ে একাধিকবার ছুরিকাঘাত করে। যার ফলে ক্যারোটিড ধমনী এবং শ্বাসনালী বিচ্ছিন্ন হয়ে যায়।
বেজিং: ১৬ বছরের বান্ধবীকে পরিকল্পিতভাবে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর গ্রেফতার চীনা অভিনেতা এবং গায়ক ঝাং ইয়িয়াং। চীনের এই প্রথম কোনও সেলিব্রিটির মৃত্যুদণ্ড ঘোষণা করা হল। ৩৩ বছর বয়সী এই যুবককে ২০২৪ সালের ১৮ ডিসেম্বর ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যদিও চীনা গণমাধ্যম এবং বিচার বিভাগীয় সূত্র অনুসারে মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশ্যে আসে ২০২৫ সালের জুলাই মাসে।
সূত্রের খবর গায়ক-অভিনেতা তাঁর বান্ধবীকে জন্মদিন উদযাপন করানোর ভান করে জিংপিং শহরের একটি প্রত্যন্ত জঙ্গলে নিয়ে যান। সেখানেই আচমকা ছুরি দিয়ে প্রেমিকার উপর আক্রমণ চালাতে থাকে। শানসি প্রদেশের জিয়ানইয়াং ইন্টারমিডিয়েট পিপলস কোর্টের সরকারি রায় অনুসারে, নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছিল ২৬ ফেব্রুয়ারই, ২০২২-এ। সেদিন ছিল ঝাং-এর জন্মদিন। আদালত জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, ঝাং তার ঘাড়ে একাধিকবার ছুরিকাঘাত করে। যার ফলে ক্যারোটিড ধমনী এবং শ্বাসনালী বিচ্ছিন্ন হয়ে যায়। রক্তক্ষরণ এবং শ্বাসরোধের ফলে তখনই মৃত্যু হয় তাঁর। এই নৃশংস হত্যাকে “অত্যন্ত হিংসাত্মক, ইচ্ছাকৃত এবং সামাজিক দিক থেকে ক্ষতিকারক” হিসাবে বর্ণনা করা হয়েছে।
advertisement
advertisement
তবে বিষয়টি হল ঝাং-এর করা সব কাজ, তা সিনেমা হোক বা গান- তা কিন্তু দোষী সাব্যস্ত হওয়ার এবং মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পরেও জনসাধারণের কাছে অ্যাক্সেসযোগ্য রয়েছে। কিন্তু কেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সূত্র মারফত এও জানা গিয়েছে ঝাং তাঁর প্রেমিকার উপর উপর দীর্ঘদিন ধরে মানসিক নির্যাতন করে আসছে। প্রেমিকা ছেড়ে যাওয়ার কথা বললে আত্মহত্যার হুমকিও দিতেন যাতে ছেড়ে না যায়। প্রতিবেদনে এও বলা হয়েছে, নির্যাতিতা নাবালক হওয়া সত্ত্বেও ২০২১ সালের সেপ্টেম্বর থেকে তাদের মধ্যে সম্পর্ক ছিল।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 24, 2025 8:56 AM IST