Aniruddha Roy Chowdhury's Daughter Wedding : চুপিচুপি সই সুন্দরীর বিয়ে! মার্কিন মুলুকে কার সঙ্গে মেয়ের বিয়ে দিলেন পরিচালক অনিরুদ্ধ

Last Updated:
Aniruddha Roy Chowdhury's Daughter Wedding : আমেরিকা থেকেই বাস প্রেরণার। গত ৮ জুলাই মার্কিন প্রেমিক জনি ফিগেলের সঙ্গে স্বপ্নের হোয়াইট ওয়েডিং অনুষ্ঠানে বিয়ে সারলেন তারকা সন্তান।
1/10
মেয়ের বিয়ে দিলেন অনিরুদ্ধ রায়চৌধুরী। বাঙালি পরিচালকের মেয়ে প্রেরণা ওরফে সইকে চেনেন? নায়িকাদের দশ গোল দিতে পারেন বঙ্গতনয়া।
মেয়ের বিয়ে দিলেন অনিরুদ্ধ রায়চৌধুরী। বাঙালি পরিচালকের মেয়ে প্রেরণা ওরফে সইকে চেনেন? নায়িকাদের দশ গোল দিতে পারেন বঙ্গতনয়া।
advertisement
2/10
আমেরিকা থেকেই বাস প্রেরণার। গত ৮ জুলাই মার্কিন প্রেমিক জনি ফিগেলের সঙ্গে স্বপ্নের হোয়াইট ওয়েডিং অনুষ্ঠানে বিয়ে সারলেন তারকা সন্তান।
আমেরিকা থেকেই বাস প্রেরণার। গত ৮ জুলাই মার্কিন প্রেমিক জনি ফিগেলের সঙ্গে স্বপ্নের হোয়াইট ওয়েডিং অনুষ্ঠানে বিয়ে সারলেন তারকা সন্তান।
advertisement
3/10
আমেরিকার এক মাল্টিন্যাশনাল ফাইন্যান্স সংস্থায় কর্মরত সই। সেখানেই যুগলের আলাপ। খ্রিষ্টান মতে বিয়ে করার পর কলকাতায় একটি রিসেপশন হবে বলে শোনা যাচ্ছে।
আমেরিকার এক মাল্টিন্যাশনাল ফাইন্যান্স সংস্থায় কর্মরত সই। সেখানেই যুগলের আলাপ। খ্রিষ্টান মতে বিয়ে করার পর কলকাতায় একটি রিসেপশন হবে বলে শোনা যাচ্ছে।
advertisement
4/10
যদিও আপাতত মেয়ে-জামাইকে ছাড়াই দেশে ফিরেছেন ‘পিঙ্ক’-এর পরিচালক। ফিরেই মেয়ে-জামাইয়ের বিয়ের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘বাড়ি ফিরলাম, তোমাদের মিস করছি সোনা।’
যদিও আপাতত মেয়ে-জামাইকে ছাড়াই দেশে ফিরেছেন ‘পিঙ্ক’-এর পরিচালক। ফিরেই মেয়ে-জামাইয়ের বিয়ের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘বাড়ি ফিরলাম, তোমাদের মিস করছি সোনা।’
advertisement
5/10
অনিরুদ্ধ ও তাঁর স্ত্রী ইন্দ্রাণী আমেরিকা পাড়ি দিয়েছিলেন সপ্তাহখানেক আগে। ঝিলের ধারে প্ল্যানেটোরিয়াম, তারই পাশে আসর সাজিয়ে মেয়ের বিয়ে দিলেন তারকা।
অনিরুদ্ধ ও তাঁর স্ত্রী ইন্দ্রাণী আমেরিকা পাড়ি দিয়েছিলেন সপ্তাহখানেক আগে। ঝিলের ধারে প্ল্যানেটোরিয়াম, তারই পাশে আসর সাজিয়ে মেয়ের বিয়ে দিলেন তারকা।
