corona virus btn
corona virus btn
Loading

বয়স বাড়িয়ে কোন ছবিতে অভিনয় করছেন দীপিকা ও রণবীর ? সামনে এল তাঁদের নতুন রূপ

বয়স বাড়িয়ে কোন ছবিতে অভিনয় করছেন দীপিকা ও রণবীর ? সামনে এল তাঁদের নতুন রূপ

বিয়ের পোশাকে রণবীর ও দীপিকা। কিন্তু তাঁদের বয়স বেড়ে গিয়েছে প্রায় ৩০টা বছর। তাহলে এ কোন ছবির লুক?

  • Share this:

#মুম্বই: রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের জুটি এখন সবচেয়ে হিট। বিয়ের পর তাঁদের প্রতি মানুষের আগ্রহ আরও বেড়ে গিয়েছে। রণবীর খুবই খোলামেলা মনের মানুষ। মেয়েদের সম্মান করতে তিনি জানেন। আর তাই বিয়ের পর দীপিকার সঙ্গে তিনিও পড়েছিলেন সিথিতে সিঁদূর! তাছাড়া সব সময় পাগলামি ও মজা করে কাটানো রণবীরের মিষ্টি স্বভাবের মধ্যে একটি।

photo source Instagram photo source Instagram

দীপিকা রণবীরের জোরি নম্বর ওয়ান। তবে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়। সেখানে বিয়ের পোশাকে রণবীর ও দীপিকা। কিন্তু তাঁদের বয়স বেড়ে গিয়েছে প্রায় ৩০টা বছর। তাহলে এ কোন ছবির লুক? এমন প্রশ্ন মানুষের মনে ঘুরতে থাকে। আসলে এই ছবিটাও মজা করে বানানো। ফেস অ্যাপের মাধ্যমে নিজেদের বয়স বাড়িয়ে ছবি পোস্ট করেন তাঁরা। সেই ছবি এখন ভাইরাল। কয়েক দিন আগে বলিউড, টলিউডে প্রায় বুড়ি বুড়ো হওয়ার হিরিক লেগে গিয়েছিল। সেই শ্রোতে গা ভাসালেন রণবীর ও দীপিকা।

First published: August 3, 2019, 9:13 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर