কলকাতায় 'হাওয়া', কবে থেকে সিনেমা হলে চঞ্চলের ছবি? অন্য রাজ্যেই বা কবে? জানুন

Last Updated:

যাঁরা ছবিটি দেখতে না পেয়ে ফিরে গিয়েছেন, তাঁদের জন্য চঞ্চলের বার্তা ছিল, ''রাগ করবেন না, ভবিষ্যতে সিনেমাটা রিলিজ করানো হবে এখানে।''

#কলকাতা: ফের 'হাওয়া' বইবে কলকাতায়। অনেকেই বঞ্চিত ছিলেন এই 'হাওয়া' থেকে। কিন্তু এবার সকলের জন্য অনেক লড়াইয়ের পর কলকাতা শহরে মুক্তি পাবে চঞ্চল চৌধুরীর ছবি। বাংলাদেশের এই ছবি মাসখানেক আগে দেখানো হয়েছিল বাংলাদেশ চতুর্থ চলচ্চিত্র উৎসবে। যা অনুষ্ঠিত হয়েছিল এ শহরেই। বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের ব্যবস্থাপনায়।
আগামী ১৬ ডিসেম্বর ছবিটি মুক্তি পাবে কলকাতা শহর এবং বাংলার অন্যান্য জেলায়। এ ছাড়া ৩০ ডিসেম্বর 'হাওয়া' মুক্তি পাবে দেশের অন্যান্য রাজ্যে। রিলায়েন্স এন্টারটেইনমেন্ট-এর রিলিজ চেন কলকাতা-সহ বাংলায় ছবিটি ডিস্ট্রিবিউট করছে।
advertisement
advertisement
এসএসআর সিনেমা-র ডিরেক্টর শতদীপ সাহা বলেছেন, ''ছবিটি কলকাতা শহর কেন্দ্রিক প্রেক্ষাগৃহে কেবল মুক্তি পাচ্ছে। এছাড়া ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা যেমন ত্রিপুরাতে মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে। তবে বনগাঁ, বশিরহাটের মতো জায়গাগুলির প্রেক্ষাগৃহেও ছবিটিকে আনার চেষ্টা চালানো হচ্ছে।''
প্রতি দিন নন্দনে ঢোকার লাইন ছাড়িয়ে গিয়েছিল শিশির মঞ্চের গেটটি। গত ২৯ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত নন্দন ১, ২ এবং ৩ নম্বর স্ক্রিনে বাংলাদেশের একাধিক ছবির সঙ্গে মেজবাউর রহমান সুমনের 'হাওয়া' দেখানো হয়েছিল। তাও শহরের কত শত মানুষ এই ছবি দেখতে পাননি।
advertisement
নিউজ18 বাংলার সঙ্গে কথা বলার সময়ে চঞ্চল নিজেই বলেছিলেন, ''নন্দনের সামনে দিয়েই যাতায়াত করতাম তখন। উত্তেজনা তো কাজ করেই। আমার কাজ এখানে দেখানো হচ্ছে। হলে চলছে। প্রচুর পরিমাণ দর্শক লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। অনেকেই টিকিট পাচ্ছেন না। ফিরে যাচ্ছেন। তাঁদের জন্য আমার একটু কষ্ট হয়েছে। এ দেশে যদি সিনেমাটা রিলিজ হত, তাহলে সবাই দেখতে পেতেন। তবে হবে। খুব তাড়াতাড়িই 'হাওয়া' মুক্তি পাবে। সেই প্রক্রিয়া চলছে।''
advertisement
যাঁরা ছবিটি দেখতে না পেয়ে ফিরে গিয়েছেন, তাঁদের জন্য চঞ্চলের বার্তা ছিল, ''রাগ করবেন না, ভবিষ্যতে সিনেমাটা রিলিজ করানো হবে এখানে।''
আর খুব তাড়াতাড়িই চঞ্চলের কথা সত্যি হল। ১৬ ডিসেম্বর ছবিটি মুক্তি পেতে চলেছে এপার বাংলার প্রেক্ষাগৃহে। আবারও কলকাতায় গুনগুন করে গাওয়া হবে 'সাদা সাদা কালা কালা, রং জমেছে সাদা কালা'।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
কলকাতায় 'হাওয়া', কবে থেকে সিনেমা হলে চঞ্চলের ছবি? অন্য রাজ্যেই বা কবে? জানুন
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement