ফের বিচ্ছেদের পথে চারু-রাজীব, মারধর, অন্য সম্পর্ক, সহ-অভিনেতাকে হুমকির অভিযোগ!

Last Updated:

রাজীব এই সমস্ত অভিযোগের প্রতিক্রিয়া হিসেবে জানিয়েছেন, তাঁর মতে, আপাতত তাঁদের মেয়েকে ডেঙ্গি রোগমুক্ত করাটা বেশি জরুরি। রাজীব মনে করেন, তাঁদের বৈবাহিক সম্পর্কের কথা প্রকাশ্যে আনাটা অপ্রয়োজনীয়।

#মুম্বই: মেয়ের জন্য বিবাহবিচ্ছেদ করবেন না বলে স্থির করেছিলেন সুস্মিতা সেনের ভাই রাজীব সেন এবং অভিনেত্রী চারু অসোপা। কিন্তু তাতেও বিয়ে টেকানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে বলে শোনা যাচ্ছে। টেলি অভিনেত্রী সম্প্রতি জানিয়েছেন, তাঁর স্বামী রাজীব তাঁর গায়ে হাত তোলেন। এমনকি চারুর সন্দেহ, রাজীব নাকি বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন।
সদ্য় এক সাক্ষাৎকারে চারু জানান, রাজীব তাঁদের বিয়ের সময় তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন এবং যখন পরিবারের তাঁকে প্রয়োজন ছিল, তিনি ছিলেন না। মাঝে মাঝেই কয়েক সপ্তাহ বা মাসের জন্য উধাও হয়ে যেতেন রাজীব। চারুর বক্তব্য, তিনি তাঁদের বিয়েকে আরও আরেকটি সুযোগ দেওয়ার সিদ্ধান্তের জন্য অনুতপ্ত এবং খুব তাড়াতাড়ি বিবাহবিচ্ছেদের আইনি কাজকর্ম আবার শুরু করবেন।
advertisement
রাজীব সম্প্রতি চারুকে ইনস্টাগ্রামে ব্লক করে দিয়েছেন এবং চারু তাঁদের পুরনো সমস্ত ছবি মুছে দিয়েছেন সোশ্যাল মিডিয়া থেকে।
advertisement
চারুর কথায়, ''বিচ্ছেদ না করার সিদ্ধান্তটা মস্ত ভুল। যদি এই সম্পর্ককে টেনে নিয়ে যাওয়া হয়, তাহলে পরিস্থিতি আর কুৎসিত হয়ে যাবে। জিয়ানার (চারু-রাজীবের মেয়ে) জন্যেও এই সম্পর্কটি ভেঙে যাওয়া উচিত। আমি আমার পরিবারকে সবটা জানানোর পর সবাই বলেছে যে বিচ্ছেদই একমাত্র রাস্তা। আমি বিচ্ছেদের প্রক্রিয়া শুরু করব। আশা করি রাজীব এই সিদ্ধান্তে ব্যাঘাত সৃষ্টি না করে মেনে নেবে। আমি খোরপোশও চাই না। আর টেনে নিয়ে যেতে চাই না এই সম্পর্কটাকে। ইতিমধ্যেই সাড়ে তিন বছর নষ্ট করে ফেলেছি।''
advertisement
চারুর কথায় জানা গেল, লকডাউনের সময়ে তিনি সম্পূর্ণ একা ছিলেন। রাজীব উধাও হয়ে গিয়েছিলেন সে সময়ে। চারুর বক্তব্য, রাজীবের বয়স এখন ৪৫। তাঁকে আর বদলানোর ক্ষমতা চারুর নেই। মেয়ের জন্য সমস্যাগুলো মিটিয়ে ফেলার চেষ্টা করেছিলেন চারু। কিন্তু সেটা সম্ভব নয় বলেই বুঝতে পারছেন। একাধিক বার রাজীব তাঁর স্ত্রীর গায়ে হাত তুলেছেন বলেও দাবি উঠেছে। শুধু তা-ই নয়, চারু যখন ধারাবাহিকে অভিনয় করতেন, রাজীব তাঁর সহ-অভিনেতাদের মেসেজ করতেন, তাঁরা যেন চারুর থেকে দূরে থাকেন। চারুকে সন্দেহ করতেন রাজীব। এদিকে চারুর সন্দেহ, রাজীব আসলে নিজে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন, কিন্তু প্রমাণ করার মতো কোনও অস্ত্র তাঁর কাছে নেই।
advertisement
রাজীব এই সমস্ত অভিযোগের প্রতিক্রিয়া হিসেবে জানিয়েছেন, তাঁর মতে, আপাতত তাঁদের মেয়েকে ডেঙ্গি রোগমুক্ত করাটা বেশি জরুরি। রাজীব মনে করেন, তাঁদের বৈবাহিক সম্পর্কের কথা প্রকাশ্যে আনাটা অপ্রয়োজনীয়। সুস্মিতার ভাইয়ের কথায়, ''চারু যে বলছে, আমি মেয়ের কাছে ছিলাম না, সেটা মিথ্যে। চারু নিজেই একাধিক বার মুম্বই ছেড়ে চলে যেত। আর বিচ্ছেদ পর্যন্ত পৌঁছনোর জন্য চারুও একই ভাবে দায়ী। চারু খোরপোশ না চাইলেও মেয়ের সমস্ত খরচ আমাকে বহন করার দাবি জানিয়েছে।''
advertisement
গত সেপ্টেম্বরেই একটি সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে চারু জানিয়েছিলেন, 'আমরা ঘোষণা করেছিলাম যে আমরা আমাদের বিয়ে শেষ। আর কিছু পড়ে নেই এই মৃত সম্পর্কে। আমরা অস্বীকার করছি না যে বিবাহবিচ্ছেদকেই একটি বিকল্প হিসেবে বেছে নিয়েছিলাম। কিন্তু এখন এটা ঘোষণা করতে পেরে খুশি যে, আমরা আমাদের বিয়েকে যত্নে রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমরা দুজনেই সুন্দর কন্যাসন্তান জিয়ানার জন্ম দিয়েছি। আমাদের কাছে যা আশীর্বাদের সমান। আমরা তাকে বাবা-মা হিসাবে সেরা সময় উপহার দিতে চাই।'
advertisement
২০১৯ সালে চারুর সঙ্গে গাঁটছড়া বাঁধেন সুস্মিতার ভাই রাজীব। বিয়ের আগে থেকেই সমস্যা চলছিল তাঁদের। বিবাদে বিরতি টেনে বিয়ে করেছিলেন তাঁরা। কিন্তু বিয়ের পরও সেই সমস্যা মেটেনি। ২০২০ সাল থেকেই বেশির ভাগ সময়ে আলাদা থেকেছেন তাঁরা। এমনকি কন্যাসন্তান জিয়ানার জন্ম দেওয়ার পরেও দাম্পত্যকলহ চলেছে৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ফের বিচ্ছেদের পথে চারু-রাজীব, মারধর, অন্য সম্পর্ক, সহ-অভিনেতাকে হুমকির অভিযোগ!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement