বিগ বাজেটের দক্ষিণী ছবির পরাজয়, কিস্তিমাত করল ব্রহ্মাস্ত্র
- Published by:Anulekha Kar
- news18 bangla
Last Updated:
Brahmastra finally hit the big screen: প্রায় পাঁচ বছরের দীর্ঘ্য প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেল অয়ন মুখপাধ্যায়ের ব্রহ্মাস্ত্র।
#মুম্বই: বেশ কিছুদিন ধরে মুখ থুবড়ে পড়েছে একাধিক বলিউডি সিনেমা।
ট্যুইটার ট্রেন্ডিং-এ ব্যান হচ্ছে একের পর এক ছবি। তার মাঝেই সাউথের একাধিক সফল ছবিকে টেক্কা দিতে মাঠে নামল 'ব্রহ্মাস্ত্র'৷
প্রায় পাঁচ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেল অয়ন মুখোপাধ্যায়ের 'ব্রহ্মাস্ত্র'। বেশ কিছুটা সময় ধরে একাধিক দক্ষিণী ছবির কাছে গো-হারা হেরে যাচ্ছিল বলিউড। তাই বহুদিন ধরেই এই ছবির মুক্তির অপেক্ষায় দিন গুনছিলেন বলিউডের একাংশ ৷
advertisement
advertisement
বাংলা-সহ ভারতের বিভিন্ন রাজ্যে জমিয়ে বাজার করেছে 'কেজিএফ', 'আরআরআর', 'পুষ্পা'-সহ একাধিক দক্ষিণী ছবি। পর পর ফ্লপ হয়েছে একাধিক বলিউড ছবি ৷ ট্যুইটারের ট্রেন্ডিং-এও 'ব্রহ্মাস্ত্র'কে বয়কট করার জন্য কলরব শুরু হয়েছিল৷ কিন্তু মুক্তি পাওয়ার আগে থেকেই অগ্রিম টিকিট বুকিং-এও বহু সফল সিনেমাকে ছাপিয়ে যায় ছবিটি।
advertisement
সিনেপ্রেমীরা বেশ আগ্রহের সঙ্গেই অপেক্ষা করছিলেন 'ব্রহ্মাস্ত্র'র। বঙ্গেও 'ব্রহ্মাস্ত্র' রিলিজের জন্য অধির আগ্রহে অপেক্ষা করছিলেন অনেকে। সমস্ত সমালোচনাকে পিছনে ফেলে বাজিমাত করল রণবীর কাপুর এবং আলিয়া ভাটের ব্রহ্মাস্ত্র । রিলিজের প্রথম দিনেই বাংলায় ৫৬০টি শো পেয়েছে ছবিটি ৷ শো-য়ের কাউন্টে পিছনে ফেলেছে 'পুষ্পা' ও 'কেজিএফ ২' কেও ৷ একাধিক বিগ বাজেটের ছবিকে পেছনে ফেলে 'ব্রহ্মাস্ত্র'র কিস্তিমাতে অবশেষে স্বস্তির নিশ্বাস ফেলেছে বলিউড। আলিয়া-রণবীর ছাড়াও ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, মৌনী রায়, ও নাগার্জুন ৷ হিন্দি , তামিল, তেলুগু, মালয়ালম ও কন্নড়, মোট পাঁচটি ভাষায় দেখা যাবে ছবিটি ৷
Location :
First Published :
September 09, 2022 4:16 PM IST