Chanchal Chowdhury : সৌমিত্রর জুতোয় পা চঞ্চলের? কমলেশ্বরের সিরিজ ‘গণদেবতা’ নিয়ে কী বললেন বাংলাদেশের অভিনেতা
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Chanchal Chowdhury : সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ‘গণদেবতা’র কাহিনি অবলম্বনে তৈরি হবে এই সিরিজ। দেবু পণ্ডিতের চরিত্রে অভিনয় করার জন্য চঞ্চলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
কলকাতা: সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’-এর পর ফের এপার বাংলার সঙ্গে গাঁটছড়া বাঁধছেন চঞ্চল চৌধুরী। এবারে কমলেশ্বর মুখোপাধ্যায়ের ওয়েব সিরিজ নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছেন বাংলাদেশের উচ্চপ্রশংসিত অভিনেতা। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি। নিউজ18 বাংলাকে এমনটাই জানালেন ‘হাওয়া’-র তারকা।
শোনা গিয়েছে, ক্যামেলিয়া প্রোডাকশনের ওয়েব সিরিজের চিত্রনাট্য নিয়ে কাজ শুরু হয়েছে। সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ‘গণদেবতা’র কাহিনি অবলম্বনে তৈরি হবে এই সিরিজ। দেবু পণ্ডিতের চরিত্রে অভিনয় করার জন্য চঞ্চলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দুর্গার চরিত্রে দেখা যাবে অরুণিমা ঘোষকে। এছাড়াও কিঞ্জল নন্দ, লোকনাথ দে-র মতো অভিনেতাদেরও দেখা যাবে এই সিরিজে।
advertisement
advertisement
অভিনেতার সঙ্গে যোগাযোগ করলে নিউজ18 বাংলাকে চঞ্চল জানান, ‘‘এখনও সব কিছু চূড়ান্ত হয়নি। হওয়ার পর জানাতে পারব। প্রাথমিক আলোচনা হয়েছে মাত্র। ইচ্ছা আছে কাজটি করার। তবে চূড়ান্ত করার আগে তো অনেক কিছু আলোচনা করতে হবে। আলোচনা চলছে চূড়ান্ত কিছু করার।’’
advertisement
১৯৭৮ সালে তারাশঙ্করের এই উপন্যাস নিয়ে তরুণ মজুমদার এই একই নামে একটি ছবি বানিয়েছিলেন। যাতে দেবু পণ্ডিতের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়কে। ১৯২০র দশকে ব্রিটিশ শাসনের সময়কালে বাংলার গ্রামে গ্রামে আর্থ-সামাজিক কাঠামো ভেঙে পড়েছিল। সেই প্রেক্ষাপটেই রচিত এই উপন্যাস। তবে কি এই পিরিয়ড ড্রামায় সৌমিত্রর জুতোয় পা গলাতে চলেছেন চঞ্চল চৌধুরী? উত্তর মিলবে সঠিক সময়ে।
Location :
Kolkata,West Bengal
First Published :
July 16, 2023 2:24 PM IST