advertisement
6/10
পরিচালকের পাশাপাশি জামাই জনি নিজের প্রোফাইলে শ্বশুরবাড়ির সঙ্গে একাধিক ছবি পোস্ট করেছেন। স্ত্রীকে লিখলেন, ‘প্রেরণা, তোমার সঙ্গে সারাজীবন কাটানোর জন্য মুখিয়ে আছি।’
পরিচালকের পাশাপাশি জামাই জনি নিজের প্রোফাইলে শ্বশুরবাড়ির সঙ্গে একাধিক ছবি পোস্ট করেছেন। স্ত্রীকে লিখলেন, ‘প্রেরণা, তোমার সঙ্গে সারাজীবন কাটানোর জন্য মুখিয়ে আছি।’
advertisement
7/10
এর আগেও জনির প্রোফাইল জুড়ে তাঁর স্ত্রীর সঙ্গে আদুরে মুহূর্তের ছবি। ভারত সফরে কলকাতা, দিল্লি, আগরা ঘুরে গিয়েছেন তিনি। সঙ্গে আবার বাংলাদেশের রাজধানী ঢাকাতেও ঢুঁ মেরে এসেছেন।
এর আগেও জনির প্রোফাইল জুড়ে তাঁর স্ত্রীর সঙ্গে আদুরে মুহূর্তের ছবি। ভারত সফরে কলকাতা, দিল্লি, আগরা ঘুরে গিয়েছেন তিনি। সঙ্গে আবার বাংলাদেশের রাজধানী ঢাকাতেও ঢুঁ মেরে এসেছেন।
advertisement
8/10
জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক যে আহ্লাদে আটখানা, তা বোঝা যাচ্ছে তাঁর সোশ্যাল মিডিয়া থেকে। মেয়ের বিয়েতে স্যুট পরে অনিরুদ্ধে। স্ত্রী ইন্দ্রাণী গোলাপি শাড়িতে অসাধারণ। খ্রিষ্টান রীতি মেনে মেয়ের সঙ্গে হেঁটে মঞ্চে উঠেছিলেন।
জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক যে আহ্লাদে আটখানা, তা বোঝা যাচ্ছে তাঁর সোশ্যাল মিডিয়া থেকে। মেয়ের বিয়েতে স্যুট পরে অনিরুদ্ধে। স্ত্রী ইন্দ্রাণী গোলাপি শাড়িতে অসাধারণ। খ্রিষ্টান রীতি মেনে মেয়ের সঙ্গে হেঁটে মঞ্চে উঠেছিলেন।
advertisement
9/10
অন্যদিকে সাদা গাউনে অপরূপা বঙ্গতনয়া। হাতে ফুল নিয়ে হবু স্বামীর কাছে পৌঁছলেন। আংটি বদল করলেন জুটিতে। গাঢ় নীল স্যুটে দেখা দিলেন কলকাতার মার্কিন জামাই।
অন্যদিকে সাদা গাউনে অপরূপা বঙ্গতনয়া। হাতে ফুল নিয়ে হবু স্বামীর কাছে পৌঁছলেন। আংটি বদল করলেন জুটিতে। গাঢ় নীল স্যুটে দেখা দিলেন কলকাতার মার্কিন জামাই।
advertisement
10/10
টলিউডের তারকা শিল্পী অপর্ণা সেন এবং ইন্দ্রদীপ দাশগুপ্তের মতো অনেকেই নবদম্পতিকে শুভেচ্ছা জানালেন অনিরুদ্ধর পোস্টে। এবার কেবল কলকাতায় রিসেপশনের অপেক্ষা।
টলিউডের তারকা শিল্পী অপর্ণা সেন এবং ইন্দ্রদীপ দাশগুপ্তের মতো অনেকেই নবদম্পতিকে শুভেচ্ছা জানালেন অনিরুদ্ধর পোস্টে। এবার কেবল কলকাতায় রিসেপশনের অপেক্ষা।
advertisement
advertisement
advertisement