গুরুপত্নীর সঙ্গে প্রেম, পালিয়ে বিয়ে; সুকণ্ঠী গায়কের জীবন কাহিনি চমকে দেবে আপনাকে !

Last Updated:

কিন্তু সেই সুকণ্ঠীই বেশ কুখ্যাত তাঁর প্রেম জীবনের জন্য। তিনি রূপ কুমার রাঠোড়। গজল এবং সুফি সঙ্গীতের জন্য পরিচিত রূপ কুমার আসলে শ্রাবণ রাঠোড়-বিনোদ রাঠোড়ের সহোদর।

গুরুপত্নীর সঙ্গে প্রেম, পালিয়ে বিয়ে; সুকণ্ঠী গায়কের জীবন কাহিনী চমকে দেবে আপনাকে
গুরুপত্নীর সঙ্গে প্রেম, পালিয়ে বিয়ে; সুকণ্ঠী গায়কের জীবন কাহিনী চমকে দেবে আপনাকে
মুম্বই: গায়কের কণ্ঠ আর তাঁর ব্যক্তিগত জীবন সব সময়ই আলোচনার কেন্দ্রে থাকে। বিখ্যাত ভারতীয় গায়কদের মধ্যে একজন তেমনই গায়ক আসমুদ্র হিমাচল ভারতীয়কে পাগল করেছেন কণ্ঠের জাদুতে। একাধারে তিনি সঙ্গীত পরিচালক, সুরকার ও গায়ক। চলচ্চিত্রে খুব বেশি গান না করলেও লাইভ কনসার্ট এবং অ্যালবাম তাঁকে দিয়েছে পরিচিতি।
কিন্তু সেই সুকণ্ঠীই বেশ কুখ্যাত তাঁর প্রেম জীবনের জন্য। তিনি রূপ কুমার রাঠোড়। গজল এবং সুফি সঙ্গীতের জন্য পরিচিত রূপ কুমার আসলে শ্রাবণ রাঠোড়-বিনোদ রাঠোড়ের সহোদর। ‘অ্যায় যাতে হুয়ে লামহো..’, ‘সদে সে আতে হ্যায়..’, ‘সাঁওরে-সাঁওরে..’, ‘বরসাত কে মৌসম’ প্রভৃতি গানের জন্য তাঁর খ্যাতি।
advertisement
advertisement
বিখ্যাত সঙ্গীত জুটি নাদিম-শ্রাবণের অন্যতম শ্রাবণ রাঠোড় এবং গায়ক বিনোদ রাঠোড় তাঁর সহোদর। অনুপ জালোটা তাঁকে সঙ্গীত দুনিয়া থেকে বের করে দেওয়ার সমস্ত চেষ্টা করেছেন এক সময়। পারেননি। নিজের গানের মধ্যে দিয়েই রাজত্ব করেছেন মানুষের হৃদয়ে।
কেরিয়ারের শুরুতে রূপ বলিউডের বিখ্যাত ভজন গায়ক অনুপ জালোটার দলে কাজ করতেন। তাঁর গুরু অনুপ জালোটার কাছ থেকে গানের সূক্ষ্মতা শেখার পাশাপাশি রূপ নিজেও অনুষ্ঠান করতেন। রূপ যখন অনুপ জালোটার দলে কাজ করতেন। সেসময়ই অনুপের স্ত্রী সোনালি শেঠের সঙ্গে আলাপ হয় রূপের। এই পরিচয় পরবর্তীকালে প্রেমে রূপান্তরিত হয়। ১৯৮৪ সাল পর্যন্ত অনুপ জালোটার দলে তবলা বাজাতেন রূপ। সেই সময় অনুপের দল আমেরিকায় একটি অনুষ্ঠান করার আমন্ত্রণ পান।
advertisement
সেই অনুষ্ঠানে স্ত্রী সোনালিকে নিয়ে যেতে চেয়েছিলেন অনুপ। রাজি হননি সোনালি। অনুষ্ঠানে যোগ দেননি রূপও। কারণ সেই সময়ই তাঁরা ঘর বাঁধার জন্য পদক্ষেপ করতে চেয়েছিলেন। রূপের হাত ধরেই অনুপের ঘর ছেড়েছিলেন সোনালি। সেটা ১৯৮৯ সাল, বিয়ে করেন রূপ-সোনালি। মাঝখানের চার বছর তাঁরা কেউ স্বীকার করেননি তাঁদের সম্পর্কের কথা। কিন্তু মিডিয়ায় এবিষয়ে কানাঘুষো চলতই।
advertisement
এই সময় অভিযোগ ওঠে তিনি নাকি ইন্ডাস্ট্রিতে রূপের কাজ পাওয়া বন্ধ করে দিতে চেয়েছিলেন। কিন্তু পারেননি। যদিও সংবাদ মাধ্যমের কাছে এই অভিযোগ অস্বীকার করেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
গুরুপত্নীর সঙ্গে প্রেম, পালিয়ে বিয়ে; সুকণ্ঠী গায়কের জীবন কাহিনি চমকে দেবে আপনাকে !
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement