#মুম্বই: ২০১৯ সালে টেলি অভিনেত্রী চারু অসোপার সঙ্গে গাঁটছড়া বাঁধেন সুস্মিতা সেনের ভাই রাজীব সেন। কিন্তু বিয়ের পর থেকেই নানা রকমের সমস্যা দেখা দেয় তাঁদের মধ্যে। বিবাদে বিরতি টেনে বিয়ে করেছিলেন তাঁরা। কিন্তু বিয়ের পরও সেই সমস্যা মেটেনি। ২০২০ সাল থেকেই বেশির ভাগ সময়ে আলাদা থেকেছেন তাঁরা। এমনকি কন্যাসন্তান জিয়ানার জন্ম দেওয়ার পরেও দাম্পত্যকলহ চলেছে৷
দেড় মাস আগে রাজীব এবং চারু নিজেদের বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছিলেন। উগরে দিয়েিলেন একে অপরের বিরুদ্ধে ক্ষোভ। প্রকাশ্যে জানিয়ে দিয়েছিলেন, এক ছাদের তলায় থাকা সম্ভব নয়।
আরও পড়ুন: অনেক সুযোগ দিয়েছি, ডিভোর্স চাই: চারু।। প্রথম বিয়ের কথা লুকিয়েছে আমার থেকে: রাজীব
কিন্তু সদ্যই সুখবর দিলেন চারু। জানালেন, মেয়ের জন্য তাঁরা একে অপরকে আরও এক বার সুযোগ দিতে চান।
গণেশ চতুর্থীতে মেয়ে-স্বামীর সঙ্গে ছবি দিয়ে চারু লিখলেন, 'বিয়ের পরিকল্পনা স্বর্গেই হয়ে যায়। কিন্তু তা যত্নে রাখার দায়িত্ব আমাদেরই। হ্যাঁ, আমরা ঘোষণা করেছিলাম যে আমরা আমাদের বিয়ে শেষ। আর কিছু পড়ে নেই এই মৃত সম্পর্কে। আমরা অস্বীকার করছি না যে বিবাহবিচ্ছেদকেই একটি বিকল্প হিসেবে বেছে নিয়েছিলাম। কিন্তু এখন এটা ঘোষণা করতে পেরে খুশি যে, আমরা আমাদের বিয়েকে যত্নে রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমরা দুজনেই সুন্দর কন্যাসন্তান জিয়ানার জন্ম দিয়েছি। আমাদের কাছে যা আশীর্বাদের সমান। আমরা তাকে বাবা-মা হিসাবে সেরা সময় উপহার দিতে চাই। তার লালন-পালন এবং সুখ আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণষ সবসময় দম্পতি হিসাবে আমাদের সমর্থন করার জন্য এবং আমাদেরকে কখনো হারতে না দেওয়ার জন্য আমাদের সমস্ত ধন্যবাদ জানাতে চাই.. জিয়ানাকে এত ভালবাসা দিয়ে আশীর্বাদ করার জন্য সবার কাছে কৃতজ্ঞ।'
View this post on Instagram
তাঁদের এই ঘোষণায় উৎফুল্ল সুস্মিতা মন্তব্য করেছেন, 'তেমাদের তিন জনের জন্যই আমি খুব খুশি। দুগ্গা দুগ্গা সোনা।'
এক সাক্ষাৎকারে চারু বলেছিলেন, "রাজীবকে অনেক সুযোগ দিয়েছি। শেষ বারের মতো সুযোগ দিচ্ছি বলতে বলতে তিন বছর কেটে গেল, কিন্তু কিছুই ঠিক হল না। প্রথমে নিজের জন্য, তার পর আমাদের মেয়ে জিয়ানার জন্য। রাজীব কাউকে বিশ্বাস করতে পারে না। ওর জন্য আমাকে কাজ ছেড়ে দিতে হয়েছে। ও মানতে পারে না বলে। আমি চাই না, আমার মেয়ে এ রকম একটা পরিবেশে বড় হোক, যেখানে তার বাবা মা একে অপরকে গালিগালাজ করছে। বিষাক্ত পরিবেশে বড় হওয়ার চেয়ে বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়া অনেক ভাল। আমাদের বিয়েতে আর কিছুই পড়ে নেই। সব শেষ। আমি চাই শান্তিপূর্ণ একটি বিচ্ছেদ হোক আমাদের মধ্যে। নোটিসও পাঠিয়ে দিয়েছি।"
আরও পড়ুন: রাজীবের সঙ্গে বিচ্ছেদ, জটিল রোগে কাবু কন্যা, সন্তানকে খাওয়াতেও পারছেন না চারু
চারুর কথায় জানা গিয়েছিল, রাজীব চান না, তাঁদের মেয়ে জিয়ানার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হোক। রাজীব নাকি মনে করেন, এর ফলে মেয়ে অশুভ শক্তির শিকার হবে। তাঁর কুসংস্কারে বিরক্ত চারু। এও জানালেন, তাঁর মা এবং বোনেরা এই বিষয়ে রাজীবকেই সমর্থন করেন।
অন্য দিকে রাজীবের অভিযোগ ছিল, চারু তাঁর প্রথম বিয়ের কথা লুকিয়ে রেখেছিলেন। কাউকে কিছুই বলেননি। কেবল রাজস্থানের বিকানেরের লোক জন জানত।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bolllywood, Divorce, Sushmita Sen