Rajeev Sen-Charu Asopa: বান্দ্রায় কাফেতে বসে যানজট কমার অপেক্ষা করতেন রাজীব! চূড়ান্ত প্রতারণার অভিযোগ করলেন চারু আসোপা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
অভিনেত্রী চারু আসোপা এবং রাজীব সেন সম্প্রতি খবরের শিরোনামে এসেছিলেন তাঁদের বৈবাহিক সমস্যার জন্য। কিছুদিন আগেই তাঁরা সাময়িক বিচ্ছেদের পর একত্রিত হয়েছিলেন। কিন্তু কয়েক সপ্তাহের মধ্যে তাঁরা ফের বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।
মুম্বই: ফিরে গিয়েও ফিরতে পারেননি চারু। এ বার তিনি প্রতারণার অভিযোগ তুললেন রাজীব সেনের বিরুদ্ধে। অভিনেত্রী চারু আসোপা এবং রাজীব সেন সম্প্রতি খবরের শিরোনামে এসেছিলেন তাঁদের বৈবাহিক সমস্যার জন্য। কিছুদিন আগেই তাঁরা সাময়িক বিচ্ছেদের পর একত্রিত হয়েছিলেন। কিন্তু কয়েক সপ্তাহের মধ্যে তাঁরা ফের বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে চারু বলেন, অন্তঃস্বত্ত্বা থাকাকালীন তাঁর সঙ্গে প্রতারণা করেছেন রাজীব। চারু ও রাজীবের একটি কন্যা সন্তান রয়েছে।
চারু বলেন, ‘বিকানেরে কয়েক মাস থাকার পর, আমি মুম্বইতে ফিরে আসি এবং আমার গর্ভাবস্থার বেশিরভাগ সময় এখানেই কাটিয়েছি।’ পিঙ্কভিলায় প্রকাশিত এক অভিজ্ঞতার কথা স্মরণ করে চারু বলেন, ‘‘রাজীব পূর্ব গোরেগাঁও থেকে বান্দ্রার জিমে যেতেন সকাল ১১ টা। বাড়ি ফিরতেন রাত ৭টা, ৮টা, ৯টায়। কোনও কোনও দিন তো রাত ১১টাতেও বাড়ি ফিরেছেন।’’ চারুর দাবি, তিনি যখন তাঁর স্বামীকে প্রশ্ন করতেন, এত সময় কেন লাগে, তখন রাজীব বলতেন, ‘‘আমি ম্যাপে দেখে নিই রাস্তায় যানজট আছে কি না। যানজট থাকলে আমি বান্দ্রার কাফেতে ঢুকে কফিতে চুমুক দিয়ে অপেক্ষা করতে থাকি কখন যানজট কমে! তারপর বাড়ির উদ্দেশে রওনা দিই।’’
advertisement
advertisement

চারু দাবি করেছেন, প্রথম প্রথম তিনি এ সব বিশ্বাস করতেন। এক আধবার রাজীব না কি তাঁকে বলেছিলেন, তিনি গাড়িতে ঘুমিয়েছেন। কিন্তু একবার রাজীব কিছু না বলে দিল্লি চলে যান। সে বারই তিনি রাজীবের জিনিসপত্র নাড়াচাড়া করতে গিয়ে এমন কিছু নথি পান, যা থেকে বুঝতে পারেন তাঁকে প্রতারণা করা হচ্ছে, এমনই দাবি করেছেন চারু আসোপা।
advertisement
২০১৯ সালের জুন মাসে চারু আসোপার সঙ্গে গাঁটছড়া বাঁধেন সুস্মিতা সেনের ছোট ভাই রাজীব সেন। এটি ছিল চারুর দ্বিতীয় বিবাহ। কিন্তু সে কথা না কি জানতেনই না রাজীব। ২০২২ সালে তিনিই প্রথম বিবাহের কথা লুকানোর জন্য প্রকাশ্যে চারুকে দোষারোপ করেছিলেন। ২০২২ সালের জুলাই মাসে, দম্পতি ঘোষণা করেন, তাঁরা তাঁদের সম্পর্কের আইনি সমাপ্তির কথা ভাবছেন, সে প্রক্রিয়াও শুরু করেছেন। যদিও গত সেপ্টেম্বরে তাঁরা বিবাহ বিচ্ছেদের মামলা প্রত্যাহার করে নেন। সে কথা ঘোষণাও করেন নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই ঘটনা ফের মোড় ঘোরে। অক্টোবরে ফের চারু শারীরিক নির্যাতনের অভিযোগ তোলেন রাজীবের বিরুদ্ধে। দাবি করেন, রাজীবকে বিয়ে করা তাঁর জীবনের ‘সবচেয়ে বড় ভুল’। তবে এ বার ‘ভুল’ শুধরে নেওয়ার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ চারু। অভিনয় জগতে ফিরে আসার বিষয়েও ইঙ্গিত দিয়েছেন তিনি। চারু ওই সাক্ষাৎকারেই জানা, ‘প্রক্রিয়া জারি রয়েছে। আশা করি শীঘ্রই ইতিবাচক খবর শোনাতে পারব।’
Location :
First Published :
November 03, 2022 9:39 AM IST