Harry Potter Daniel Radcliffe: হ্যারি পটারের ঘরে খুশির জোয়ার! প্রেমিকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন ড্যানিয়েল

Last Updated:

Harry Potter Daniel Radcliffe: ২০১৩ সালে ‘কিল ইয়র ডার্লিংস’ ছবির শ্যুটিংয়ে আলাপ হয়েছিল এরিন ও ড্যানিয়েলের। তার পর প্রায় ১০ বছরের প্রেম দুই তারকার। এবার তাঁদের ঘরে খুশির হাওয়া। সন্তান আসার অপেক্ষা করছেন তাঁরা।

হ্যারি পটার
হ্যারি পটার
নিউ ইয়র্ক: ড্যানিয়েল র‍্যাডক্লিফের ঘরে আনন্দের খবর। সন্তান আসার অপেক্ষায় আছেন হ্যারি পটার এবং তাঁর প্রেমিকা। খুশির খবর দিলেন খোদ জাদুকর। বেশ কিছুদিন আগে প্রেমিকা এরিন ডার্কের সঙ্গে ড্যানিয়েলকে দেখা গিয়েছিল যেখানে এরিনের বেবি বাম্প লক্ষ করেন ভক্তরা। সম্প্রতি নায়কের প্রতিনিধি এই খবর নিশ্চিত করেছেন।
২০১৩ সালে ‘কিল ইয়র ডার্লিংস’ ছবির শ্যুটিংয়ে আলাপ হয়েছিল এরিন ও ড্যানিয়েলের। তার পর প্রায় ১০ বছরের প্রেম দুই তারকার। এবার তাঁদের ঘরে খুশির হাওয়া। সন্তান আসার অপেক্ষা করছেন তাঁরা। ৩৩ বছরের ড্যানিয়েল, ৩৮ বছরের এরিন নতুন ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন।
advertisement
advertisement
ড্যানিয়েল আর এরিনের সেই ছবি এখন ভাইরাল। কালো কো অর্ড সেট আর চেক চেক ওভারকোটে দেখা গিয়েছিল এরিনকে। সেখানেই স্পষ্ট ছিল তাঁর বেবি বাম্প। পাশে দাঁড়িয়ে ড্যানিয়েল। মাথায় শীতের টুপি। রাস্তা পারাপার করছিলেন যুগল।
advertisement
ছবিটি শেয়ার হয়েছে ড্যানিয়েলের ফ্যান পেজ থেকে। ভক্তদের শুভেচ্ছাবার্তায় ভরে উঠেছে সেই ছবির মন্তব্য বাক্স। কেউ লিখেছেন, ‘ড্যানিয়েল এবং এরিনের সন্তান হলে সে খুবই ভাগ্যবান। মা-বাবা হিসেবে ওঁরা সফল হবেন।’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Harry Potter Daniel Radcliffe: হ্যারি পটারের ঘরে খুশির জোয়ার! প্রেমিকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন ড্যানিয়েল
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement