National Radio Day: ভারতের রেডিও সম্প্রচারের শতবর্ষ এবং 'মহিষাসুরমর্দিনী'কে বিশ্ব বেতার দিবসে শ্রদ্ধাঞ্জলি

Last Updated:

National Radio Day: অনুষ্ঠানে বাঙালির আবেগ 'মহিষাসুরমর্দিনী'র উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হবে।

বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে
বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে
#কলকাতা: ভারতের রেডিও সম্প্রচারের শতবর্ষ ও ‘মহিষাসুরমর্দিনী’কে বিশ্ব বেতার দিবসে শ্রদ্ধাঞ্জলি দিতে আয়োজিত বিশেষ অনুষ্ঠান৷ সোমবার ১৩ ফেব্রুয়ারি পালিত হবে এই অনুষ্ঠান৷ অনুষ্ঠানের আয়োজক আই কমিউনিকেশনস, পঙ্কজ মল্লিক মিউজিক অ্যান্ড আর্ট ফাউন্ডেশন এবং সেভেন বোটস অ্যাকাডেমির যৌথ উদ্যোগে।
অনুষ্ঠানে বাঙালির আবেগ 'মহিষাসুরমর্দিনী'র উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হবে।'মহিষাসুরমর্দিনী' এই মুহূর্তে বিশ্বে সবচেয়ে বেশি দিন ধরে রেডিও'য় সম্প্রচারিত হওয়া অনুষ্ঠান। শরৎকাল মানেই দুর্গাপুজো আর সেই পুজোরই এক অবিচ্ছেদ্য অঙ্গ হল মহিষাসুরমর্দিনী।
সোমবারের এই অনুষ্ঠান "রেডিও গা গা'র" মধ্যে দিয়ে, আয়োজক সংগঠনগুলি উপস্থিত সকল দর্শক ও সাধারণ মানুষকে আরও একবার মনে করিয়ে দেবে রেডিও-যুগের অবসান মোটেই ঘটেনি। বরং আজও তা ঐতিহ্য, সংস্কৃতি এবং বিনোদনের এক অন্যতম ধারক ও বাহক!
advertisement
advertisement
আরও পড়ুন: চাকরি ছেড়ে একাই পরীক্ষার প্রস্তুতি, প্রথম বার টেট দিয়েই রাজ্যে প্রথম বর্ধমানের ইনা
অনুষ্ঠানে মূল অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অভিনেতা-লেখক ভাস্বর চট্টোপাধ্যায়, বিখ্যাত বাচিক শিল্পী সতীনাথ মুখোপাধ্যায় ও দেবাশীষ বসু এবং প্রখ্যাত সমাজবিদ প্রফেসর ড: রুবি সাঁই। নিজ নিজ ক্ষেত্রে অপরিসীম অবদানের জন্য তাঁদের সম্মাননা প্রদান করা হবে।
advertisement
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আই কমিউনিকেশনস-এর চিফ স্ট্র্যাটেজিস্ট সৌম্যজিৎ মহাপাত্র, পঙ্কজ মল্লিক মিউজিক অ্যান্ড আর্ট ফাউন্ডেশনের সেক্রেটারি রাজীব গুপ্ত ও সংস্থার মুখ্য উপদেষ্টা ঝিনুক গুপ্ত এবং সেভেন বোটস অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায়।
এ দিনের অনুষ্ঠানে আয়োজক সংস্থা 'আই কমিউনিকেশনস'-এর অফিসিয়াল ওয়েবসাইট লঞ্চ করা হবে।আই কমিউনিকেশনস, পঙ্কজ মল্লিক মিউজিক অ্যান্ড আর্ট ফাউন্ডেশনের সঙ্গে মিলিত হয়ে নতুন কোর্স চালু করার কথা ঘোষণা করবে।কোর্সের মধ্যে থাকবে পাবলিক স্পিকিং, রেডিও জকিং এবং পড কাস্টিং। পাশাপাশি সেভেন বোটস অ্যাকাডেমির সঙ্গে যুক্ত হয়ে ২১ শতকে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সংক্রান্ত অপর একটি কোর্স চালু করার কথা জানাবে আই কমিউনিকেশনস।
বাংলা খবর/ খবর/বিনোদন/
National Radio Day: ভারতের রেডিও সম্প্রচারের শতবর্ষ এবং 'মহিষাসুরমর্দিনী'কে বিশ্ব বেতার দিবসে শ্রদ্ধাঞ্জলি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement