Mangal Gochar: অমঙ্গল ঘেঁষতে পারবে না ধারে-কাছে! মঙ্গলের গোচরে ভাগ্য খুলতে চলেছে কোন রাশির?

Last Updated:

জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে রাগ, শক্তি, হিংসা ইত্যাদির বহিঃপ্রকাশের কারণ হিসেবে চিহ্নিত করা হয়। যে সকল জাতকদের রাশিতে মঙ্গল শুভ অবস্থানে থাকে তাঁদের চরিত্রে সাহস, বীরত্ব প্রদর্শন ইত্যাদির প্রকাশ লক্ষ্য করা যায়।

অমঙ্গল ঘেঁষতে পারবে না ধারে-কাছে! মঙ্গলের গোচরে ভাগ্য খুলতে চলেছে কোন রাশির?
অমঙ্গল ঘেঁষতে পারবে না ধারে-কাছে! মঙ্গলের গোচরে ভাগ্য খুলতে চলেছে কোন রাশির?
কলকাতা: ভারতীয় জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন গ্রহ-নক্ষত্রের স্থান পরিবর্তনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়। প্রতিটি গ্রহের গোচরে আমাদের রাশিচক্রে বেশ কিছু প্রভাব দেখা যায়। গ্রহচক্রের অন্যতম গ্রহ মঙ্গল আগামী ১৩ নভেম্বর পর্যন্ত মিথুন রাশিতে গোচর করবেন। ভারতীয় জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে রাগ, শক্তি, হিংসা ইত্যাদির বহিঃপ্রকাশের কারণ হিসেবে চিহ্নিত করা হয়। যে সকল জাতকদের রাশিতে মঙ্গল শুভ অবস্থানে থাকে তাঁদের চরিত্রে সাহস, বীরত্ব প্রদর্শন ইত্যাদির প্রকাশ লক্ষ্য করা যায়।
সাধারণত মেষ ও বৃশ্চিক রাশির অধিপতি হল মঙ্গল। মঙ্গল মকর রাশিতে উচ্চ অবস্থানে এবং কর্কট রাশিতে নিম্ন অবস্থানে বিরাজ করেন। ভগবান হনুমান মঙ্গলের উপাসক হিসেবে বহুবছর ধরে পূজিত হয়ে আসছেন, এছাড়াও এই গ্রহটিকে শক্তির দেবী দুর্গারও অনুকূল বলে মনে করা হয়।
মিথুন রাশিতে মঙ্গলের উপস্থিতিতে জাতক-জাতিকারা কর্মক্ষেত্রে ভাল অবস্থান পেতে সক্ষম হবেন, এই সময় যে কোনও চুক্তি স্বাক্ষরিত হলে শুভ ফল পেতে পারেন। মিথুনের অধিপতি বুধ হওয়ায় জাতক-জাতিকারা এই সময় বহুমুখিতায় সমৃদ্ধ হবেন এবং দ্রুত সিদ্ধান্ত নিতেও সক্ষম।
advertisement
advertisement
মঙ্গল গ্রহের গোচরের কারণে জাতক-জাতিকারা নিজেদের প্রয়োজনীয় ও লাভবান পথটিকে চিহ্নিত করতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রে সকলের সহযোগিতা মিলবে, কর্মক্ষেত্রে আরও ভাল চুক্তি সাক্ষরিত হতে পারে।
এই সময় যোগাযোগের ক্ষেত্রে জাতক-জাতিকারা আরও ভাল ফলাফল করতে পারবেন। কর্মক্ষেত্রে অনেক কাজ সম্পূর্ণ করতে সক্ষম হলেও জাতকরা কোনও কাজেই বিশেষ কিছু উপার্জন করতে পারবেন না। অনেক কাজে একসঙ্গে হস্তক্ষেপ করার ফলে বেশিরভাগ কাজ সম্পূর্ণ করা কঠিন হবে। তবে এই জন্য অন্য কাউকে দোষারোপ করার চেষ্টা করবেন না। যাঁরা সাংবাদিকতা, ছোটপর্দার নানান পেশার সঙ্গে যুক্ত রয়েছেন তাঁদের জন্য সময়টি অনুকূল।
advertisement
জাতক-জাতিকারা সম্পর্ক নিয়ে সমালোচনামূলক মনোভাব অবলম্বন করবেন, তবে এ ক্ষেত্রে অন্যদের মনোভাব সম্পর্কেও আপনাদের সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে এই সময়ে জীবনসঙ্গীর ভুলত্রুটি বের না করে তার পাশে দাঁড়ানোই ভাল, নয় তো ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হতে পারে।
advertisement
যাঁরা প্রেমের সম্পর্কে রয়েছেন তাঁদের সম্পর্ক স্বাভাবিক থাকবে, পরিবারে সৌহার্দ্য বজায় থাকবে। সঙ্গীর মনের কথা জানার চেষ্টা চালানো যেতে পারে। বন্ধুবান্ধব এবং পরিচিতদের সঙ্গে স্বল্প দূরত্বের ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করা যেতে পারে। সামগ্রিক ভাবে জাতক-জাতিকারা শক্তি ও ইতিবাচকতায় পূর্ণ থাকবেন।
Click here to add News18 as your preferred news source on Google.
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Mangal Gochar: অমঙ্গল ঘেঁষতে পারবে না ধারে-কাছে! মঙ্গলের গোচরে ভাগ্য খুলতে চলেছে কোন রাশির?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement