Horoscope Today: রাশিফল ৩ নভেম্বর; দেখে নিন কেমন যাবে আজকের দিন
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Horoscope Today, 3 November 2022: জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷
কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
advertisement
বিভিন্ন দিক থেকে আকর্ষণীয় সুযোগ আসতে চলেছে। সুযোগের সদ্ব্যবহার করতে হবে।
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।
এমন কোনও মানুষের সংস্পর্শে আসা যাবে যিনি জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তবে সমস্ত পরিবর্তনই যে ভাল হবে তা নয়। বিবেচনা করে দেখতে হবে।
advertisement
মিথুন: মে ২১ থেকে জুন ২০।
যে কোনও পরিস্থিতি দ্রুত মোকাবিলা করতে হবে। মেনে নেওয়া বা মানিয়ে নেওয়ার মানসিকতা বহাল থাকবে।
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।
কোনও বিষয়ে ভয় পেলে চলবে না। আশপাশে ঘটে যাওয়া ঘটনার জন্য নিজেকে সব সময় দায়ী ভাবলে চলবে না।
advertisement
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
এই সময়ে কোনও বড় সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। অনমনীয় মনোভাবের কারণে বাড়িতে অশান্তি হতে পারে।
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
কোনও ধর্মীয় কাজে লিপ্ত হওয়ার বা কোনও মন্দির দর্শনের সম্ভাবনা। প্রেম সম্পর্কে ইতিবাচক পরিবর্তনের পরিকল্পনা করা উচিত।
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
advertisement
চিন্তা ভাবনা বিভিন্ন দিকে প্রবাহিত হতে পারে। লক্ষ্য স্থির রাখতে হবে। অন্যের সঙ্গে আলোচনা বেশি না করাই ভাল, তাতে মন আরও বিভ্রান্ত হতে পারে।
বৃশ্চিক : অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
কোনও প্রভাবশালী ব্যক্তির সঙ্গে সাক্ষাতে জীবনে দীর্ঘমেয়াদি ফল পাওয়া যেতে পারে। গঠনগত সমালোচনা গ্রহণ করতে হবে।
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
advertisement
একাধিক ভাল সুযোগ অপেক্ষা করছে। উদ্বেগ ও উত্তেজনার কারণে শারীরিক সমস্যা দেখা দিতে পারে।
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
নিজের জীবনের গুরুত্বপূর্ণ মানুষগুলির সঙ্গে কথা বলা দরকার। অনিশ্চয়তার মেঘ শীঘ্রই কেটে যাবে।
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
বিনিয়োগ করার জন্য প্রশস্ত সময়। স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা জরুরি। পুরোন সর্দি-কাশির সমস্যা ফিরতে পারে।
advertisement
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
যাঁরা জীবনে নেতিবাচকতা বয়ে আনেন তাঁদের থেকে দূরে থাকাই ভাল। বিশ্বস্ত মানুষও পিছনে কুৎসা করতে পারে। স্ত্রী বা পিতামাতার সঙ্গে থাকাই ভাল।
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 03, 2022 7:14 AM IST