Shukra Gochar 2022: শুক্রের গোচরে ইতিবাচক ফল মিলবে, তবে সতর্কও থাকতে হবে এই সব বিষয়ে, দেখুন রাশি মিলিয়ে

Last Updated:

আগামী ১১ নভেম্বর, ২০২২ তারিখে বৃশ্চিক রাশিতে শুক্রের গোচর শুরু হতে চলেছে। গোচরের সময়কাল রাত ৭টা বেজে ৫২ মিনিট।

কলকাতা: গ্রহচক্রের অন্যতম গ্রহ শুক্রের অবস্থান পরিবর্তন হতে চলেছে। শুক্রের অবস্থান পরিবর্তনে ১২টি রাশিই নানান ভাবে প্রভাবিত হবে। শুক্রের শুভ প্রভাবে জাতকদের জীবনে সুখ, স্বাচ্ছন্দ্য, বৈভব ইত্যাদি যেমন মেলে, আবার অন্য দিকে শুক্রের অশুভ প্রভাবে জাতকরা নানা সমস্যার সম্মুখীন হন। আগামী ১১ নভেম্বর, ২০২২ তারিখে বৃশ্চিক রাশিতে শুক্রের গোচর শুরু হতে চলেছে। গোচরের সময়কাল রাত ৭টা বেজে ৫২ মিনিট।
মেষ রাশি:
মেষ জাতকদের জন্য এই গোচর লাভবান প্রমাণিত হবে, বিনিয়োগে দারুণ আয় হবে। তবে স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে।
advertisement
বৃষ রাশি:
বিভিন্ন কাজে দারুন ফলাফল মিলবে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন তাঁদের জন্যেও সময়টি শুভ। শত্রুদের থেকে সাবধানে থাকতে হবে। পরিবারে দুঃশ্চিন্তা বাড়তে পারে।
advertisement
মিথুন রাশি:
জাতক-জাতিকাদের চোখের সমস্যা হতে পারে। এই সময় বিবাদ থেকে সাবধানে থাকতে হবে। কেরিয়ারের বিষয়ে সময়টি অত্যন্ত শুভ।
কর্কট রাশি:
এই সময় যে কোনও কাজে শুভ ফল লাভ হবে। লোভ ও লালসা থেকে দূরে থাকুন। আর্থিক বিষয়ে ভাল লাভ হবে। যানবাহন ক্রয়ের ক্ষেত্রে সময়টি ভাল।
advertisement
সিংহ রাশি:
সুখ ও স্বাচ্ছন্দ্যে সমৃদ্ধি আসবে। কর্মক্ষেত্রে সাফল্য মিলবে। পরিবারে সুখের পরিবেশ বজায় থাকবে।
কন্যা রাশি:
দীর্ঘদূরত্বের ভ্রমণ হতে পারে। আর্থিক বিষয়ে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বকেয়া টাকা ফেরত মিলবে।
তুলা রাশি:
বিনিয়োগের ক্ষেত্রে দারুন আর্থিক লাভ হবে। পরিবারের সদস্যদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে। কর্মে সাফল্য আসবে।
advertisement
বৃশ্চিক রাশি:
স্বাস্থ্য ভাল থাকবে। আয়ের নতুন নতুন উৎস খুলে যাবে। বিবাহের সম্ভাবনা রয়েছে। বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লাভ হবে।
ধনু রাশি:
অত্যধিক খরচের কারণে আর্থিক ক্ষতি হতে পারে। তবে কেরিয়ারের ক্ষেত্রে সময়টি ভাল।
advertisement
মকর রাশি:
কর্মক্ষেত্রে উচ্চপদ মিলতে পারে, বা বেকারদের নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে আর্থিক বিষয়ে লাভও হবে। কর্মক্ষেত্রে সহকর্মীরা নানা ভাবে সাহায্য করবেন।
কুম্ভ রাশি:
কুম্ভ জাতকদের জন্য সময়টি খুবই ভাল। কেরিয়ারে দারুণ ফললাভ হবে, যে কোনও কাজে বন্ধুরা নানান ভাবে সহযোগিতা করবেন। ধনপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য সময়টি খুবই ভাল।
advertisement
মীন রাশি:
মীন জাতক-জাতিকাদের এই সময় নানা উত্থান-পতনের মধ্যে দিয়ে যেতে হবে। তবে বেশির ভাগ ক্ষেত্রে তাঁরা ভাল পরিণাম পাবেন। শিক্ষাক্ষেত্রে জাতক-জাতিকারা শুভ ফল পাবেন। তাঁরা আরও ভাল যোগাযোগ করতে সক্ষম হবেন, এতে কর্মক্ষেত্রেও সফলতা আসবে।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Shukra Gochar 2022: শুক্রের গোচরে ইতিবাচক ফল মিলবে, তবে সতর্কও থাকতে হবে এই সব বিষয়ে, দেখুন রাশি মিলিয়ে
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement