Virat-Anushka: অনুষ্কার ছবি কে তুলে দিয়েছে? হঠাৎ কেন এমন প্রশ্ন তুললেন বিরাট কোহলি
- Published by:Swaralipi Dasgupta
Last Updated:
বিরুষ্কা-র সোশ্যাল অ্যাকাউন্ট ইদানিং লন্ডন ডায়েরিতেই ভরে গিয়েছে।
#লন্ডনঃ স্বামী বিরাট কোহলি (Virat Kohli) ভারতীয় দলের হয়ে টেস্ট সিরিজ খেলতে গিয়েছেন লন্ডনে (London)। ভারতীয় অধিনায়কের সফর সঙ্গী হয়েছেন তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) এবং মেয়ে ভামিকা (Vamika)। আর সেখানেই ভারতীয় দলের দায়িত্ব সামলানোর মাঝে সময় পেলেই একসঙ্গে সময় কাটচ্ছেন বিরুষ্কা। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই যার প্রমাণ পাওয়া যাচ্ছে।
বিরুষ্কা-র সোশ্যাল অ্যাকাউন্ট ইদানিং লন্ডন ডায়েরিতেই ভরে গিয়েছে। সম্প্রতি অনুষ্কা ইনস্টাগ্রামে বিরাটের তুলে দেওয়া কয়েকটি সুন্দর ছবি পোস্ট করেন। আর তাতেই মজার ছলে বিরাট কমেন্ট করেন, "কে তুলে দিয়েছে এই ছবিগুলি"। উত্তর দিতে পিছিয়ে থাকেননি অনুষ্কাও। স্বামীর মতো কৌতুরের সুরে বলিউড অভিনেত্রী জবাব দেন, "একজন সত্যিকারের ভালো ভক্ত"। অনুষ্কার ছবিতে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁদের ভক্ত এবং অন্যান্য সেলিব্রেটিরাও। যেমন ছবিটিতে টেনিস খেলোয়ার সানিয়া মির্জা (Sania Mirza) দুটি হার্ট ইমোজি দিয়েছেন। আবার এশা আগরওয়াল (Eesha Agarwal) লিখেছেন, "সুন্দর হাসি"।
advertisement
advertisement
advertisement
কয়েকদিন আগেও অনুষ্কা লন্ডনের রাস্তায় তোলা একগুচ্ছ ছবি শেয়ার করেন। যেখানে বিরাট পত্নী লিখেছেন, "শহরে এদিক ওদিক এমনিই ঘুরে বেড়াচ্ছিলাম। হঠাৎ করেই এক ফ্যানের চোখে পড়ে গেলাম। ছবি তোলার অনুরোধ ফেলতে পারলাম না। ছবি পেয়ে ওকেও খুব খুশি লাগল। ফ্যানদের জন্য সব কিছু করতে পারি"। ছবিতে বিরাটকেও এক ঝলক দেখতে পাওয়া যায়।
advertisement
advertisement
তবে শুধু বিরুষ্কাই নয়, আরো বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটারদের স্ত্রীকে তাঁদের সফরসঙ্গী হতে দেখা গিয়েছে। ভারতীয় দল লন্ডনে সিরিজের প্রস্তুতিতে যেমন ব্যস্ত রয়েছেন, তেমনি ফাঁক পেলেই তাঁদের পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন। গত মাসে নিউজিল্যান্ডের (Zealand) বিরুদ্ধে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ানশিপ (ICC World Test Championship) ফিনাল শেষ হওয়ার পর ক্রিকেটাররা কুড়ি দিনের ব্রেক পেয়েছিলেন। সেই সময়ে বিরাট ও অনুষ্কা সহ রোহিত শর্মা (Rohit Sharma), অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane), চেতেশ্বরপূজারা (Cheteshwar Pujara) এবং রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) তাঁদের স্ত্রী এবং সন্তানদের নিয়ে ট্যুর করেন। সোশ্যাল মিডিয়ায় হামেশাই এই সেলিব্রেটি পরিবারদের লন্ডনের বিভিন্ন নতুন জায়গায় ঘোরার ছবি নজরে আসছে।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 04, 2021 5:12 PM IST