অতীতের সব রেকর্ড ভেঙে দিল এসএসকেএম, রেকর্ড সংখ্যক রোগী হাজির হাসপাতালের আউটডোরে 

Last Updated:

উৎসবের সময়ও রেকর্ড সংখ্যক রোগীকে দেখলেন এসএসকেএম হাসপাতালের চিকিৎসকেরা।

অতীতের সব রেকর্ড ভেঙে দিল এসএসকেএম, রেকর্ড সংখ্যক রোগী হাজির হাসপাতালের আউটডোরে 
অতীতের সব রেকর্ড ভেঙে দিল এসএসকেএম, রেকর্ড সংখ্যক রোগী হাজির হাসপাতালের আউটডোরে 
ওঙ্কার সরকার, কলকাতা: অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিল রাজ্যের অন্যতম সুপার স্পেশ্যালিটি এসএসকেএম হাসপাতালের আউটডোর বিভাগ। উৎসবের সময়ও রেকর্ড সংখ্যক রোগীকে দেখলেন এসএসকেএম হাসপাতালের চিকিৎসকেরা। এই ঘটনায় বেশ কিছু প্রশ্নও উঠেছে। চিকিৎসা জগতের সঙ্গে যুক্ত একাংশ চিকিৎসক বলছেন, রাজ্যের সর্বোচ্চ পর্যায়ের একটি হাসপাতালে এত রোগী হওয়া কি কাঙ্খিত? রোগীদের সময় ও মনযোগ কি দিতে পারছেন ডাক্তারবাবুরা?
১৭ অক্টোবর এসএসকেএম হাসপাতালের আউটডোরে প্রায় ১৭ হাজার মানুষ চিকিৎসা করাতে এসেছিলেন। এই সংখ্যা অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। স্বাধীনোত্তর পর্বে পশ্চিমবঙ্গে এটি একটি রেকর্ড, এবং অবশ্যই এসএসকেএম হাসপাতালের দীর্ঘ ইতিহাসে এটি রেকর্ড হিসেবে নথিভুক্ত থাকবে। রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম জানিয়েছেন, ‘রাজ্য স্বাস্থ্য দফতরের ইতিহাসে এককভাবে কোনও হাসপাতালের আউটডোরে এত সংখ্যক রোগী আগে কোনওদিন হয়নি।'
advertisement
স্বাস্থ্য দফতরের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, এর আগে একদিনে এস এস কে এম হাসপাতালের আউটডোরে সর্বকালীন রেকর্ড হয়েছিল ১৫ হাজার ৬০০ রোগী। এই হাসপাতালের এক কর্তা বলেছেন, এদিন সকাল ১০টা থেকে আউটডোর শুরু হলেও, রোগীর তুমুল চাপের জন্যে চলেছিল সন্ধ্যা ৬টা পর্যন্ত।
advertisement
advertisement
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দফতরের হিসেব অনুযায়ী, ১৭ অক্টোবর মেডিসিন বিভাগে নতুন ও পুরনো মিলিয়ে প্রায় ১৮০০ রোগী এসেছিলেন। সার্জারিতে আসেন প্রায় ৭০০, গাইনিতে ৮৫০, চর্মরোগ বিভাগে ১১৫০, অর্থোপেডিকে ১২২০, ইএনটিতে প্রায় ৯০০ রোগী আসেন।
নিউরোমেডিসিন ও নিউরোসার্জারিতে এসেছিলেন প্রায় ১৭০০ ও ৭০০ রোগী। এসএসকেএম হাসপাতালে এখন প্রায় ২৫০০ কর্মী এবং ১২০০ শিক্ষক-চিকিৎসক, মেডিক্যাল অফিসার ও জুনিয়র ডাক্তার আছেন। তাঁদের মধ্যে ৩৯টি আউটডোর পরিচালনায় সোম থেকে শনি কমবেশি প্রায় ৩০০ জন চিকিৎসক ও কর্মী থাকেন। মেডিসিন, সার্জারি, গাইনি, ইএনটি, অর্থো, শিশু মিলিয়ে প্রায় ৩৯টি মতো আউটডোর আছে রাজ্যের এই এক নম্বর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। ছুটির দিন বাদ দিলে বছরের যে কোনও সপ্তাহের সোম থেকে বুধবার রোগীর সংখ্যা হয় গড়ে ১২ হাজারের মতো। অন্যান্য দিনে এই সংখ্যা একটু কম।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
অতীতের সব রেকর্ড ভেঙে দিল এসএসকেএম, রেকর্ড সংখ্যক রোগী হাজির হাসপাতালের আউটডোরে 
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement