Cheeni 2: আর মা-মেয়ে নয়! মৈনাকের 'চিনি ২'-তে এ কোন রূপে ফিরেছেন অপরাজিতা-মধুমিতা? চমকপ্রদ ট্রেলার

Last Updated:

আবার চিনি-মিষ্টি ফিরছে বড় পর্দায় 'চিনি ২'-এর হাত ধরে। তবে এবার মা-মেয়ে নয়, ভাড়াটে-বাড়িওয়ালি হয়ে। বুধবার মৈনাক ভৌমিক পরিচালিত 'চিনি ২'-এর ট্রেলার মুক্তি পেয়েছে।

আবার চিনি-মিষ্টি ফিরছে বড় পর্দায় ‘চিনি ২’-এর হাত ধরে। তবে এবার মা-মেয়ে নয়, ভাড়াটে-বাড়িওয়ালি হয়ে। বুধবার মৈনাক ভৌমিক পরিচালিত ‘চিনি ২’-এর ট্রেলার মুক্তি পেয়েছে। ছবিটি চলতি বছরের ১১ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
ঋতুপর্ণ ঘোষের ‘১৯ শে এপ্রিল’ থেকে অনুপ্রাণিত হয়ে মৈনাক ২০২১ সালে বড় পর্দায় নিয়ে এসেছিলেন ‘চিনি’। সেখানে প্রধান ভূমিকায় ছিলেন অপরাজিতা আঢ্য ও মধুমিতা সরকার। তাঁদেরকে চিনি ও মিষ্টির চরিত্রে দেখা গিয়েছিল। জীবনের নানা ওঠা-পড়া কাটিয়ে ভুল বোঝাবুঝি মিটিয়ে মা-মেয়ের কাছে আসার এই গল্প ছুঁয়ে গিয়েছিল দর্শকদের মন। আর এবারও মৈনাকের হাত ধরে ফিরছে চিনি-মিষ্টি। কিন্তু বাড়িওয়ালি-ভাড়াটে হয়ে।
advertisement
advertisement
অনেকেই ভেবেছিলেন ‘চিনি ২’ হয়তো চিনির সিক্যুয়েল হবে। কিন্তু আজ ট্রেলার প্রকাশ্যে আসতেই দেখা গিয়েছে যে এই ছবিটি চিনির সিক্যুয়েল নয় বরং একেবারেই একটি স্বতন্ত্র গল্প। তবে মধুমিতা ও অপরাজিতার চরিত্রের নাম গুলি একই রাখা হয়েছে। মধুমিতা ও অপরাজিতার ছাড়াও এই ছবিতে রয়েছেন লিলি চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী এবং পিঙ্কি বন্দোপাধ্যায়।
advertisement
ট্রেলারে দেখা গিয়েছে চিনি ভাড়াটে হিসেবে আসবে মিষ্টির বাড়িতে। সেখানেই তাদের টক-ঝাল-মিষ্টি সম্পর্ক গড়ে উঠবে। চিনির থেকে মিষ্টি শিখবে সংসারে আত্মসম্মান নিয়ে মাথা উঁচু করে কী ভাবে বাঁচতে হয়। অন্যদিকে, মিষ্টি চিনিকে শেখাবে প্রেমের আসল মানে। বিভিন্ন প্রজন্মের মেয়েদের জীবনের গল্প উঠে আসবে এই ছবিতে। মৈনাক ভৌমিক পরিচালিত এই ছবি ‘চিনি’র মতোই দর্শকদের মনে জায়গা করে নিতে পারে কিনা এখন সেটাই দেখার।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Cheeni 2: আর মা-মেয়ে নয়! মৈনাকের 'চিনি ২'-তে এ কোন রূপে ফিরেছেন অপরাজিতা-মধুমিতা? চমকপ্রদ ট্রেলার
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement