হোম /খবর /বিনোদন /
বাংলাদেশের স্বাধীনতা দিবসে গানের যুগলবন্দিতে চঞ্চল ও তাঁর পুত্র, দেশপ্রেমের নজির

Chanchal Chowdhury: বাংলাদেশের স্বাধীনতা দিবসে গানের যুগলবন্দিতে চঞ্চল ও তাঁর পুত্র, দেশপ্রেমের নজির

চঞ্চল চৌধুরী ও তাঁর ছেলে

চঞ্চল চৌধুরী ও তাঁর ছেলে

Chanchal Chowdhury: এপার বাংলা হোক বা ওপার বাংলা, চঞ্চলের অভিনয়ের গুণমুগ্ধের সংখ্যা নেহাতই কম নয়। তাঁর ‘হাওয়া’ ছবি বা ‘কারাগার’ ওয়েব সিরিজ দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন দুই বাংলার মানুষ।

  • Share this:

ঢাকা: ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীন হয়ে ওঠার দিন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শত শত শহিদের রক্তের বিনিময়ে আসা স্বাধীনতার স্মৃতিতে ওপার বাংলায় আজ পালিত হচ্ছে স্বাধীনতা দিবস।

দেশের প্রতি শ্রদ্ধা জানাতে শামিল হলেন বাংলাদেশের জনপ্রিয় এবং উচ্চপ্রশংসিত অভিনেতা চঞ্চল চৌধুরী। ছেলের সঙ্গে সুর তুললেন হারমোনিয়ামে। গাইলেন ‘ও আমার দেশের মাটি/তোমার পরে ঠেকাই মাথা’। ছেলে ও বাবার যুগলবন্দি মন ছুঁয়ে গেল শ্রোতাদের। ভিডিও করেছেন অভিনেতার স্ত্রী শান্তা। নেটিজেনদের দেশপ্রেমে আরও একটি মাত্রা যোগ করলেন চঞ্চল। কেবল যে গানে দক্ষ তা-ই নয়, চঞ্চল সমান ভাবে হারমোনিয়াম বাজাতে পটু। আর তার প্রমাণ এই ভিডিওয়ে স্পষ্ট।

ভিডিওটি পোস্ট করে চঞ্চল লিখলেন,  ‘ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাটি... অনেকদিন পর শুদ্ধর সঙ্গে গান গাওয়া। আজকের বিকেলে দেশ মাতৃকার প্রতি পিতা পুত্রের শ্রদ্ধা নিবেদন। ভিডিও করেছে শুদ্ধর মা শান্তা। দেশের স্বাধীনতার জন্য যাঁরা আত্মাহুতি দিয়েছেন, তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা। সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।’

আরও পড়ুন: হ্যারি পটারের ঘরে খুশির জোয়ার! প্রেমিকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন ড্যানিয়েল

আরও পড়ুন: মৃত্যুর খানিক আগে হোটেল থেকে লাইভে আকাঙ্ক্ষা! ভিডিও দেখে চমকে উঠেছে নেটপাড়া

এপার বাংলা হোক বা ওপার বাংলা, চঞ্চলের অভিনয়ের গুণমুগ্ধের সংখ্যা নেহাতই কম নয়। তাঁর ‘হাওয়া’ ছবি বা ‘কারাগার’ ওয়েব সিরিজ দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন দুই বাংলার মানুষ। এই মুহূর্তে কলকাতায় সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘পদাতিক’ ছবিতে তাঁকে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। সেই ছবির জন্য মুখিয়ে রয়েছেন বাংলাদেশ ও ভারতের দর্শকরা।

কিন্তু এর পাশাপাশি তাঁর গানের দক্ষতা সম্পর্কেও আগেই অবগত ছিলেন ভক্তরা। তাঁর গলায় একাধিক ভিডিওয়ে ‘হাওয়া’ ছবির ‘সাদা সাদা কালা কালা’ গান শুনেছেন সকলে।

Published by:Teesta Barman
First published:

Tags: Bangladesh, Chanchal chowdhury