#মুম্বই: ভ্যালেন্টাইনস ডে-র দিনটা সকলের কাছেই একটু অন্যরকম । বিশেষত কাপলদের কাছে দিনটি যেন আর পাঁচটা দিনের থেকে একটু আলাদা । দৈননন্দিন একঘেয়েমি কাটিয়ে একটু আলাদা ধাঁচে ভালবাসার উদযাপন । কিন্তু সেই সেলিব্রশন করতে গিয়ে আইন ভাঙলে রেয়াত করা হবে না কাউকেই । সে তিনি বলিউডের নামজাদা কোনও তারকাই হোন না কেন ।
গত ১৪ ফেব্রুয়ারি রাতে ভ্যালেন্টাইনস ডে-র সেলিব্রেশন করতে গিয়ে ট্রাফিক আইন ভঙ্গ করে পুলিশের ফাঁদে অভিনেতা বিবেক ওবেরয় । মাস্ক ও হেলমেট ছাড়া স্ত্রী’কে নিয়ে বাইক রাইডে বেরিয়েছিলেন বিবেক । এই ছবি ও ভিডিও তিনি শেয়ারও করেন তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে । সম্প্রতি মুম্বইয়ে করোনার প্রকোপ মাারত্মক হারে বেড়ে গিয়েছে । তা সত্ত্বেও মাস্ক ছাড়াই বেরিয়েছিলেন বিবেক । এ ছাড়া তিনি বা তাঁর স্ত্রী, কারও মাথাতেই ছিল না হেলমেট ।
View this post on Instagram
বাইক নিয়ে তাঁরা তেল ভরতে একটি পেট্রোল পাম্পে ঢোকেন । সেখানে অনুরাগীরা তাঁদের চিনে ফেলেন । সকলের সঙ্গে আবার সেলফিও তোলেন তারকা দম্পতি । আর এই ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নড়েচড়ে বসে মুম্বই পুলিশ । অিনেতার নামে ভারতীয় দণ্ডবিধির ১৮৮, ২৬৯ ধারায় অভিযোগ দায়ের করা হয় ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mumbai, Traffic Rules, Vivek Oberoi